Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 8:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 তাঁর অনেক স্ত্রী ছিল, তাদের গর্ভে তাঁর সত্তরটি পুত্র জন্মগ্রহণ করেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 গিদিয়োনের ঔরসজাত সত্তর জন পুত্র ছিল, কেননা তাঁর অনেক স্ত্রী ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 তাঁর নিজের সত্তরটি ছেলে ছিল, কারণ তাঁর অনেক স্ত্রী ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 গিদিয়োনের ঔরসজাত সত্তরটী পুত্র ছিল, কেননা তাঁহার অনেক স্ত্রী ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 তাঁর ছিল 70টি সন্তান। অনেকগুলি বিয়ে করেছিলেন বলেই তাঁর এতগুলো সন্তান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 গিদিয়োনের ঔরসজাত সত্তরটী ছেলে ছিল, কারণ তাঁর অনেক স্ত্রী ছিল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 8:30
20 ক্রস রেফারেন্স  

অবিমেলেক অফ্রায় তার পৈতৃক বাড়িতে গেল এবং তার ভাইদের অর্থাৎ গিদিয়োনের সত্তরজন পুত্রকে একটি পাথরের উপরে হত্যা করল। কিন্তু গিদিয়োনের সর্বকনিষ্ঠ পুত্র যোথাম লুকিয়ে ছিল বলে কেবলমাত্র সে-ই রক্ষা পেল।


শেখেমের সকলকে জিজ্ঞাসা কর যে তোমাদের পক্ষে কোনটা ভাল? তোমাদের উপরে যিরুব্বালের সত্তরজন পুত্রের কর্তৃত্ব ভাল, না একজনের কর্তৃত্ব ভাল? মনে রেখ, আমি তেমাদের একান্ত আপনজন।


শলোমন সাতশো রাজকন্যাকে বিবাহ করেছিলেন এবং তিনশো জন উপপত্নী রেখেছিলেন। তারাই তাঁকে ঈশ্বরের কাছ থেকে বিপথে নিয়ে গিয়েছিল।


রাজা বহুপত্নী গ্রহণ করবে না, অন্যথায় তার চিত্ত বিপথগামী হবে। সে নিজের জন্য অধিক পরিমাণে রূপো কিম্বা সোনা সংগ্রহ করবে না।


সেই প্রভু পরমেশ্বরই কি তোমাদের একাঙ্গ ও একাত্ম করেননি? তাকেও কি নিজের আত্মার অংশ দেননি? এর কারণ কি? কারণ তিনি সুসন্তান চান। অতএব সাবধান! সেই স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করো না।


শমরিয়ায় রাজা আহাবের সত্তরজন বংশধর ছিল। যেহু শমরিয়ার শাসক, নাগরিকদের নেতৃবৃন্দ ও আহাবের বংশধরদের অভিভাবকদের কাছে চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল:


তাঁর ছিল চল্লিশটি পুত্র এবং ত্রিশটি পৌত্র। সত্তরটি গাধার পিঠে চড়ে এরা ঘুরে বেড়াত। ইনি আট বছর ইসরায়েলীদের পরিচালনা করলেন।


তাঁর ত্রিশটি পুত্র এবং ত্রিশটি কন্যা ছিল। কন্যাদের তিনি তাঁর গোষ্ঠীর বাইরে বিবাহ দিয়েছিলেন, এবং অন্য গোষ্ঠী থেকে তাঁর পুত্রদের জন্য ত্রিশটি পুত্রবধূ এনেছিলেন। তিনি সাত বছর ইসরায়েলীদের পরিচালনা করেন।


তাঁর ত্রিশ জন ছেলে ছিল, তারা ত্রিশটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। তাদের দখলে ত্রিশটি জনপদ ছিল। গিলিয়দ প্রদেশের এই জনপদগুলি আজও যায়ীরের গ্রাম নামে পরিচিত।


যাকোবের সন্তান-সন্ততি ও তাঁর বংশধরেরা ছিলেন সর্বমোট সত্তর জন, আর যোষেফ মিশরেই ছিলেন।


যাকোবের সঙ্গে তাঁর বংশধর যারা মিশরে গিয়েছিল তাদের সংখ্যা মোট ছেষট্টি জন। যাকোবের পুত্রবধূদের এর মধ্যে ধরা হয় নি।


বন্যা থেকে বাঁচার জন্য নোহ তাঁর স্ত্রী পুত্র ও পুত্রবধূদের নিয়ে জাহাজে প্রবেশ করলেন।


এই কারণেই মানুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয় এবং তারা দুজনে হয় একাঙ্গ।


শেখেমে তাঁর একটি উপপত্নী ছিল, তারও একটি পুত্রসন্তান হয়েছিল। গিদিয়োন তার নাম রেখেছিলেন অবিমেলেক।


তোমরা আজ আমার পিতৃকুলের বিরুদ্ধে দাঁড়িয়েছ, আমার পিতার সত্তরজন সন্তানকে তোমরা একই পাথরের উপরে হত্যা করেছ এবং তাঁর দাসীর পুত্র অবিমেলেক তোমাদের জ্ঞাতি বলে তারই হাতে তোমরা কর্তৃত্ব তুলে দিয়ে শেখেমের রাজা করেছ।


যিরুব্বালের পুত্র অবিমেলেক শেখেমে তার মামাদের কাছে গিয়ে তাদের এবং তাদের গোষ্ঠীর সকলকে বলল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন