Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 4:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 বারাক নপ্তালী ও সবুলুন গোষ্ঠীর লোকজনকে ডেকে একত্র করলেন। তাদের মধ্যে দশ হাজার লোক তাঁর নেতৃত্বে অভিযান করল। দেবোরাও তাঁর সঙ্গে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 পরে বারক কেদশে সবূলূন ও নপ্তালি বংশকে ডাকালেন; আর দশ হাজার লোক তাঁর পিছনে পিছনে যাত্রা করলো এবং দবোরাও তাঁর সঙ্গে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 বারক সেখানে সবূলূন ও নপ্তালি গোষ্ঠীভুক্ত লোকদের ডেকে পাঠালেন, এবং 10,000 লোক তাঁর নেতৃত্বাধীন হয়ে তাঁর সঙ্গে গেল। দবোরাও তাঁর সঙ্গে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 পরে বারক কেদশে সবূলূন ও নপ্তালিকে ডাকাইলেন; আর দশ সহস্র লোক তাঁহার পশ্চাতে পশ্চাতে যাত্রা করিল, এবং দবোরাও তাঁহার সহিত গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 কেদশে বারক সবূলূন এবং নপ্তালি পরিবারগোষ্ঠীকে ডেকে 10,000 লোককে জড়ো করে তাঁর পেছন পেছন যেতে বললেন। দবোরাও বারকের সঙ্গে গেলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 পরে বারক কেদশে সবূলূন ও নপ্তালির লোকদেরকে ডাকলেন; আর দশহাজার লোক তাঁর পিছন পিছন গেল এবং দবোরাও তাঁর সঙ্গে গেলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 4:10
9 ক্রস রেফারেন্স  

কন্তু সবুলুন ও নপ্তালী গোষ্ঠীর লোকেরা রণক্ষেত্রে প্রাণ তুচ্ছ করে সংগ্রাম করল রণক্ষেত্রে।


ইষাখর গোষ্ঠীর নেতারা যোগ দিল দেবোরা ও বারাকের সঙ্গে তাঁদের অনুসরণ করে ছুটে এল উপত্যকায়। কিন্তু রূবেণ কুলে দেখা দিল মতভেদ। তারা মনস্থির করতে পারল না — তারা আসবে কিনা!


দেবোরা তখন বারাককে বললেন, এবার যাও, আক্রমণ কর। প্রভু আজই তোমার হাতে সিসেরাকে সমর্পণ করবেন। স্বয়ং প্রভু তোমর অগ্রণী হয়ে চলেছেন। তখন বারাক তাঁর দশ হাজার অনুগামীকে নিয়ে তাবোর পর্বত থেকে নেমে এসে তাদের আক্রমণ করলেন।


ইসরায়েলরাজ বললেন, রাজা বেন-হদদকে বল গিয়ে, প্রকৃত যোদ্ধা যুদ্ধের পরেই বড়াই করে, তার আগে নয়।


এখন তাহলে আপনার দাসী আপনার জন্য এই যে উপহার সামগ্রী এনেছে তা আপনার অনুচরদের মধ্যে বিতরণ করার অনুমতি দিন।


একদিন দেবোরা অবিনোয়ামের পুত্র বারাককে কেদেশ-নপ্তালি থেকে ডাকিয়ে এনে বললেন, প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের আজ্ঞা দিয়েছেনঃ নপ্তালি ও সবুলুন গোষ্ঠীর দশ হাজার লোককে সঙ্গে নিয়ে তাবোর পর্বতে যাও।


তখন আপনার এই অমাত্যবর্গ সকলেই এসে আমার কাছে প্রণিপাত করে বলবে, আপনি আপনার সমস্ত লোকজনকে নিয়ে এ দেশ ছেড়ে চলে যান। তারপর আমি চলে যাব। এই কথা বলে মোশি সক্রোধে ফারাও-এর দরবার ছেড়ে চলে গেলেন।


তিনি মনঃশি গোষ্ঠীর এলাকার সর্বত্র লোক পাঠালেন। তারাও এসে তাঁর সঙ্গে যোগ দিল। এর পরে তিনি আশের, সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর কাছে দূত পাঠালেন, তারাও এসে তাঁর সঙ্গে যোগ দিল।


হে ঈশ্বর, দেখাও তোমার পরাক্রম, আমাদের পক্ষে কার্যসাধনকারী হে ঈশ্বর, প্রকাশ কর তোমার অমিত পরাক্রম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন