Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 6:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 নগরের অধিবাসীরা তখন যোয়াশকে বলল, তোমার ছেলেকে বার করে আন, তার মৃত্যুদণ্ড হবে কারণ সে বেলদেবের বেদী ভেঙ্গেছে এবং তার পাশের আশেরাও কেটে ফেলেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তাতে নগরের লোকেরা যোয়াশকে বললো, তোমার পুত্রকে বের করে আন, সে হত হোক; কেননা সে বালের বেদী ভেঙে ফেলেছে ও তার পাশের আশেরা কেটে ফেলেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 নগরবাসীরা যোয়াশের কাছে দাবি জানাল, “তোমার ছেলেকে বের করে আনো। তাকে মরতে হবে, কারণ সে বায়ালদেবের বেদি ভেঙে ফেলেছে এবং সেটির পাশে অবস্থিত আশেরা-খুঁটিটিও কেটে নামিয়েছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 তাহাতে নগরের লোকেরা যোয়াশকে কহিল, তোমার পুত্রকে বাহির করিয়া আন, সে হত হউএক; কেননা সে বালের যজ্ঞবেদি ভাঙ্গিয়া ফেলিয়াছে, ও তাহার পার্শ্বস্থ আশেরা ছেদন করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 তারা যোয়াশের কাছে এল। তারা তাঁকে বলল, “তোমার পুত্রকে নিয়ে এসো। সে বালের বেদী ভেঙ্গেছে। সেই বেদীর পাশে আশেরার খুঁটি সে কেটে ফেলেছে। তার মরণ কেউ ঠেকাতে পারবে না। তাকে মরতে হবেই।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তাতে নগরের লোকেরা যোয়াশকে বলল, “তোমার ছেলেকে বের করে আন, সে মারা যাক; কারণ সে বালদেবতার যজ্ঞবেদি ভেঙে ফেলেছে, ও তার পাশের আশেরা কেটে দিয়েছে।”

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 6:30
7 ক্রস রেফারেন্স  

ধর্মীয় উন্মাদনায় আমি খ্রীষ্টীয় মণ্ডলীকে নির্যাতন করেছি। বিধানের নির্দেশ মেনে আমি নিখুঁতভাবে ধর্মাচরণ করেছি।


আমি একসময় ভেবেছিলাম, নাসরতের যীশুর সক্রিয় বিরোধিতা করাই আমার কর্তব্য।


তারা তোমাদের সমাজচ্যুত করবে। এমনও দিন আসবে যখন কেউ তোমাদের হত্যা করলে সে ভাববে যে সে ঈশ্বরের সেবা করছে।


এ দেশের বুকে আনো খরা, শুকিয়ে দাও তার নদী নির্ঝর। কারণ ব্যাবিলন এক ভীতিপ্রদ অলীক প্রতিমার দেশ, সেই প্রতিমার মোহে অন্ধ হয়ে আছে দেশবাসী।


তারপর পুরোহিত ও নবীরা জনসাধারণ ও নেতৃবৃন্দকে বললেন, এই ব্যক্তির মৃত্যুদণ্ড হওয়া উচিত, কারণ এ আমাদের নগরীর বিরুদ্ধে বলেছে, তোমরা নিজের কানেই এসব কথা শুনেছ।


তারা তখন একে অপরকে জিজ্ঞাসা করতে লাগল, কে এই কাজ করেছে? খোঁজখবর করে তারা জানতে পারল যে একাজ যোয়াশের ছেলে গিদিয়োনের।


যোয়াশ তাদের বললেন, তোমরা কি বেলদেবের হয়ে ঝগড়া করতে এসেছ? বেলদেবের পক্ষে যে দাঁড়াবে কাল সকাল হওয়ার আগেই তাকে মেরে ফেলা হবে। বেলদেব যদি দেবতাই হন তবে তিনি নিজেই নিজেকে রক্ষা করবেন, কারণ তারই বদী ভাঙ্গা হয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন