Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 20:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তোমরা সকলেই ইসরায়েলী, তোমরাই বিচার-বিবেচনা করে স্থির কর যে, এ বিষয়ে কি করা উচিত!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এখন হে বনি-ইসরাইলরা, আপনারা এই বিষয়ে আলোচনা করে আপনাদের মতামত দিন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এখন তোমরা, ইস্রায়েলীরা সবাই, চিৎকার করে ওঠো ও আমায় বলো তোমরা কী করার সিদ্ধান্ত নিলে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 দেখ, তোমরা সকলেই ইস্রায়েল-সন্তান; অতএব এ বিষয়ে আপন আপন মত বলিয়া মন্ত্রণা স্থির কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 এখন তোমরা ইস্রায়েলীয়রা বলো আমাদের কি করা উচিৎ‌। এ বিষয়ে তোমাদের মতামত কি বলো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 দেখ, তোমরা সবাই ইস্রায়েল সন্তান; অতএব এ বিষয়ে নিজের নিজের মতামত বলে মন্ত্রণা স্থির কর।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 20:7
12 ক্রস রেফারেন্স  

তাই দেখে সকলেই বলল ইসরায়েলীরা মিশর থেকে বেরিয়ে আসার পর আজ পর্যন্ত এমন কাণ্ড কখনও হয়নি বা কেউ হতে দেখেনি। সুতরাং এর কি বিহিত করা যায়, সকলে ভেবে স্থির কর।


তোমাদের কারও যদি জ্ঞানের অভাব হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, পাবে। তিনি কোন অনুযোগ না করে উদারহস্তে অকারতের সকলকে দিয়ে থাকেন।


গর্ব করা তোমাদের সাজে না। তোমরা কি জান না যে সামান্য একটু খামিরও ময়দার গোটা তালকে গেঁজিয়ে তুলতে পারে?


আমি শুনলাম, তোমাদের মধ্যে কেউ কেউ এমন ব্যভিচারে লিপ্ত যা ম্লেচ্ছদের মধ্যেও দেখা যায় না, এমন কি সে তার বিমাতার সঙ্গে সহবাস করছে।


যুদ্ধের আগে তোমার সুনিপুণ পরিকল্পনা প্রয়োজন, তুমি যত বেশী সুমন্ত্রণা লাভ করবে। বিজয়ের সম্ভাবনা হবে তত বেশী উজ্জ্বল।


সুপরামর্শের দ্বারাই পরিকল্পনা সার্থক হয় বিনা পরিকল্পনায় যুদ্ধে অগ্রসর হওয়া অনুচিত।


ইসরায়েলীরা তখন তাদের কাছে থেকে কিছু রসদ নিল, কিন্তু তারা প্রভু পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল না।


তোমরা সেগুলি মনে রাখবে এবং পালন করবে কারণ অন্যান্য জাতির কাছে সেগুলিই হবে তোমাদের জ্ঞান ও বোধশক্তির পরিচায়ক। তারা এই বিধিসমূহ শুনে বলবে, সত্যিই এই মহান জাতি জ্ঞানবান ও বুদ্ধিসম্পন্ন।


ইসরায়েলীরা সকলেই তখন একবাক্যে বলল, গিবিয়া সম্পর্কে আমাদের সিদ্ধান্ত: আমরা কেউ তাঁবুতে বা বাড়িতে ফিরব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন