Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 8:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 সেবাহ্ ও সালমুন্না তখন তাঁদের সৈনসামন্ত নিয়ে কার্করে ছিলেন। এই সৈন্যবাহিনী ছিল পূর্বাঞ্চলের মরুবাসী গোষ্ঠীদের সমগ্র সেনাবাহিনীর অবশিষ্টাংশ, সংখ্যায় প্রায় পনের হাজার। আর একলক্ষ কুড়ি হাজার সৈন্য যুদ্ধে নিহত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 সেবহ ও সলমুন্ন কর্কোরে ছিলেন এবং তাঁদের সঙ্গী সৈন্য অনুমান পনের হাজার লোক ছিল। পূর্বদেশের লোকদের সমস্ত সৈন্যের মধ্যে এরাই মাত্র অবশিষ্ট ছিল, আর তলোয়ারধারী এক লক্ষ বিশ হাজার লোক মারা পড়েছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 ইত্যবসরে সেবহ ও সল্‌মুন্না প্রায় 15,000 সৈন্য নিয়ে কর্কোরে ছিলেন। প্রাচ্যদেশীয় লোকদের সৈন্যবাহিনীতে এতজনই অবশিষ্ট ছিল। 1,20,000 তরোয়ালধারী যোদ্ধা নিহত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 সেবহ ও সল্‌মুন্ন কর্কোরে ছিলেন, এবং তাঁহাদের সঙ্গী সৈন্য অনুমান পনের হাজার লোক ছিল; পূর্ব্বদেশের লোকদের সমস্ত সৈন্যের মধ্যে ইহারাই মাত্র অবশিষ্ট ছিল; আর খড়গধারী এক লক্ষ বিংশতি সহস্র লোক নিপতিত হইয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 সেবহ আর সলমুন্না আর তাদের সৈন্যদের শিবির ছিল কর্কোর শহরে। তাদের সৈন্যরা সংখ্যায় ছিল 15,000 জন। পূর্বদেশের সৈন্যদের মধ্যে এরাই শুধু বেঁচে ছিল। 120,000 সৈন্য ইতিমধ্যেই হত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 সেবহ ও সল্‌মুন্ন কর্কোরে ছিলেন এবং তাঁদের সঙ্গী সৈন্য প্রায় পনেরো হাজার লোক ছিল; পূর্বদেশের লোকদের সব সৈন্যের মধ্যে এরাই মাত্র অবশিষ্ট ছিল; আর খড়গধারী একলক্ষ কুড়ি হাজার লোক মারা গিয়েছিল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 8:10
17 ক্রস রেফারেন্স  

মিদিয়নী, অমালেকী এবং পূর্বাঞ্চলের অন্যান্য সমস্ত জাতির অসংখ্য লোক পঙ্গপালের মত উপত্যকাটি ছেয়ে ফেলেছিল। তাদের উটগুলিও ছিল সমুদ্রতীরের বালুরাশির মত অগণিত।


মোয়াবরাজ যখন বুঝলেন যে তিনি যুদ্ধে হেরে যাচ্ছেন তখন সাতশো অসিধারী সৈন্য নিয়ে শত্রুসৈন্য ভেদ করে সিরিয়ার রাজার কাছে পালিয়ে যেতে চেষ্টা করলেন কিন্তু তিনি ব্যর্থ হলেন।


সেই দিন বিন্যামীন গোষ্ঠীর মোট পঁচিশ হাজার সশস্ত্র সৈন্য নিহত হল। তারা সকলেই ছিল বীর সৈনিক।


প্রভু পরমেশ্বর সেদিন ইসরায়েলীদের হাতে বিন্যামীন গোষ্ঠীর পরাজয় ঘটালেন। ইসরায়েলীরা সেদিন বিন্যামীন গোষ্ঠীর পঁচিশ হাজার একশো লোককে সংহার করল। এরা সকলেই সশস্ত্র যোদ্ধা ছিল।


বিন্যামীন গোষ্ঠীর লোকেরাও গিবিয়া থেকে বেরিয়ে এসে পাল্টা আক্রমণ করল এবং সেদিনও ইসরায়েলীদের আঠেরো হাজার সশস্ত্র সৈনিককে সংহার করল।


বিন্যামীন গোষ্ঠী বাদে ইসরায়েলীদের অন্যান্য গোষ্ঠীর সশস্ত্র লোকের সংখ্যা ছিল চার লক্ষ, তাদের প্রত্যেকেই ছিল যোদ্ধা।


সেদিন বিভিন্ন নগর থেকে বিন্যামীন গোষ্ঠীর ছাব্বিশ হাজার সশস্ত্র লোক এসে একত্র হল। এ ছাড়াও গিবিয়ার সাতশো বাছাই করা লোক তাদের সঙ্গে যোগ দিল। এরা সকলেই ছিল ন্যাটা। তারা প্রত্যেকে ফিঙ্গে দিয়ে পাথর ছুঁড়ে অব্যর্থভাবে লক্ষ্যভেদ করতে পারত, একচুলও এদিক ওদিক হত না।


ঈশ্বরের প্রজামণ্ডলীর সেই সমাবেশে ইসরায়েলীদের সমস্ত গোষ্ঠীর জননায়কেরা এবং চার লক্ষ পদাতিক সৈন্য উপস্থিত ছিল।


প্রভু পরমেশ্বরের এক দূত আসিরীয়দের শিবিরে গিয়ে 185,000 সৈন্যকে হত্যা করলেন। পরের দিন ভোরবেলায় দেখা গেল, তারা সকলে মরে পড়ে আছে!


তুমি ভেঙ্গে দিয়েছ তাদের গুরুভার যোঁয়ালি, ভেঙ্গেছ পীড়নের যষ্টি। যে জাতি তোমার প্রজাদের উপরে অত্যাচার ও নিপীড়ন করত তুমি পরাজিত করেছ তাদের, বহুকাল আগে যেমন করে তুমি পরাজিত করেছিলে মিদীয়নী সেনাদের।


যিহুদীয়াবাসী জনগণ তাদের স্বজাতি হলেও ইসরায়েলী সৈন্যরা তাদের 200,000 জন নারী ও শিশুকে বন্দী করে প্রচুর পরিমাণে লুন্ঠিত দ্রব্যের সঙ্গে শমরিয়ায় নিয়ে যায়।


অবিয় ও তাঁর সৈন্যবাহিনী ইসরায়েলী সৈন্যদলকে পরাজিত করে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেললেন। ইসরায়েলের প্রায় পাঁচ লক্ষ কুশলী যোদ্ধা নিহত হল।


ইসরায়েলীদের তিনশো তুরী যখন একসাথে বেজে উঠল, তখন পরমেশ্বরের পরিচালনায় শিবিরের সমস্ত লোক নিজেদের মধ্যেই যুদ্ধ বাধিয়ে দিল এবং তাদের সেনাবাহিনী সরোরার দিকে বেথ-শিট্টায়, টাব্বাথের কাছাকাছি আবেল-মনোলার সীমান্তে পালিয়ে গেল।


ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মত তারা নিজেদের তাঁবু ও পশুপাল নিয়ে আসত। কারণ তাদের সঙ্গে থাকত অসংখ্য লোকজন ও অগণিত উট। তারা ইসরায়েলীদের দেশের উৎপন্ন ফসল থেকে শুরু করে সবকিছু নির্মমভাবে শেষ করে দিত।


গিদিয়োন নোবাহ্ ও যগ্‌বিহার পূর্ব দিকে বণিকদের কাফেলার পথ ধরে এগিয়ে গিয়ে ঐ সৈন্যদের অতর্কিতে আক্রমণ করলেন।


গিদিয়োন ছাউনির কাছে এসে শুনলেন, একটি লোক তার সঙ্গীকে তার স্বপ্নের কথা বলছে। সে বলল, দেখ, আমি স্বপ্নে দেখলাম একটা যবের রুটি মিদিয়নীদের ছাউনির মধ্য দিয়ে গড়িয়ে চলেছে। সেটা একটা তাঁবুর গায়ে গিয়ে ধাক্কা দিল আর তাঁবুটা উল্টে পড়ে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন