Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 5:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 ওরা হয়তো লুঠপাট করছে, ভাগ করছে লুণ্ঠিত সম্পদ সকলেই পেল বুঝি এক বা একাধিক রমণীরত্ন। সিসেরার ভাগে হয়তো পড়েছে রঙীন বস্ত্রসম্ভার, রঙীন সূচীশিল্পশোভিত বস্ত্রখণ্ড, মনোহর কণ্ঠভূষণ!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তারা কি পায় নি? লুণ্ঠিত বস্তু কি ভাগ করে নেয় নি? প্রত্যেক পুরুষ একটি কামিনী, দু’টি কামিনী, আর সীষরা চিত্রিত পোশাক পেয়েছে, চিত্রিত সূচিকার্যের পোশাক পেয়েছে, চিত্রিত দুই ধারি বাঁধা পোশাক লুণ্ঠনকারীর কন্ঠে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 ‘ওরা কি লুন্ঠিত জিনিসপত্র পায়নি? ভাগাভাগি কি করেনি? প্রত্যেক পুরুষের জন্য একটি বা দুটি করে রমণী, সীষরার জন্য লুন্ঠিত রঙিন পোশাক, দোরোখা রঙিন পোশাক, আমার গ্রীবার জন্য উচ্চমানের দোরোখা পোশাক— লুন্ঠিত জিনিসপত্ররূপে এসবই?’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 তাহারা কি পায় নাই? লুট অংশ করিয়া লয় নাই? প্রত্যেক পুরুষ একটী কামিনী, দুইটী কামিনী, আর সীষরা চিত্রিত বস্ত্র পাইয়াছে, চিত্রিত সূচিকার্য্যের বস্ত্র পাইয়াছে, চিত্রিত দুই ধারি বাঁধা বস্ত্র লুটকারীর কণ্ঠে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 দাসীটি বলল, ‘আমি নিশ্চিত তারা যুদ্ধে জিতেছে, এবং এখন তারা তাদের লুটের প্রচুর দ্রব্যসামগ্রী নিজেদের মধ্যে ভাগ করছে। প্রত্যেক সৈন্য নেবে দু একটি করে রমণী এবং বিজয়ী সীষরা হয়তো পরবার জন্য দু-একটি রঙীন সুতোর কাজ করা পোশাক পাবে।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তারা কি পায়নি? লুটের ভাগ করে নেয়নি? প্রত্যেক পুরুষের জন্য একটি স্ত্রী, দুইটি স্ত্রী আর সীষরার চিত্রিত বস্ত্র পেয়েছে, চিত্রিত দুধার বাঁধা বস্ত্র লুটকারীর আমার গলায়।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 5:30
11 ক্রস রেফারেন্স  

শত্রু বলেছিল: ওদের তাড়া করব, ধরে ফেলব, লুটে নেব ওদের ধনসম্পদ, যা খুশী তাই করব ওদের নিয়ে, খাপ খোলা তরবারির আঘাতে নিঃশেষে ধ্বংস করব ওদের।


মহার্ঘ বসনে বিভূষিতা, সখীকুল পরিবৃতা রাজকুমারীকে আনা হবে রাজসন্নিধানে।


দুর্জনের প্রতিপত্তি অল্পকালের জন্য বজায় থেকেছে, তার উল্লাস হয়েছে ক্ষণস্থায়ী।


চাকরটি তামরকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তামরের পরণে ছিল পুরো অস্তিনের লম্বা জমকালো পোষাক। তখনকার দিনে কুমারী রাজকন্যারা এইরকম পোষাকই পরতো।


যোষেফকে বেশী ভালবাসতেন। তিনি তাকে একটি দামী পোষাক তৈরী করিয়ে দিয়েছিলেন।


প্রতিপক্ষের রাজন্যবর্গ এলেন যুদ্ধ করতে, যোগ দিলেন কনানী নৃপতিরাও তাঁদের সাথে। তানাকে — মেগিদ্দোর নদীতীরে চলল ঘোরতর সংগ্রাম। এ যুদ্ধে তাঁরা লুঠ করলেন না কোন ধন সম্পদ।


তাঁর বুদ্ধিমতী সহচরীরা তাঁকে বুঝাতে লাগল তিনি নিজেও মনকে প্রবোধ দিয়ে বললেন,


ঐ দেখ সসৈন্যে পলায়ন করছে রাজন্যবর্গ রমণীরা তখন ভাগ করে নিল যুদ্ধে পরিত্যক্ত দ্রব্যসামগ্রী।


দাম্ভিক দুরাচারীদের লুন্ঠিত ধনের অংশীদার হওয়ার চেয়ে বরং বঞ্চিতদের সঙ্গে নম্র হয়ে দারিদ্র্য বরণ করা ভাল।


প্রাঙ্গণের প্রবেশ পথে নীল, বেগুনী ও লাল রঙের সূক্ষ্ম রেশমী সুতোয় বোনা এবং নকশা কাটা কুড়ি হাত লম্বা একটি পর্দা থাকবে। এর জন্য থাকবে চারটি খুঁটি ও চারটি পায়া।


অন্ধকারে বিচরণ করত যে জাতি, সেই জাতি দেখেছে এক মহাদীপ্তি, যারা বাস করত মৃত্যুর বিভীষিকাঘেরা দেশে, তাদের উপরে উদ্ভাসিত হয়েছে জীবনের আলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন