Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 5:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সেই দিন দেবোরা ও অবিনোয়ামের পুত্র বারাক এই গাথাটি গেয়েছিলেনঃ

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 সেদিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করলেন:

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সেদিন দবোরা এবং অবীনোয়মের ছেলে বারক এই গানটি গাইলেন:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সেই দিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 যেদিন ইস্রায়েলবাসীরা সীষরাকে পরাজিত করলো, সে দিন দবোরা আর অবীনোযমের পুত্র বারক এই গানটি গেয়েছিল:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সেদিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 5:1
20 ক্রস রেফারেন্স  

মোশির সঙ্গে ইসরায়েলীরা তখন প্রভু পরমেশ্বরের উদ্দেশে গাইল এই গান: মহাগৌরবে সমুন্নত প্রভু পরমেশ্বর তাঁর উদ্দেশে আমি গাইব এ গান, অশ্বসমেত আরোহীদের তিনি নিক্ষেপ করেছেন সাগরে।


হে প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তির আধার, তোমাকেই আমি ভালবাসি।


মরিয়ম তখন নিবেদন করলেনঃ হৃদয় আমার প্রভুর প্রশংসায় মুখর,


সেইদিন সমাগত যেদিন যিহুদীয়ার মানুষ গাইবে এই গানঃ অতি সুদৃঢ় আমাদের নগরী! সুরক্ষিত করেছেন স্বয়ং ঈশ্বর নগরীর প্রাকার সমূহ।


হে প্রভু পরমেশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি তোমায় নিবেদন করব শ্রদ্ধা ও সম্মান, আমি গাইব তোমার স্তবগান। তুমি কত আশ্চর্য কর্ম করেছ সাধন, বহুকাল আগে রচিত পরিকল্পনা তোমার একান্ত নিষ্ঠায় করেছ সম্পাদন।


প্রভাতী তারার দল তখন সমবেত কণ্ঠে গান গেয়েছিল করেছিল জয়ধ্বনি বিদ্যধামবাসী।


রাজা যিহোশাফট যুদ্ধে জয়লাভ করে জয়ধ্বনি করতে করতে তাঁর সৈন্যদলকে নিয়ে জেরুশালেমে ফিরে গেলেন। প্রভু পরমেশ্বর তাঁদের শত্রুদলের উপর এই বিজয় গৌরব দান করেছিলেন।


প্রজাদের এই পরামর্শ দানের পর কয়েকজন যন্ত্রসঙ্গীত বাদককে পবিত্র উৎসব উপলক্ষে পরিধানের পোষাক পরতে বললেন এবং সৈন্যদলের পুরোভাগে এই গান গাইতে গাইতে পদযাত্রা করতে বললেনঃ প্রভু পরমেশ্বরের স্তব কর, অনন্ত তাঁর করুণা!


হান্না প্রার্থনা ও স্তুতি নিবেদন করে বললেনঃ প্রভু পরমেশ্বর পূর্ণ করেছেন হৃদয় আমার পরম আনন্দে উন্নত করেছেন তিনি আমার শির শত্রুর সম্মুখে মুখরিত আমার ওষ্ঠাধর তাঁরই কৃপায় এই আনন্দ আমার।


ইসরায়েলীরা তখন গেয়েছিল এই গানঃ উচ্ছলিত হও হে কূপ! অভিনন্দিত করি তোমায় গানে গানে।


মিরিয়াম গান গাইতে লাগলেন, মহাগৌরবে সমুন্নত প্রভু পরমেশ্বর, তাঁর উদ্দেশে গাও গান, অশ্বসহ অশ্বারোহীদের তিনি নিক্ষেপ করেছেন সাগরে


ইসরায়েলীরা দিন দিন পরাক্রান্ত হয়ে উঠতে লাগল এবং যাবীনকে ক্রমশঃ কোণঠাসা করে ফেলল এবং এইভাবে তাঁকে শেষ করে দিল।


লোকে তাঁর কীর্তির প্রশংসা করে আপনিও তাই করুন।


তুমিই আমার পরম আশ্রয়, সঙ্কটে তুমিই রক্ষা করবে আমায়, ঘিরে রাখবে মুক্তির আনন্দধ্বনিতে। সেলা


সেই সময়ে লাপ্পিদোতের স্ত্রী দেবোরা ইসরায়েলীদের বিচার-সালিশী করতেন। তিনি ছিলেন একজন মহিলা নবী।


1 যেদিন প্রভু পরমেশ্বর শৌল ও অন্যান্য শত্রুদের হাত থেকে দাউদকে উদ্ধার করেছিলেন, সেদিন তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই স্তব নিবেদন


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন