বিচারকর্তৃগণ 5:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)3 শোন হে রাজন্যবর্গ, মন দিয়ে শোন পরমেশ্বরের উদ্দেশে আমি গাইব গান ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে আমি করব সঙ্গীতাঞ্জলি নিবেদন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 বাদশাহ্রা শোন; শাসনকর্তারা কান দাও; আমি, আমিই মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব, ইসরাইলের আল্লাহ্ মাবুদের উদ্দেশে গজল গাইব, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 “হে রাজারা, একথা শোনো! হে শাসকেরা, কর্ণপাত করো! আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান গাইব; গানে গানে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 রাজগণ, শ্রবণ কর; নৃপগণ, কর্ণ দেও; আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান করিব, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত করিব, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 “রাজারা সকলে শোন, শাসকরা মন দিয়ে শোন। আমি, আমিই প্রভুর উদ্দেশ্যে গান গাইব, ইস্রায়েলের ঈশ্বর ও প্রভুর উদ্দেশ্যে গানটি গাইব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 রাজারা শোনো; শাসকরা মনোযোগ দাও; আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব। অধ্যায় দেখুন |