বিচারকর্তৃগণ 8:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11 গিদিয়োন নোবাহ্ ও যগ্বিহার পূর্ব দিকে বণিকদের কাফেলার পথ ধরে এগিয়ে গিয়ে ঐ সৈন্যদের অতর্কিতে আক্রমণ করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পরে গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্ব দিকে তাঁবু-নিবাসীদের পথ দিয়ে উঠে গিয়ে সেই সৈন্যদেরকে আঘাত করলেন, যেহেতু সৈন্যরা নিশ্চিন্ত ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্বদিকে যাযাবরদের পথ ধরে উঠে গিয়ে সেই অসন্দিগ্ধ সৈন্যবাহিনীকে আক্রমণ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্ব্বদিকে তাম্বুনিবাসীদের পথ দিয়া উঠিয়া গিয়া সেই সৈন্যগণকে আঘাত করিলেন, যেহেতু সৈন্যগণ নিশ্চিন্ত ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 গিদিয়োন সদলবলে তাঁবুবাসীদের রাস্তা ধরলেন। রাস্তাটা নোবহ আর যগবিহ শহরের পূর্বদিকে। কর্কোর শহরে এসে গিদিয়োন শত্রুদের আক্রমণ করলেন। শত্রুরা এই ধরণের আক্রমণের কথা ভাবতেই পারে নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 পরে গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্বদিকে তাঁবুতে বসবাসকারীদের পথ দিয়ে উঠে গিয়ে সেই সৈন্যদেরকে আঘাত করলেন, যেহেতু সৈন্যরা নিশ্চিন্তে ছিল। অধ্যায় দেখুন |