Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 3:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তারপর তিনি মোয়াবরাজ এগ্লোনের কাছে রাজস্ব নিয়ে গেলেন। এগ্লোন ছিলেন খুব মোটা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 পরে তিনি মোয়াবের বাদশাহ্‌ ইগ্লোনের কাছে উপঢৌকন নিয়ে গেলেন। ইগ্লোন ছিলেন অতি স্থূলকায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তিনি মোয়াবের রাজা সেই ইগ্লোনের কাছে সেই রাজস্ব-অর্থ পেশ করলেন, যিনি অত্যন্ত স্থূলকায় এক ব্যক্তি ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 পরে মোয়াব-রাজ ইগ্লোনের নিকটে উপঢৌকন লইয়া গেলেন; ঐ ইগ্লোন অতি স্থূলকায় লোক ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 তারপর সে মোয়াবের রাজা ইগ্লোনের কাছে এসে উপহার দিল। ইগ্লোন ছিল মোটাসোটা লোক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তিনি মোয়াব-রাজ ইগ্লোনের কাছে উপহার নিয়ে গেলেন; (এই ইগ্লোন অত্যন্ত মোটা লোক ছিলেন।)

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 3:17
10 ক্রস রেফারেন্স  

সুতরাং আমি সর্বাধিপতি প্রভু তোমাদের বলছি যে, আমি দুর্বল ও বলবান মেষদের বিরোধ নিষ্পত্তি করব।


প্রভু পরমেশ্বর বলেন, হে ব্যাবিলনবাসী,যদিও আমার সন্তানদের তোমরা করেছ লুণ্ঠন, যদিও উল্লাসে আনন্দে হয়ে উঠেছ উত্তাল, যদিও তোমরা শস্যমর্দনকারিণী গাভীর মত চলেছ, হ্রেষাধ্বনি করেছ অশ্বের মত,


কারণ তারা পুষ্টিকর খাদ্য খায়। তারা অনাথ পিতৃমাতৃহীনদের ন্যায্য পাওনা দেয় না, ন্যায়বিচারও করে না নিপীড়িতদের প্রতি।


পলকে ওদের হয় পদস্খলন, ওরা নিঃশেষ হয়ে যায় মহাত্রাসে।


মেদবাহুল্যে ওদের চোখ ফুলে উঠছে, অলীক কল্পনায় হৃদয় ওদের উদ্বেল।


তবে আমার নিজ নিকেতনে আমার নির্দেশিত বলি ও নৈবেদ্য কেন অবজ্ঞা করছ? আমার প্রজা ইসরায়েল প্রদত্ত সমস্ত নৈবেদ্যের শ্রেষ্ঠাংশ আত্মসাৎ করতে দিয়ে তুমি কেন আমার চেয়েও তোমার পুত্রদের বেশী গুরুত্ব দিচ্ছ?


সেদিন তারা প্রায় দশ হাজার মোয়াবীকে হত্যা করেছিল। এই মোয়াবীরা ছিল শক্ত সমর্থ যোদ্ধা, কিন্তু তবুও একজনও রক্ষা পেল না।


এহুদ নিজের জন্য এক হাত লম্বা একটা ছোরা তৈরি করিয়েছিলেন। ছোরাটার দুদিকেই ধার ছিল। সেটা তিনি তাঁর পোশাকের নিচে ডান ঊরুতে বেঁধে নিলেন।


রাজস্ব দেওয়া হয়ে গেলে যারা তাঁর সঙ্গে এসেছিল তাদের এহুদ বিদায় করে দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন