Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 3:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 এহুদ তখন বারান্দায় বেরিযে গিয়ে সেই কক্ষের দরজা বন্ধ করে চাবি দিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 পরে এহূদ বের হয়ে বারান্দায় আসলেন এবং পিছনে শীতল কক্ষের দরজা বন্ধ করে হূড়কা লাগিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 পরে এহূদ বাইরে বারান্দায় বেরিয়ে এলেন; তিনি উপরতলার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে তাতে তালা লাগিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 পরে এহূদ বাহির হইয়া বারাণ্ডায় আসিলেন; এবং পশ্চাতে শীতল বাটিকার কবাট বন্ধ করিয়া কুলুপ লাগাইয়া দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 এহূদ ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 পরে এহূদ বারান্দায় বেরিয়ে এলেন এবং উপরের ঘরের দরজা বন্ধ করে খিল দিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 3:23
4 ক্রস রেফারেন্স  

এহুদ তখন রাজার কাছে এগিয়ে গেলেন। এগ্লোন তাঁর প্রাসাদের ছাদের শীতল কক্ষে একাই বসেছিলেন। এহুদ বললেন, ঈশ্বরপ্রেরিত একটি বার্তা আমি আপনাকে শোনাতে চাই। একথা শুনে এগ্লোন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন।


বাঁট সমেত ছোরাটা তাঁর পেটের মধ্যে পুরোপুরি ঢুকে গেল এবং চর্বির মধ্যে ডুবে গেল। এহুদ তাঁর পেট থেকে ছোরাটা আর টেনে বার করতে পারলেন না। সেটা পিঠ ফুঁড়ে বেরিয়ে রইল।


তিনি চলে যাওয়ার পর রাজকর্মচারীরা এসে ছাদের সেই কক্ষের দরজা বন্ধ দেখে ভাবল মহারাজ হয়তো শৌচাগারে গেছেন।


চাকরটি তামরকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তামরের পরণে ছিল পুরো অস্তিনের লম্বা জমকালো পোষাক। তখনকার দিনে কুমারী রাজকন্যারা এইরকম পোষাকই পরতো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন