Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 8:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 তিনি তাঁর জ্যেষ্ঠপুত্র যেথারকে বললেন, যাও এদের হত্যা কর। কিন্তু কিশোর বালক খাপ থেকে তরবারি বার করল না। নেহাতই ছেলেমানুষ হওয়ায় তার সাহস হয়নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 পরে তিনি তাঁর জ্যেষ্ঠ পুত্র যেথরকে বললেন, উঠ, এদেরকে হত্যা কর, কিন্তু সেই বালক তার তলোয়ার বের করলো না, কারণ সে ভয় করলো, কেননা তখনও সে বালক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 তাঁর বড়ো ছেলে যেথরকে তিনি বললেন, “এদের হত্যা করো।” কিন্তু যেথর তার খাপ থেকে তরোয়াল বের করল না, কারণ সে ছেলেমানুষ ছিল, তাই ভয় পেয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 পরে তিনি আপন জ্যেষ্ঠ পুত্র যেথরকে কহিলেন, উঠ, ইহাদিগকে বধ কর। কিন্তু সেই বালক আপন খড়গ বাহির করিল না, কারণ সে ভয় করিল, কেননা তখনও সে বালক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 গিদিয়োন তাঁর জ্যোষ্ঠ পুত্র যেথরের দিকে ফিরে বললেন, “এই রাজাদের হত্যা করো।” কিন্তু যেথর একটি ছোট ছেলে ছিল বলে ভয় পেয়ে গেল। সে তরবারি তুলল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 পরে তিনি নিজের বড় ছেলে যেথরকে বললেন, ওঠ, এদেরকে হত্যা কর। কিন্তু সেই বালক নিজের খড়গ বের করল না, কারণ সে ভয় পেয়ে গেল, কারণ তখনও সে বালক।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 8:20
5 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের বিধান অনুযায়ী বিচারের এই অধিকার, তাঁর ভক্তবৃন্দের পক্ষে পরম গৌরব। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!


কিন্তু শমুয়েল বললেন, তোমার খড়্গে বহু নারী হয়েছে সন্তানহীনা, তাই নারীকুলে তোমার জননীও আজ সন্তানহীনা হবে, এই বলে শমুয়েল গিলগলে প্রভু পরমেশ্বরের বেদীর সামনে অগাগকে খণ্ডবিখণ্ড করলেন।


ঐ রাজাদের তাঁর কাছে নিয়ে আসার পর যিহোশূয় ইসরায়েলীদের সকলকে ডাকলেন এবং তাঁর সঙ্গে যে সৈন্যরা যুদ্ধে গিয়েছিল তাদের নায়কদের বললেন, তোমরা এগিয়ে এসে এই রাজাদের ঘাড়ে পা তুলে দাও। তারা এগিয়ে এসে তাঁদের ঘাড়ে পা রাখল।


গিদিয়োন বললেন, তারা ছিল আমার ভাই, আমার সহোদর। জাগ্রত প্রভুর দিব্য, তোমরা যদি তাদের জীবিত রাখতে তাহলে আমি তোমাদের বধ করতাম না।


তখন সেবাহ্ ও সাল্‌মুন্না বললেন, আপনি নিজেই আমাদের হত্যা করুন, কারণ যার কাজ তাকেই সাজে। তখন গিদিয়োন সেবাহ্‌ ও সাল্‌মুন্নাকে বধ করলেন এবং তাঁদের উটগুলির গলায় যে চন্দ্রহার ছিল, সেগুলি নিয়ে নিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন