Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 6:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 গিদিয়োন তখন প্রভুর উদ্দেশে সেখানে একটি বেদী নির্মাণ করলেন এবং তার নাম দিলেন ‘যিহোবা-শালোম’— (ঈশ্বর মঙ্গলময়)!! (অবিয়েষারের বংশধরদের এলাকা অফ্রায় সেই বেদীটি আজও আছে।)

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 পরে গিদিয়োন সেই স্থানে মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্‌ তৈরি করলেন ও তার নাম ইয়াহ্‌ওয়েহ্‌-শালোম (মাবুদ শান্তি) রাখলেন; তা অবীয়েষ্রীয়দের অফ্রাতে আজও আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 অতএব গিদিয়োন সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সেটির নাম দিলেন “সদাপ্রভু শান্তি।” আজও পর্যন্ত অবীয়েষ্রীয়দের অফ্রায় সেটি দাঁড়িয়ে আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 পরে গিদিয়োন সে স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, ও তাহার নাম যিহোবাশালোম [সদাপ্রভু শান্তি] রাখিলেন; তাহা অবীয়েষ্রীয়দের অফ্রাতে অদ্যাপি আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 অতঃপর গিদিয়োন সেই জায়গায় প্রভুর উপাসনার জন্য একটি বেদী তৈরী করলেন। সে বেদীর নাম দিলেন, “প্রভুই শান্তি।” অফ্রা শহরে সেই বেদী আজও রয়েছে। এখানেই অবীয়েষ্রীয়দের বংশের লোকরা বসবাস করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 পরে গিদিয়োন সেই জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্য এক যজ্ঞবেদি তৈরী করলেন ও তাঁর নাম যিহোবাশালোম রাখলেন; তা অবীয়েষ্রীয়দের অফ্রাতে এখনও আছে।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 6:24
20 ক্রস রেফারেন্স  

মোশি সেখানে একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখেলন যিহোবা-নিস্‌সি (প্রভু পরমেশ্বরই আমার পতাকা)।


অব্রাহাম সেই স্থানের নাম রাখলেন যিহোবাযিরে। এই জন্য আজও লোকে বলে থাকে, প্রভু পরমেশ্বরের পর্বতে সংস্থান করা হবে।


যোয়াশের পুত্র গিদিয়োন পরিণত বয়সে দেহরক্ষা করলেন এবং অবিয়েষ্‌রা কুলের এলাকাভুক্ত নগর অফ্রায় তাঁর পিতা যোয়াশের কবরে তাঁকে সমাহিত করা হল।


নগরীর চার দেওয়ালের মোট পরিধি আঠারো হাজার হাত। এখন থেকে এই নগরীর নাম হবে “এখানে বিরাজমান প্রভু পরমেশ্বর!’’


সে যখন রাজা হবে, যিহুদীয়ার মানুষ অন্যায় অবিচার থেকে মুক্ত হবে, ইসরায়েলীরা বাস করবে নিরাপদে। “প্রভু পরমেশ্বর আমাদের মুক্তিদাতা’’—এই নামে তাঁকে অভিহিত করা হবে।


তখন যিহুদীয়া ও জেরুশালেমের মানুষ উদ্ধার লাভ করবে, বাস করবে নিরাপদে। এই নগরীর নাম হবে, “প্রভু পরমেশ্বর আমাদের পরিত্রাণ’’।


পরের দিন ভোরে উঠে তারা সেখানে একটি বেদী তৈরী করল এবং সেখানে হোম ও স্বস্ত্যয়নবলি উৎসর্গ করল।


রূবেণ গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকেরা কনান দেশের পূর্বদিকে উপস্থিত হয়ে সেখানে জর্ডন নদীর তীরে প্রকাণ্ড এক বেদী নির্মাণ করল।


সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখলেন ‘এল্-এলোহে-ইসরায়েল’,(ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর)।


গিলিয়দের সন্তানবৃন্দ: ঈয়েষরের পরিবারভুক্ত ঈয়েষর গোষ্ঠী, হেলেক-এর পরিবারভুক্ত হেলেক গোষ্ঠী।


প্রভু তাঁকে অভয় দিয়ে বললেন, শান্ত হও। ভয় পেয়ো না, তুমি মরবে না।


প্রভু পরমেশ্বর অব্রামের কাছে আবির্ভূত হয়ে বললেন, তোমার বংশধরদের আমি এই দেশ দান করব। প্রভু পরমেশ্বরের আবির্ভাব সেখানে ঘটেছিল বলে অব্রাম সেখানে তাঁর উদ্দেশে একটি বেদী নির্মাণ করলেন।


পরে তিনি সেখান থেকে বেথেলের পূর্ব দিকে পার্বত্য অঞ্চলে গিয়ে পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগরের মধ্যবর্তীস্থানে শিবির স্থাপন করলেন। তিনি সেখানেও প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করে তাঁর আরাধনা করলেন।


গিদিয়োন এইগুলি দিয়ে একটি এফোদ তৈরী করে তাঁর নিজের বাসস্থান, অফ্রা নগরে রাখলেন। ইসরায়েলীরা তখন তাদের আরাধ্য ঈশ্বরকে ত্যাগ করে সেই এফোদটিরই পূজ-অর্চনা করতে লাগল এবং সেটি গিদিয়োন ও তাঁর পরিবারের আপদ হয়ে দাঁড়াল।


মিসপাতে পরিভ্রমণ করে এই সমস্ত স্থানে ইসরায়েলীদের বিচার করতেন। তারপর রামায় ফিরে আসতেন কারণ সেখানেই তাঁর বাড়ি ছিল। সেখানেও তিনি ইসরায়েলীদের বিচার করতেন। সেখানে প্রভু পরমেশ্বরের উদ্দেশে তিনি একটি বেদী নির্মাণ করেছিলেন।


শৌল সেখানে প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী নির্মাণ করলেন। এটিই ছিল প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাঁর নির্মিত প্রথম বেদী।


তারপর তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী তৈরী করালেন এবং তার উপরে হোমবলি ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর দেশের জন্য তাঁর এই নিবেদনে তাঁর উপরে প্রসন্ন হলেন। ইসরায়েল দেশ থেকে মহামারী বিদায় নিল।


পাথরগুলি দিয়ে বেদী সারানো হয়ে গেলে বেদীর চারিদিকে একটা নালা কাটলেন। নালাটা বেশ গভীর করলেন যাতে কমপক্ষে দুই সেয়া জল ধরে।


যোষাদকের পুত্র যেশূয় তাঁর সহকারী পুরোহিতগণ এবং পল্টিয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর পরিবারের সকলে মিলে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের বেদী পুনর্নির্মাণের কাজ শুরু করলেন। ঈশ্বরের পরমভক্ত মোশির লিখিত ঈশ্বরের বিধান অনুসারে হোমবলি উৎসর্গের জন্যই এই বেদী নির্মিত হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন