Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 20:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 গিবিয়া আক্রমণ করল এবং সেখানে ঘোরতর যুদ্ধ হল। বিন্যামীন গোষ্ঠীর লোকেরা তখনও কিন্তু বুঝতে পারল না যে তাদের বিপর্যয় ঘনিয়ে এসেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 পরে সমস্ত ইসরাইল থেকে দশ হাজার মনোনীত লোক গিবিয়ার সম্মুখে আসলে ঘোরতর যুদ্ধ হল; কিন্তু ওরা জানত না যে, অমঙ্গল ওদের নিকটবর্তী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 পরে ইস্রায়েলের 10,000 জন যোগ্যতাসম্পন্ন যুবক সামনে থেকে গিবিয়ার উপর আক্রমণ চালাল। সেই যুদ্ধ এত ধুন্ধুমার হল যে বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা বুঝতেই পারেনি যে বিপর্যয় ঘনিয়ে এসেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 পরে সমস্ত ইস্রায়েল হইতে দশ সহস্র মনোনীত লোক গিবিয়ার সম্মুখে আসিল, তাহাতে ঘোরতর সংগ্রাম হইল; কিন্তু উহারা জানিত না যে, অমঙ্গল উহাদের নিকটবর্ত্তী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 সুশিক্ষিত 10,000 ইস্রায়েলীয় সৈন্য গিবিয়া আক্রমণ করল। জোর লড়াই হল কিন্তু বিন্যামীন সৈন্যরা বুঝতে পারল না তাদের কি হতে চলেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 পরে সমস্ত ইস্রায়েল থেকে দশ হাজার মনোনীত লোক গিবিয়ার সামনে আসল, তাতে ঘোরতর সংগ্রাম হল; কিন্তু ওরা জানত না যে, অমঙ্গল ওদের কাছাকাছি।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 20:34
12 ক্রস রেফারেন্স  

অয়ের রাজা যিহোশূয়ের সৈন্যবাহিনীকে দেখে নগরীর অধিবাসীদের নিয়ে খুব ভোরে ইসরায়েলীদের সঙ্গে যুদ্ধ করার জন্য আরাবা উপত্যকায় সমবেত হলেন। কিন্তু নগরীর পিছনে যে একদল সৈন্য লুকিয়ে রয়েছে তা তিনি জনতেন না।


বিপর্যয় নেমে আসবে তোমার উপর অকস্মাৎ ঘটবে এই বিপদপাত, তোমার কোন যাদুবিদ্যা পারবে না তা করতে রোধ, যা তুমি ভাব নি স্বপ্নেও!


তারা ঈশ্বরকে বলে: তোমাকে আমাদের আর দরকার নেই,


লোকে যখন বলবে, ‘শান্তিতে নিরাপদে আছি’ তখনই নারীর প্রসব-বেদনার মত অকস্মাৎ তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, নিষ্কৃতির কোন উপায় থাকবে না।


তোমরা সতর্ক থেকো, যেন ভোগলালসা, মত্ততা ও সাংসারিক চিন্তা-ভাবনা তোমাদের মনকে অধিকার করে না বসে, কারণ সেই দিনটি ফাঁদের মত তোমাদের এবং পৃথিবীর সমস্ত অধিবাসীর উপরে হঠাৎ এসে পড়বে।


কাজেই তোমরা প্রস্তুত হয়ে থাকবে, কারণ মানবপুত্র এমন সময়ে আসবেন যে সময়ে তাঁর আগমন প্রত্যাশা করবে না।


মানুষ জানে না তার দুঃসময় কখন ঘনাবে। মাছ যেমন হঠাৎ জালে ধরা পড়ে, হঠাৎ যেমন ফাঁদে পড়ে পাখি, মানুষও তেমনি হঠাৎই নিজের অজান্তে দুঃসময়ের ফাঁদে গিয়ে পড়ে।


দুষ্ট নিজের দুষ্কর্মের ফাঁদে নিজেই পড়ে, কিন্তু সৎ লোকেরা সুখে শান্তিতে থাকে।


দুর্জনের পথ নিবিড় অন্ধকারে ঢাকা, তারা জানে না কিসে তাদের পদস্খলন ঘটবে।


প্রভু পরমেশ্বর সেদিন ইসরায়েলীদের হাতে বিন্যামীন গোষ্ঠীর পরাজয় ঘটালেন। ইসরায়েলীরা সেদিন বিন্যামীন গোষ্ঠীর পঁচিশ হাজার একশো লোককে সংহার করল। এরা সকলেই সশস্ত্র যোদ্ধা ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন