Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 8:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 এবার তিই সেবাহ্ ও সাল্‌মুন্নাকে জিজ্ঞাসা করলেন, তাবোরে তোমরা যে লোকদের হত্যা করেছিলে, তারা কেমন লোক ছিল? তাঁরা বললেন, তারা আপনার মতই ছিল, প্রত্যেকের চেহারা ছিল রাজপুত্রের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর তিনি সেবহ ও সলমুন্নকে বললেন, তোমরা তাবোরে যে পুরুষদেরকে হত্যা করেছিলে, তারা কেমন লোক? তাঁরা উত্তর করলেন, আপনি যেমন, তারাও তেমনি, প্রত্যেকে রাজপুত্রের মত ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 পরে তিনি সেবহ ও সল্‌মুন্নাকে জিজ্ঞাসা করলেন, “তাবোরে আপনারা যাদের হত্যা করেছিলেন, তাঁরা কী ধরনের লোক?” “আপনারই মতো লোক,” তারা উত্তর দিলেন, “প্রত্যেকের চেহারা রাজপুত্রের মতো।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর তিনি সেবহ ও সল্‌মুন্নকে কহিলেন, তোমরা তাবোরে যে পুরুষদিগকে বধ করিয়াছিলে, তাহারা কি প্রকার লোক? তাঁহারা উত্তর করিলেন, আপনি যেমন, তাহারাও সেইরূপ, প্রত্যেকে রাজপুত্র সদৃশ ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 সেবহ ও সল‌্মুন্নকে গিদিয়োন বললেন, “তাবোর পর্বতে কয়েকজনকে তোমরা হত্যা করেছিলে। তাদের কেমন দেখতে?” তারা বলল, “তোমার মতই দেখতে। প্রত্যেকের চেহারাই ছিল রাজপুরুষের মতো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 আর তিনি সেবহ ও সল্‌মুন্নকে বললেন, তোমরা তাবোরে যে পুরুষদেরকে হত্যা করেছিলে, তারা কি ধরনের লোক? তাঁরা উত্তর দিলেন, আপনি যেমন, তারাও তেমন, প্রত্যেকে রাজপুত্রর মতো ছিল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 8:18
10 ক্রস রেফারেন্স  

একদিন দেবোরা অবিনোয়ামের পুত্র বারাককে কেদেশ-নপ্তালি থেকে ডাকিয়ে এনে বললেন, প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের আজ্ঞা দিয়েছেনঃ নপ্তালি ও সবুলুন গোষ্ঠীর দশ হাজার লোককে সঙ্গে নিয়ে তাবোর পর্বতে যাও।


সর্বদাই তারা বিরক্ত, অসন্তুষ্ট, স্বেচ্ছাচারী, তারা মুখে আস্ফালন করে কিন্তু প্রকৃতপক্ষে তারা সুযোগসন্ধানী তোষামোদকারী।


পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্ত তোমারই নামে করে জয়ধ্বনি।


সত্য কথা বলে না কেউ কারো কাছে, সকলেই দক্ষ স্তাবকতায়, মনে মুখে তারা এক নয়।


সুক্কোতে পৌঁছাবার পর তিনি সেখানকার লোকদের বললেন, দয়া করে তোমরা আমার দলের লোকজনকে খাবার জন্য কিছু রুটি দাও, এরা খুবই ক্লান্ত। আমি মিদিয়নীদের রাজা সেবাহ্ ও সালমুন্নাকে তাড়া করে চলেছি।


তারপর তিনি পনুয়েলে গিয়ে সেখানকার দুর্গ ধ্বংস করে দিলেন এবং সেই নগরের অধিবাসীদের হত্যা করলেন।


গিদিয়োন বললেন, তারা ছিল আমার ভাই, আমার সহোদর। জাগ্রত প্রভুর দিব্য, তোমরা যদি তাদের জীবিত রাখতে তাহলে আমি তোমাদের বধ করতাম না।


সিসেরা সংবাদ পেলেন যে অবিনোয়ামের পুত্র বারাক তাবোর পর্বতে এসে পড়েছে।


রাজা জিজ্ঞেস করলেন, লোকটি কি রকম বল তো?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন