Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 8:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 এই বলে তিনি মরুভূমির কাঁটাঝোপ থেকে কাঁটাগাছ তুলে এনে সুক্কোতের নেতাদের উচিত শিক্ষা দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর তিনি ঐ নগরের প্রাচীনদেরকে ধরলেন এবং মরু-ভূমির কাঁটা ও কাঁটাগাছ নিয়ে তা দ্বারা সুক্কোতের লোকদেরকে শাস্তি দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তিনি সেই নগরের প্রাচীনদের ধরলেন এবং মরুভূমির কাঁটাগাছ ও শিয়ালকাঁটা দিয়ে তিনি সুক্কোতের লোকজনকে শাস্তি দেওয়ার দ্বারা তাদের উচিত শিক্ষা দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর তিনি ঐ নগরের প্রাচীনগণকে ধরিলেন, এবং প্রান্তরের কন্টক ও শ্যাকুল লইয়া তাহা দ্বারা সুক্কোতের লোকদিগকে শিক্ষা দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 এই বলে, গিদিয়োন সুক্কোৎ শহরের প্রবীণদের নিলেন। তারপর মরুভূমির কাঁটাঝোপ দিয়ে তিনি তাদের উচিৎ‌ শিক্ষা দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আর তিনি ঐ নগরের প্রাচীনদেরকে ধরলেন এবং মরুপ্রান্তের কাঁটা ও কাঁটাগাছ নিয়ে তার মাধ্যমে সুক্কোতের লোকদেরকে শিক্ষা দিলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 8:16
7 ক্রস রেফারেন্স  

গিদিয়োন বললেন, বেশ, ঠিক আছে, পরমেশ্বরের দয়ায় সেবাহ্ আর সালমুন্নাকে ধরতে পারলে তখন মরুভূমির কাঁটা ঝোপের কাঁটা দিয়ে তোমাদের গায়ের চামড়া তুলে ছাড়ব।


এদের মধ্যে যে ভাল, সে হচ্ছে কাঁটাগাছের মত, সবচেয়ে যে ন্যায়নিষ্ঠ সে যেন তুচ্ছ কাঁটার বেড়া। প্রহরীস্বরূপ প্রবক্তা নবীদের মাধ্যমে প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন ইসরায়েলীদের, ঠিক সেই ভাবেই ঘনিয়ে এসেছে তাদের দণ্ডের দিন। তাদের মাঝে এখন দেখা দিয়েছে বিভ্রান্তি।


দুর্বিনীত মূর্খের জন্য প্রহার ও দণ্ড সুনির্দিষ্ট।


বুদ্ধিমানের মুখে থাকে জ্ঞানের কথা কিন্তু মূর্খের জন্য আছে দণ্ড।


গিদিয়োন সুক্কোতে এসে সেখানকার লােকদের বললেন, এই দেখ, সেবাহ্ ও সাল্‌মুন্না, এদের ব্যাপারেই তোমরা আমাকে ঠাট্টা করেছিলে। বলেছিলে, সেবাহ্ ও সাল্‌মুন্নাকে কি তুমি ধরতে পেরেছ যে তোমার শ্রান্তক্লান্ত লাকদের আমরা খেতে দেব?


তারপর তিনি পনুয়েলে গিয়ে সেখানকার দুর্গ ধ্বংস করে দিলেন এবং সেই নগরের অধিবাসীদের হত্যা করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন