Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 21:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তার পরে সমগ্র ইসরায়েলী সমাজের পক্ষ থেকে রিম্মোন পাহাড়ে বিন্যামীন গোষ্ঠীর লোকদের কাছে দূত পাঠানো হল এবং তাদের সঙ্গে সন্ধি স্থাপন করা হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 পরে সমস্ত মণ্ডলী লোক পাঠিয়ে রিম্মোণ শৈলে অবস্থিত বিন্‌ইয়ামীনীয়দের সঙ্গে আলাপ করলো ও তাদের কাছে সন্ধি ঘোষণা করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 পরে সমগ্র জনসমাজ রিম্মোণ পাষাণ-পাথরে বসবাসকারী বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকদের কাছে এক শান্তি-প্রস্তাব দিয়ে পাঠাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 পরে সমস্ত মণ্ডলী লোক পাঠাইয়া রিম্মোণ শৈলে অবস্থিত বিন্যামীন-সন্তানদের সহিত আলাপ করিল ও তাহাদের কাছে সন্ধি ঘোষণা করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তারপর ইস্রায়েলীয়রা বিন্যামীন লোকদের কাছে খবর পাঠাল। তারা বিন্যামীনের লোকদের সঙ্গে শান্তি চুক্তি করতে চাইল। বিন্যামীনের লোকরা ছিল রিম্মোণ শিলায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 পরে সমস্ত মণ্ডলী লোক পাঠিয়ে রিম্মোণ পর্বতে অবস্থিত বিন্যামীনদের সঙ্গে আলাপ করল ও তাদের কাছে সন্ধি ঘোষণা করল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 21:13
9 ক্রস রেফারেন্স  

তাদের মধ্যে ছশো লোক কোনমতে প্রাণ বাঁচিয়ে মরু অঞ্চলের রিম্মোন পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে পেরেছিল। সেখানে তারা চার মাস থাকল।


তোমরা যখন কোন নগর আক্রমণ করতে যাবে তখন প্রথমে আত্মসমর্পণের প্রস্তাব দেবে,


তিনি এসে তোমরা যারা দূরে ছিলে তাদের কাছে এবং আমরা যারা কাছে ছিলাম তাদের কাছেও শান্তির সুসমাচার প্রচার করেলন।


কোন একটি বাড়িতে ঢুকে প্রথমেই বলবে, ‘এই গৃহের শান্তি হোক’,


দূরে বা নিকটে যে যেখানেই থাকুক না কেন, সকলকে আমি দান করব শান্তি! সুস্থ করব আমি আমার প্রজাবৃন্দকে।


পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট উনত্রিশটি নগর।


বাকী লোকেরা প্রান্তরের পথ ধরে রিম্মোন পাহাড়ের দিকে পালিয়ে যেতে লাগল। ইসরায়েলীরা পথে তাদের আক্রমণ করে আরও পাঁচ হাজার লোককে বধ করল। এর পরেও তারা তাদের পিছনে তাড়া করে গিদোম পর্যন্ত গেল এবং আরও দুহাজার লোককে বধ করল।


ইয়াবেশ-গিলিয়দের অধিবাসীদের মধ্যে তারা চারশো কুমারী মেয়ের সন্ধান পেল। তাদের তারা কনান দেশে শীলোর শিবিরে নিয়ে এল।


বিন্যামীন গোষ্ঠীর লোকেরা তখন ফিরে এল এবং ইয়াবেশ-গিলিয়দের যে কুমারী মেয়েদের জীবিত রাখা হয়েছিল, তাদের সঙ্গে তাদের বিয়ে দেওয়া হল। কিন্তু প্রয়োজনের তুলনায় পাত্রীর সংখ্যা কম হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন