Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 2:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 যিহোশূয় যতদিন জীবিত ছিলেন এবং তাঁর মৃত্যুর পরে যে সব প্রবীণ নেতা ইসরায়েলীদের জন্য প্রভুর মহান কীর্তিকলাপ স্বচক্ষে দেখেছিলেন, তাঁদের জীবনকালে ইসরায়েলীরা প্রভুর সেবা-আরাধনা বজায় রেখেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর ইউসার সমস্ত জীবনকালে এবং যে সমস্ত প্রাচীনবর্গরা ইউসার মৃত্যুর পর জীবিত ছিলেন ও ইসরাইলের জন্য মাবুদের কৃত সমস্ত মহান কাজ দেখেছিলেন, তাঁদেরও সমস্ত জীবনকালে লোকেরা মাবুদের সেবা করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 লোকজন যিহোশূয়ের জীবনকালে ও সেইসব প্রাচীনের জীবনকালে আগাগোড়াই সদাপ্রভুর সেবা করল, যারা যিহোশূয়ের মৃত্যুর পরও জীবিত ছিলেন ও ইস্রায়েলের জন্য সদাপ্রভু যেসব মহান কাজ করেছিলেন, সেগুলি দেখেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর যিহোশূয়ের সমস্ত জীবনকালে, এবং যে প্রাচীনবর্গ যিহোশূয়ের মরণের পর জীবিত ছিলেন, ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কৃত সমস্ত মহাকার্য্য দেখিয়াছিলেন, তাঁহাদেরও সমস্ত জীবনকালে লোকেরা সদাপ্রভুর সেবা করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 যিহোশূয় যতদিন বেঁচেছিলেন ততদিন ইস্রায়েলবাসীরা প্রভুর সেবা করেছিল। যিহোশূয়ের মৃত্যুর পর যে প্রবীণরা বেঁচেছিলেন তাঁদের জীবনকালে তারা সমানে প্রভুর সেবা করেছিল। ইস্রায়েলের লোকদের জন্য প্রভু যা কিছু মহৎ‌‌ কাজ করেছিলেন, এইসব প্রবীণরা তা দেখেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর যিহোশূয়ের সমস্ত জীবনে এবং যে প্রাচীনরা যিহোশূয়ের মৃত্যুর পর জীবিত ছিলেন ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর করা সমস্ত মহান কাজ দেখেছিলেন, তাঁদেরও সমস্ত জীবনে লোকেরা সদাপ্রভুর সেবা করল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 2:7
8 ক্রস রেফারেন্স  

সুতরাং প্রিয় বন্ধুগণ, আমি যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমরা যেমন সর্বদা বাধ্য ছিলে, আমরা অবর্তমানেও তেমনি বাধ্য থাকবে। সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তোমরা নিজের নিজের পরিত্রাণের জন্য সক্রিয় হও।


যিহোশূয়ের জীবনকালে এবং তাঁর পরবর্তী ইসরায়েলী নেতৃবৃন্দ, যাঁরা ইসরায়েলীদের জন্য প্রভুর অলৌকিক কার্যাবলী সম্বন্ধে অবহিত ছিলেন, তাঁদের আমলেও ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের সেবা-আরাধনা করেছিল।


পুরোহিত যিহোয়াদা যতদিন জীবিত ছিলেন, ততদিন তাঁর পরিচালনায় রাজা যোয়াশ ঈশ্বরের সন্তোষজনক কাজ করতেন।


পুরোহিত যিহোয়াদার পরিচালনায় রাজা যোয়াশ ঈশ্বরের সন্তোষজনক কাজ করতেন।


যিহোশূয় ইসরায়েলীদের বিদায় দেওয়ার পর তাদের জন্য নির্ধারিত অঞ্চলে দখল কায়েম করার জন্য যে যার এলাকায় চলে গেল।


নুনের পুত্র, প্রভুর সেবক যিহোশূয় একশো দশ বছর বয়সে পরলোক গমন করেন।


কিন্তু ইসরায়েলীরা তাদের নেতাদের মানতে চাইত না। অন্য নেতাদের প্রতি তারা আকৃষ্ট হত। তাদের প্রভু পরমেশ্বরকে ত্যাগ করে সেই সব দেবতাদের পূজা করত। তাদের পূর্বপুরুষেরা যেমন প্রভুর নির্দেশ অনুযায়ী চলতেন এরা কিন্তু তা করত না। পূর্বপুরুষদের অনুসৃত পথ পরিত্যাগ করে তারা অবিলম্বে বিপথগামী হয়ে পড়ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন