বিচারকর্তৃগণ 20:32 - পবিএ বাইবেল CL Bible (BSI)32 তাই দেখে বিন্যামীন গোষ্ঠীর লোকেরা বলতে লাগল, ওরা আগের মতই আমাদের কাছে পরাজিত হচ্ছে। কিন্তু ইসরায়েলীরা তাদের নগর থেকে দূরে সরিয়ে রাজপথের দিকে নিয়ে আসার জন্য পালিয়ে যাওয়ার ভাণ করে অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 তাতে বিন্ইয়ামীনীয়রা বললো, ওরা আমাদের সম্মুখে আগের মত পরাজিত হচ্ছে, কিন্তু বনি-ইসরাইলরা বলেছিল, এসো, আমরা পালিয়ে ওদেরকে নগর থেকে রাজপথে আকর্ষণ করি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 একদিকে বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা বলছিল, “আগের মতোই আমরা ওদের পরাজিত করছি,” অন্যদিকে ইস্রায়েলীরা বলছিল, “এসো আমরা পিছিয়ে যাই এবং নগর থেকে ওদের পথের দিকে আকর্ষণ করি।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 তাহাতে বিন্যামীন-সন্তানগণ কহিল, উহারা আমাদের সম্মুখে পূর্ব্বমত পরাজিত হইতেছে। কিন্তু ইস্রায়েল-সন্তানগণ বলিয়াছিল, আইস, আমরা পলাইয়া উহাদিগকে নগর হইতে রাজপথে আকর্ষণ করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 বিন্যামীন সৈন্যরা বলে উঠল, “আগের মত এবারও আমরা জিতছি!” ইস্রায়েলের লোকরা পালাচ্ছিল, কিন্তু এটা তাদের একটা চালাকি। তারা আসলে ওদের শহর থেকে বার করে রাস্তায় আনতে চাইছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 তাতে বিন্যামীনরা বলল, “ওরা আমাদের সামনে আগের মতো পরাজিত হচ্ছে।” কিন্তু ইস্রায়েলীয়রা বলেছিল, “এস, আমরা পালিয়ে ওদেরকে নগর থেকে রাজপথে আকর্ষণ করি।” অধ্যায় দেখুন |