Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 4:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 সিসেরা ছুটতে ছুটতে কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাঁবুর কাছে গিয়ে হাজির হলেন। কারণ হাৎসোরের রাজা যাবীনের সঙ্গে কেনীয় হেবরের কুলের মৈত্রীসম্পর্ক ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 ইতোমধ্যে সীষরা দৌড়ে পালিয়ে কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাঁবুর দিকে গেলেন; কেননা হাৎসোরের যাবীন বাদশাহ্‌ ও কেনীয় হেবরের কুলের মধ্যে তখন ঐক্য ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 এদিকে, সীষরা পায়ে হেঁটে কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাঁবুর কাছে পালিয়ে গেলেন, কারণ হাৎসোরের রাজা যাবীনের সঙ্গে কেনীয় হেবরের পরিবারের এক মৈত্রীর সম্পর্ক ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 কিন্তু সীষরা পদব্রজে পলাইয়া কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাম্বুর দিকে গেলেন; কেননা হাৎসোরের যাবীন রাজাতে ও কেনীয় হেবরের কুলে তখন ঐক্য ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 কিন্তু সীষরা পালিয়ে গেল। সে একটা তাঁবুতে এলো। সেই তাঁবুতে যায়েল নামে একজন স্ত্রীলোক বাস করত। তার স্বামীর নাম ছির হেবর। হেবর ছিল কেনীয় সম্প্রদায়ের লোক। তার পরিবার হাৎসোরের রাজা যাবীনের সঙ্গে শান্তিতে বসবাস করত। সীষরা যায়েলের তাঁবুর দিকে ছুটে যাচ্ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 কিন্তু সীষরা দৌড়ে কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাঁবুর দিকে গেলেন; কারণ হাৎসোরের যাবীন রাজাতে ও কেনীয় হেবরের বংশে তখন শান্তি ছিল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 4:17
14 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর বলেন, পাপীরা কখনও শান্তি পাবে না।


ওদের ভোজসভা হোক ওদের ফাঁদস্বরূপ, নিরাপত্তা হোক ওদের শৃঙ্খল।


দম্ভ মানুষের পতন ঘটায় কিন্তু বিনয়ী লোক সম্মানিত হয়।


তখন তিনি তাদের উৎপীড়কদের করেন অপদস্থ দুর্বার ক্রোধে, বিচরণ করান তাদের দিশাহীন প্রান্তরে।


নারী সমাজে ধন্য যায়েল, কেনী হেবরের পত্নী, তাম্বু বাসিনী নারীকুলে তিনিই পরম ধন্যা।


অনাতের পুত্র শামগরের আমলে, যায়েলের সময়ে বন্ধ ছিল কাফেলার আসা যাওয়া। পথিক চলত গলিপথে।


বারাক তাঁর রথী ও সৈন্যবাহিনীর পিছনে হারোশেৎ-হাগোয়িম পর্যন্ত ধাওয়া করলেন। সিসেরার সমস্ত সৈন্য যুদ্ধে নিহত হল। একটি লোকও বাকী রইল না।


যায়েল তাঁবু থেকে বেরিয়ে এসে সিসেরার সঙ্গে দেখা করে বললেন, আসুন, আসুন, আমার এখানে আসুন, কোন ভয় নেই। সিসেরা তাঁর সঙ্গে তাঁবুর ভিতরে গেলেন এবং সেই মহিলা একটা কম্বল দিয়ে তাঁকে ঢেকে রাখলেন।


অমিত সাহস বীরশ্রেষ্ঠ যে, সে-ও সেদিন নগ্ন হয়ে করবে পলায়ন। —প্রভুই বলেছেন এ কথা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন