Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 7:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তিনি ঐ তিনশো লোককে তিনটি দলে ভাগ করলেন এবং প্রত্যেকের হাতে একটি করে তুরী, একটা শূন্য কলসী এবং কলসীর মধ্যে মশাল দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 পরে তিনি ঐ তিন শত লোককে তিন দলে ভাগ করে প্রত্যেকের হাতে এক একটি তূরী এবং একটি শূন্য ঘট ও ঘটের মধ্যে মশাল দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 সেই 300 জন লোককে তিনটি দলে বিভক্ত করে তিনি তাদের সবার হাতে শিঙা ও খালি ঘট তুলে দিলেন; আর ঘটের মধ্যে মশাল দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 পরে তিনি ঐ তিন শত লোককে তিন দলে বিভাগ করিয়া প্রত্যেকের হস্তে এক এক তূরী, এবং এক এক শূন্য ঘট, ও ঘটের মধ্যে মশাল দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 গিদিয়োন 300 জন লোককে তিনটি দলে ভাগ করে দিলেন। প্রত্যেককে একটি করে শিঙা আর খালি ঘট দিলেন। ঘটের মধ্যে ছিল একটা করে জ্বলন্ত মশাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 পরে তিনি ঐ তিনশো লোককে তিনটি দলে ভাগ করে প্রত্যেকের হাতে একটা করে তূরী এবং একটা করে শূন্য ঘট, ও ঘটের মধ্যে মশাল দিলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 7:16
6 ক্রস রেফারেন্স  

কিন্তু ঈশ্বর তাঁর এই অমূল্য সম্পদ আমাদের মত মৃন্ময় পাত্রে রেখেছেন, এতেই বোঝা যায় যে এই অসাধারণ শক্তি একমাত্র ঈশ্বরের আমাদের নয়।


রাত্রিকালে তিনি তাঁর লোকজনসহ শত্রুদের ঘেরাও করে হঠাৎ আক্রমণ করলেন এবং দামাস্কাসের উত্তরে হোবা পর্যন্ত তাদের তাড়া করে নিয়ে গেলেন।


গিদিয়োন ঐ স্বপ্নবৃত্তান্ত ও তার ব্যাখ্যা শুনে ঈশ্বরের উদ্দেশে প্রণিপাত করলেন। তারপর তিনি ইসরায়েলীদের ছাউনিতে ফিরে এসে বললেন, ওঠ, পরমেশ্বর মিদিয়নীদের ছাউনি তোমাদের হাতে সমর্পণ করেছেন।


তিনি তাদের বললেন, তোমরা আমার দিকে নজর রাখবে, আমি যা করি, তোমরাও তা-ই করবে। ওদের ছাউনির কাছে গিয়ে আমি যা করব, তোমরাও তা-ই করবে।


পরদিন শৌল তাঁর লোকদের তিন দলে ভাগ করলেন এবং আম্মোনীদের শিবিরে প্রবেশ করে বেলা দুপুর পর্যন্ত তাদের সংহার করলেন। যারা প্রাণে বাঁচল তারা ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারল পালিয়ে গেল।


তারপর আবার সমগ্র দলটিকে তিন ভাগে ভাগ করলেন। যোয়াব, যোয়াবের ভাই অবিশয় এবং গাতনিবাসী ইত্তয় - এই তিনজনকে তিনটি দলের সেনাপতি নিযুক্ত করে তাদের যুদ্ধে রওনা করে দিলেন।তাদের বললেন, আমিও তোমাদের সঙ্গে যাব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন