Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 21:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 তাঁরা ভাবলেন, শীলোতে প্রভুর উদ্দেশে বাৎসরিক উৎসবের আর দেরী নেই। (এই জায়গাটি বেথেলের উত্তরে, বেথেল থেকে যে রাস্তা শেখেমের দিকে গিয়েছে তার পূর্ব ইকে এবং লেবোনার দক্ষিণে অবস্থিত।)

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 শেষে তারা বললেন, দেখ, শীলোতে প্রতি বছর মাবুদের উদ্দেশে একটি উৎসব হয়ে থাকে। ওটা বেথেলের উত্তর দিকে, বেথেল থেকে যে রাজপথ শিখিমের দিকে গেছে, তার পূর্ব দিকে এবং লবোনার দক্ষিণ দিকে অবস্থিত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 কিন্তু দেখো, সেই শীলোতে সদাপ্রভুর উদ্দেশে প্রতি বছর এক উৎসব হয়, যা বেথেলের উত্তরে, এবং বেথেল থেকে শিখিমের দিকে চলে যাওয়া পথের পূর্বদিকে, এবং লবোনার দক্ষিণ দিকে অবস্থিত।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 শেষে তাঁহারা কহিলেন, দেখ, শীলোতে প্রতিবৎসর সদাপ্রভুর উদ্দেশে এক উৎসব হইয়া থাকে। উহা বৈথেলের উত্তরদিকে, বৈথেল হইতে যে রাজপথ শিখিমের দিকে গিয়াছে, তাহার পূর্ব্বদিকে, এবং লবোনার দক্ষিণদিকে অবস্থিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 তাই আমরা একটা পরিকল্পনা করেছি। শীলো শহরে প্রভুর জন্য এই সময় একটা উৎসব হয়। প্রতি বছরই সেখানে উৎসব পালিত হয়।” (শীলো হচ্ছে বৈথেলের উত্তরে, আর বৈথেল থেকে শিখিমের দিকে যে রাস্তা চলে গেছে তার পূর্বদিকে। তাছাড়া লবোনা শহরের দক্ষিণেও শীলো শহরটা পড়বে।)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 শেষে তাঁরা বললেন, “দেখ, শীলোতে প্রতিবছর সদাপ্রভুর উদ্দেশ্যে এক উৎসব হয়ে থাকে।” ওটা বৈথেলের উত্তরদিকে, বৈথেল থেকে যে রাজপথ শিবিষয় নৈবেদ্যের দিকে গিয়েছে, তার পূর্ব্বদিকে এবং লবোনার দক্ষিণদিকে অবস্থিত।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 21:19
20 ক্রস রেফারেন্স  

ইহুদীদের কুটিরবাস পর্ব তখন আসন্ন,


এই ঘটনার পর ইহুদীদের কোন এক পর্ব উপলক্ষে যীশু গেলেন জেরুশালেমে।


তোল তান খঞ্জনীর তালে তালে। বাজাও ভেরী অমারজনীর উৎসবে, পূর্ণিমার উৎসব দিনে বাজাও তুরী।


এলকানা প্রতি বৎসর সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের আরাধনা ও তাঁর উদ্দেশে বলি উৎসর্গ করার জন্য শীলোতে যেতেন। সেখানে এলির দুই পুত্র হফনি ও পিনহস প্রভু পরমেশ্বরের পুরোহিত ছিলেন।


শীলোতে ঈশ্বরের মন্দির যতদিন ছিল ততদিন মীখার তৈরী ঐ খোদাই করা মূর্তিই ছিল তাদের ইষ্টদেবতা।


সমগ্র ইসরায়েলী সম্প্রদায় শীলোতে সমবেত হয়ে সেখানে সম্মিলন শিবির স্থাপন করল। সমগ্র দেশ তখন তাদের অধীন।


তোমাদের খামার এবং দ্রাক্ষাকুণ্ড থেকে ফসল ও দ্রাক্ষারস সংগ্রহ করার পর তোমরা সাতদিন কুটিরবাস পর্ব পালন করবে।


পরে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদে লব্ধ সম্পদ থেকে স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য দ্বারা তোমরা তাঁর উদ্দেশে সাত সপ্তাহের উৎসব পালন করবে।


তোমরা আবিব মাসে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন করবে, কেননা আবিব মাসেই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর রাত্রিকালে তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন।


সপ্তম মাসের পনেরো তারিখে আর একটি পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দিন তোমরা পরিশ্রমের কোন কাজ করবে না এবং সাতদিন প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসব পালন করবে।


নতুন ফসলের পার্বণে যখন তোমরা সাত সপ্তাহব্যাপী উৎসব উপলক্ষ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নবান্নের ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করবে, তখন পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না,


প্রথম মাসের চৌদ্দ তারিখে প্রভু পরমেশ্বরের নির্দেশিত তারণোৎসব অনুষ্ঠিত হবে।


তোমাদের আনন্দোৎসবের দিনে, নির্দিষ্ট পর্বের সময়, মাসের প্রথম দিনে হোম ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গের সময় তোমরা তূরী ধ্বনি করবে। তোমাদের ঈশ্বরের সাক্ষাতে তা হবে তোমাদের স্মারক স্বরূপ। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।


তুমি ইসরায়েলীদের বল, সপ্তম মাসের পনেরো তারিখ থেকে সাত দিন প্রভু পরমেশ্বরের নির্দেশিত কুটিরোৎসব পালিত হবে।


তুমি ইসরায়েলীদের বল, আমি তোমাদের যে দেশ দেব সেই দেশে গিয়ে তোমরা যখন শস্য আহরণ করবে, তখন সংগৃহীত শস্যের প্রথম আঁটিটা পুরোহিতের কাছে নিয়ে যাবে।


এই মাসেরই পনেরো তারিখে প্রভু পরমেশ্বরের নির্দেশিত খামিরবিহীন রুটির পর্ব পালিত হবে। সাতদিন তোমরা খামিরবিহীন রুটি খাবে।


তোমরা প্রভু পরমেশ্বরের নির্দেশিত যে সব পর্ব উপলক্ষে নির্দিষ্ট সময়ে পবিত্র সমাবেশ আহ্বান করবে, সেগুলি যথাক্রমে এই:


তুমি ইসরায়েলীদের বল, তোমরা আমার নির্দেশিত যে পর্বগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পালনীয় পবিত্র উৎসব বলে ঘোষণা করবে, সেগুলি এই:


তাই তাঁরা বিন্যামীন গোষ্ঠীর বাকী লোকদের বললেন, তোমরা দ্রাক্ষাকুঞ্জে গিয়ে লুকিয়ে থাক এবং লক্ষ্য রাখ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন