Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 2:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 ইসরায়েলীরা তাঁকে তাঁর নিজস্ব এলাকায়, গাশ পর্বতের উত্তরে ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে তিম্‌নাৎ-হেরেসে সমাধিস্থ করেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তাতে লোকেরা গাশ পর্বতের উত্তর পর্বতময় আফরাহীম প্রদেশসহ তিম্নৎ-হেরসে তাঁর অধিকারের অঞ্চলে তাঁকে দাফন করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 আর তারা তাঁকে গাশ পর্বতের উত্তরে, ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের তিম্নৎ-হেরসে, তাঁর নিজস্ব অধিকার-ভূমিতে কবর দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তাহাতে লোকেরা গাশ পর্ব্বতের উত্তর পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্নৎ-হেরসে তাঁহার অধিকারের অঞ্চলে তাঁহার কবর দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ইস্রায়েলবাসীরা যিহোশূয়কে তাঁর নিজের জমি গাশ পর্বতের উত্তরে ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে তিন্নৎ-হেরসে কবর দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তাতে লোকেরা গাশ পর্বতের উত্তর পাহাড়ী অঞ্চল ইফ্রয়িম প্রদেশের তিম্নৎহেরসে তাঁর অধিকারের জায়গায় তাঁকে কবর দিল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 2:9
6 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তারা ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে তিম্‌নাৎ-সেরাহ্ নগরটি যিহোশূয়কে দান করল। তিনি এই নগরটিই তাদের কাছে চেয়েছিলেন। নগরটি পুনর্গঠন করে তিনি সেখানেই বসতি স্থাপন করলেন।


ইসরায়েলীরা গাশ পর্বতের উত্তরে ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে তিম্‌নাৎ-সেরাহ্‌তে তাঁকে কবর দিল।


ইসরায়েলীরা এই ভাবে নিজেদের মধ্যে দেশ বন্টন এবং এলাকার সীমানা নির্ধারণের কাজ সমাপ্ত করল। তারা নিজেদের এলাকার মধ্যে নূনের পুত্র যিহোশূয়ের জন্য একটি অংশ নির্দিষ্ট করে দিল।


নুনের পুত্র, প্রভুর সেবক যিহোশূয় একশো দশ বছর বয়সে পরলোক গমন করেন।


এই সমস্ত ঘটনার পর নূনের পুত্র, প্রভু পরমেশ্বরের সেবক যিহোশূয়ের মৃত্যু হল। তাঁর বয়স হয়েছিল একশো দশ বছর।


যিহোশূয়ের মৃত্যুর পরে ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল যে তাদের মধ্যে কোন গোষ্ঠী কনানীদের প্রথমে আক্রমণ করবে:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন