Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 3:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 এরা হল ফিলিস্তিনীদের পাঁচ জন সামন্ত রাজা এবং বেল-হার্মোন থেকে হামাতের তোরণ পর্যন্ত লেবানন পর্বতনিবাসী সমস্ত কনানী, সীদোনী ও হিব্বীয় জাতি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 ফিলিস্তিনীদের পাঁচ জন ভূপাল এবং বাল্‌-হর্মোণ পর্বত থেকে হমাতে প্রবেশের পথ পর্যন্ত লেবানন পর্বত-নিবাসী সমস্ত কেনানীয়, সীদোনীয় ও হিব্বীয়রা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 ফিলিস্তিনীদের পাঁচজন শাসনকর্তা, বায়াল-হর্মোণ পর্বত থেকে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত লেবাননের পার্বত্য অঞ্চলে বসবাসকারী সমস্ত কনানীয়, সীদোনীয় এবং হিব্বীয় জাতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পলেষ্টীয়দের পাঁচ ভূপাল, এবং বাল্‌-হর্ম্মোণ পর্ব্বত অবধি হমাতে প্রবেশের পথ পর্য্যন্ত লিবানোন পর্ব্বত-নিবাসী সমস্ত কনানীয়, সীদোনীয় ও হিব্বীয়গণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 পলেষ্টীয় সম্প্রদায়ের পাঁচ জন শাসক, সমস্ত কনান জাতি, সীদোনীয় লোকরা এবং হিব্বীয় লোকরা থাকত বাল্-হর্ম্মোণ পর্বত থেকে লেবো-হমাত পর্যন্ত ছড়ানো লিবানোনের পর্বতগুলিতে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পলেষ্টীয়দের পাঁচ রাজা, বাল হর্ম্মোণ পর্বত থেকে লিব হমাত ঢোকার রাস্তা পর্যন্ত লিবানোন পর্বতে বসবাসকারী সমস্ত কনানীয়, সীদোনীয় ও হিব্বীয়রা।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 3:3
31 ক্রস রেফারেন্স  

(মিশরের পূর্বদিকে সিহোর থেকে উত্তরে এক্রোন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল গাজা, আসদোদ, আস্‌কেলন, গাৎ এবং এক্রোণের পাঁচজন ভূস্বামীর অধীনে ছিল)।


গিব্‌লীয়দের দেশ, হার্মোন পর্বতের সানুদেশে অবস্থিত বেহল-গাদ থেকে লেবো-হামাৎ পর্যন্ত সমগ্র লেবানন প্রদেশ।


ফিলিস্তিনীদের নেতৃবৃন্দ কেউ একশো, কেউ বা এক হাজার সেনা সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলেন। দাউদ ও তাঁর লোকজন আখিশের সঙ্গে সকলের পিছনে যেতে লাগলেন।


ফিলিস্তিনীরাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হল। ত্রিশ হাজার রথ, ছয় হাজার অশ্বারোহী এবং সমুদ্রতীরের বালুকণার মত অগণিত পদাতিক সৈন্যসহ তারা এসে বেথ-এবনের বিপরীতে দিকে মিকমসে শিবির স্থাপন করল।


আস্কেলনের জন্য একটি, গাৎ-এর জন্য একটি, এক্রোণের জন্য একটি এবং প্রাচীর ঘেরা নগর পল্লীগ্রামসহ সেই পাঁচজন ভূস্বামীর অধীনে ফিলিস্তিনীদের যত জনপদ ছিল তত সংখ্যক স্বর্ণমুষিক। বেৎ-শেমেশের যিহোশূয়ের ক্ষেতের সেই প্রকাণ্ড পাথরটি, যার উপর প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুক রাখা হয়েছিল সেটি আজও এর সাক্ষী।


তখন তারা পাঁচজনে রওনা হয়ে গেল। গিয়ে পৌঁছাল লায়িশে। তারা দেখল, সেখানকার অধিবাসীরা সীদোনীদের মতই নিরুদ্বেগ আরামে জীবনযাপন করছে। তারা সরল ও শান্তশিষ্ট। কারও সাথে তাদের ঝগড়া-বিবাদ নেই। কোন অভাব নেই তাদের। একদিকে সীদোনীদের কাছ থেকে অনেক দূরে রয়েছে তারা আবার অন্যদিকে অরামীদের সঙ্গেও তাদের কোন যোগাযোগ নেই।


শিমশোনের মা-বাবা বুঝতে পারলেন না যে এই ঘটনা পরমেশ্বরের ইচ্ছাতেই ঘটছে। ঈশ্বর ফিলিস্তিনীদের শিক্ষা দেবার একটা সুযোগ খুঁজছিলেন। কারণ সেই সময়ে ফিলিস্তিনীরা ইসরায়েলীদের উপর আধিপত্য করত।


সীদোনী, অমালেকী ও মায়োনীরাও তোমাদের উপর অত্যাচার করেছিল, তখন তোমরা আমার কাছে কান্নাকাটি করেছিলে আর আমি তাদের হাত থেকেও তোমাদের নিষ্কৃতি দিয়েছিলাম।


এর ফলে ইসরায়েলীদের বিরুদ্ধে পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল, তিনি ফিলিস্তিনী ও আম্মোনীদের হাতে তাদের তুলে দিলেন।


তার ফলে তিনি তাদের কনানী নৃপতি যাবীনের হাতে তুলে দিলেন। যাবীনের রাজধানী ছিল হাৎ-সোরে। তাঁর সেনাপতি ছিলেন সিসেরা। তিনি বাস করতেন হারোশেৎ-হাগোয়িমে।


এব্রোণ, রেহোব, হাম্মোন, কান্নাহ্ এবং বৃহত্তর সীদোন পর্যন্ত প্রসারিত হল।


পূর্ব ও পশ্চিম অঞ্চলের কনানীদের কাছে এবং পার্বত্য অঞ্চলের ইমোরী, হিত্তীয়, পরিষী, যিবুষী ও হারমোন পর্বতের সানুদেশে মিস্‌পা অঞ্চলের হিব্বীয়দের কাছেও তিনি দূত পাঠালেন।


(সীদোনের লোকেরা হার্মোন পর্বতকে বলে সিরিয়োন এবং ইমোরীরা বলে সেনীর)।


এবার তোমরা ইমোরীদের পার্বত্য অঞ্চল ও তার নিকটবর্তী সকল স্থান, আরাবা উপত্যকা, পার্বত্য অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণে নেগেব অঞ্চল, সমুদ্রের উপকূল ভাগে কনান ও লেবানন দেশ হয়ে মহানদী ইউফ্রেটিস অভিমুখে যাত্রা কর।


হোর পর্বত থেকে হমাত-এর প্রবেশ পথ পর্যন্ত এবং সেখান থেকে সদাদ পর্যন্ত বিস্তৃত হবে তোমাদের সীমানা।


নেগেব অঞ্চলে অমালেকী জাতির বাস। পাহাড়ী অঞ্চলে হিত্তীয়, যিবুষী ও ইমোরী জাতির লোকেরা বাস করে। সমুদ্রের উপকূলে ও জর্ডন নদীর তীরে বাস করে কনানী জাতি।


সবুলুনের বসতি হবে সমুদ্র উপকূলে, তার বেলাভূমি হবে সাগরগামী জাহাজের বন্দর, সীদোন পর্যন্ত বিস্তৃত হবে তার সীমানা।


ইসরায়েলীরা সেই হিব্বীয় লোকদের বলল, তোমরা মনে হয় আমাদের কাছাকাছিই বাস কর, তাহলে তোমাদের সঙ্গে আমাদের সন্ধির কি দরকার?


গিবিয়োন নিবাসী হিব্বীয়েরা ছাড়া আর কোন নগরের অধিবাসী ইসরায়েলীদের সঙ্গে সন্ধি স্থাপন করে নি। এই নগরগুলি সবই তারা যুদ্ধে জয় করে নিয়েছিল।


ইসরায়েলীদের ভাবী বংশধরদের শিক্ষার জন্য অর্থাৎ আগে যারা যুদ্ধ করতে জানত না তাদের যুদ্ধকৌশল শেখানোর জন্য প্রভু এই সব জাতিকে দেশে অবশিষ্ট রেখেছিলেন।


তারা জিজ্ঞাসা করল অপরাধ স্খালনের জন্য নৈবেদ্যস্বরূপ তাঁর কাছে আমরা কি পাঠাব? পুরোহিত ও দৈবজ্ঞেরা বলল, ফিলিস্তিনী ভূস্বামীদের সংখ্যানুপাতে পাঁচটি স্বর্ণস্ফোটক ও পাঁচটি স্বর্ণ মুষিক পাঠাও, কারণ তোমরা এবং তোমাদের ভূস্বামীরা সকলেই একই মারী দ্বারা আক্রান্ত।


সেই পাঁচজন ফিলিস্তিনী ভূস্বামী সমস্ত কর্মকাণ্ড দেখলেন এবং সেই দিনই তাঁরা এক্রোণে ফিরে গেলেন।


তারপর তাঁরা গেলেন দুর্গ শহর টায়ারে। সেখান থেকে হিব্বীয় এবং কনানীদের সমস্ত শহরে গণনার কাজ শেষ করে শেষকালে যিহুদীয়ার দক্ষিণাংশে বেরশেবায় গিয়ে কাজ শেষ করলেন।


তারপর শলোমন এবং সমস্ত ইসরায়েলী প্রজা সাতদিন ধরে মন্দিরে ‘আশ্রয় পর্ব’ পালন করলেন। উত্তরে হামাথ গিরিপথ থেকে শুরু করে দক্ষিণে মিশর সীমান্ত থেকে অগণিত ইসরায়েলী জনতা এই পর্বে যোগ দিয়েছিল।


ভূমধ্যসাগরই দেশের পশ্চিম সীমান্ত রচনা করেছে। সেখান থেকে উত্তর দিকে হামাত গিরিপথের পশ্চিমের একটি স্থানে গিয়ে এই সীমানার শেষ।


বেগার খাটার জন্য শলোমন যে সমস্ত মজুরদের কাজে লাগিয়েছিলেন, তারা ছিল অমোরী, হিত্তিয়, পরিষী, হিব্বিয় এবং যিবুষী জাতির লোক। এদের বংশধরেরা আজও ক্রীতদাসেরই জীবন যাপন করছে। এরা ছিল কনান দেশের আদিম অধিবাসী। ইসরায়েলীরা কনান অধিকার করার পর এদের আর হত্যা করে নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন