বিচারকর্তৃগণ 3:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)29 সেদিন তারা প্রায় দশ হাজার মোয়াবীকে হত্যা করেছিল। এই মোয়াবীরা ছিল শক্ত সমর্থ যোদ্ধা, কিন্তু তবুও একজনও রক্ষা পেল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আর ঐ সময়ে তারা মোয়াবের অনুমান দশ হাজার লোককে আক্রমণ করলো; তারা সকলে বিশালদেহি ও বলবান বীর, কিন্তু তাদের কেউ নিস্তার পেল না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 সেই সময় তারা প্রায় 10,000 মোয়াবীয়কে আঘাত করল, যারা সবাই ছিল সবল ও শক্তিশালী; একজনও পালাতে পারল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আর ঐ সময়ে তাহারা মোয়াবের অনুমান দশ সহস্র লোককে আঘাত করিল; তাহারা সকলে বৃহৎকায় ও বলবান বীর, কিন্তু তাহাদের কেহ নিস্তার পাইল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তারা মোয়াবের 10,000 সাহসী ও শক্তিশালী লোককে হত্যা করল। তাদের কেউ পালাতে পারে নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 ঐ দিনের তারা মোয়াবের অনুমান দশহাজার লোককে হত্যা করল; তারা সব শক্তিশালী এবং সক্ষম পুরুষ ছিল। কেউই রক্ষা পেল না। অধ্যায় দেখুন |