বিচারকর্তৃগণ 8:35 - পবিএ বাইবেল CL Bible (BSI)35 যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ইসরায়েলীদের যে উপকার করেছিলেন তার বিনিময়ে তারা তাঁর পরিবারের প্রতি সদ্ব্যবহার করল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 আর যিরুব্বাল (গিদিয়োন) ইসরাইলের যেরকম মঙ্গল করেছিলেন, তারা সেই অনুসারে তাঁর কুলের প্রতি সদয় ব্যবহার করলো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 যিরুব্বায়াল (অর্থাৎ, গিদিয়োন) তাদের জন্য এত মঙ্গলজনক কাজ করা সত্ত্বেও, তারা তাঁর পরিবারের প্রতি কোনও আনুগত্য দেখায়নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 আর যিরুব্বাল [গিদিয়োন] ইস্রায়েলের যেরূপ মঙ্গল করিয়াছিলেন, তাহারা তদনুসারে তাঁহার কুলের প্রতি সদয় ব্যবহার করিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 যিরুব্বাল (গিদিয়োন) পরিবারের অনুগত হয়ে তারা আর রইল না। তিনি তাদের যথেষ্ট উপকার করলেও তাঁরা তাকে মনে রাখল না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 আর যিরুব্বাল গিদিয়োন ইস্রায়েলের যেরকম মঙ্গল করেছিলেন, তারা সেই অনুসারে তাঁর বংশের প্রতি ভালো ব্যবহার করল না। অধ্যায় দেখুন |