Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 18:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 দান গোষ্ঠীর লোকেরা নিজেদের মধ্যে থেকে পাঁচজন শক্ত-সমর্থ লোককে বেছে নিয়ে তাদের ইষ্টায়োল থেকে বসবাসের উপযুক্ত জায়গা অনুসন্ধান করতে পাঠাল। বলল, তোমরা গিয়ে একটি উপযুক্ত এলাকার খোঁজ খবর নিয়ে এস। তারা ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে মীখার বাড়িতে গিয়ে রাত কাটাল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তখন দানীয়রা তাদের পূর্ণ সংখ্যা থেকে তাদের গোষ্ঠীর পাঁচ জন বীরপুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করার জন্য সরা ও ইষ্টায়োল থেকে প্রেরণ করলো। তারা তাদেরকে বললো, তোমরা যাও, দেশ অনুসন্ধান কর; তাতে তারা পর্বতময় আফরাহীম প্রদেশে মিকাহ্‌র বাড়ি পর্যন্ত গিয়ে সেই স্থানে রাত্রি যাপন করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 অতএব দান গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের মধ্যে পাঁচজন মুখ্য লোককে সরা ও ইষ্টায়োল থেকে দেশ পর্যবেক্ষণ ও অনুসন্ধান করার জন্য পাঠাল। এই লোকেরা সমগ্র দান গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছিল। তারা তাদের বলল, “যাও, দেশটি অনুসন্ধান করো।” অতএব তারা ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে প্রবেশ করে মীখার বাড়িতে এল, এবং সেখানেই রাত কাটাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তখন দান-সন্তানগণ আপনাদের পূর্ণ সংখ্যা হইতে আপনাদের গোষ্ঠীর পাঁচ জন বীর পুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করিবার জন্য সরা ও ইষ্টায়োল হইতে প্রেরণ করিল; তাহাদিগকে বলিল, তোমরা যাও; দেশ অনুসন্ধান কর; তাহাতে তাহারা পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে মীখার বাটী পর্য্যন্ত গিয়া সেই স্থানে রাত্রি যাপন করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তাই দান পরিবারগোষ্ঠী দেশে গুপ্তচরবৃত্তির জন্য পাঁচজন সৈন্যকে পাঠিয়ে দিল। ঐ পাঁচজন সরা আর ইষ্টায়োল শহরের লোক। এদের বেছে নেবার কারণ এরা দানদের সব পরিবার থেকেই এসেছে। তাদের দেশের উপর গুপ্তচরবৃত্তির জন্য বলা হল। পাঁচ জন পাহাড়ী দেশ ইফ্রয়িমে পৌঁছল। তারা মীখার বাড়ীতে এল এবং সেই রাতটা সেখানে কাটাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তখন দান-সন্তানরা নিজেদের পূর্ণ সংখ্যা থেকে নিজেদের গোষ্ঠীর পাঁচ জন বীর পুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করবার জন্য সরা ও ইষ্টায়োল থেকে পাঠাল; তাদেরকে বলল, “তোমরা যাও, দেশ অনুসন্ধান কর;” তাতে তারা ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে মীখার বাড়ি পর্যন্ত গিয়ে সেই জায়গায় রাত কাটাল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 18:2
20 ক্রস রেফারেন্স  

সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি দান নামক স্থানের শিবিরে পরমেশ্বরের মহাশক্তিতে দিন দিন বলীয়ান হয়ে উঠতে লাগল।


নুনের পুত্র যিহোশূয় শিটিম থেকে দুজন চরকে গোপনে এই কথা বলে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে এই দেশ বিশেষ করে যিরিহো নগরটি পর্যবেক্ষণ করে এস। তারা গিয়ে রাহাব নামে এক বারবনিতার ঘরে আশ্রয় নিল।


তখন দান গোষ্ঠী ছশো লোক রণসজ্জায় সজ্জিত হয়ে সরা ও ইষ্টায়োল থেকে রওনা হল।


তখন ঐ পাঁচজন ইষ্টায়োল তাদের জ্ঞাতিবর্গের কাছে ফিরে এল। জ্ঞাতিরা তাদের কাছে সমস্ত খবরাখবর জানতে চাইল।


কনান দেশ পর্যবেক্ষণ করতে পাঠাবার সময় মোশি তাঁদের বললেন, তোমরা নেগেব-এর পথ ধরে পাহাড়ী অঞ্চলে চলে যাও।


অথবা কোন রাজা যুদ্ধে যাবার আগে কি ভেবে দেখবেন না যে কুড়ি হাজার সৈন্য নিয়ে যে রাজা তাঁর বিরুদ্ধে আসছেন, দশ হাজার সৈন্য নিয়ে তাঁর সঙ্গে তিনি যুদ্ধ করতে পারবেন কি না?


সুপরামর্শের দ্বারাই পরিকল্পনা সার্থক হয় বিনা পরিকল্পনায় যুদ্ধে অগ্রসর হওয়া অনুচিত।


সেই লেবীয় তাঁকে বলল, আমরা যিহুদীয়ার বেথলেহেম থেকে আসছি, ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলের সীমান্তে যাব। আমি সেখানকার লোক। আমি যিহুদীয়ার বেথলেহেমে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের এই গাধাগুলোর জন্য খড় ও কলাই আছে, আর আমাদের নিজেদের জন্য রুটি ও দ্রাক্ষারসও আছে। আমাদের সব কিছুই আছে। তা সত্ত্বেও এখানকার কেউ আমাদের আশ্রয় দেয়নি।


সেই আমলে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। তখন ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের সীমান্তে একজন লেবীয় বাস করত। যিহূদীয়ার অন্তর্গত বেথলেহেমের এক রমণীকে সে উপপত্নীরূপে গ্রহণ করেছিল।


তাঁর ভাইয়েরা এবং আত্মীস্বজনেরা এসে তাঁর মৃতদেহ নিয়ে গেলেন এবং সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি যে জায়গায় তাঁর পিতা মানোহের কবর ছিল সেখানে তাঁকে কবর দিলেন। তিনি কুড়ি বছর ইসরায়েলীদের নেতা ছিলেন।


সেই সময় দান গোষ্ঠীর মধ্যে মানোহ নামে এক ব্যক্তি সরাহ জনপদে বাস করতেন। তাঁর স্ত্রী বন্ধ্যা হওয়ায় তিনি ছিলেন নিঃসন্তান।


এদের অধিকারভুক্ত এলাকার মধ্যে ছিল সরা, ইষ্টায়োল, ইর-শেমেশ, শালবীন, অয়ালোন, যিৎলা, এলোন, তিমনা, এক্রোন, এলতকী, গিব্বেথোন, বালাৎ, যেহুদ, বেনে-বারাক, গাৎ রিম্মোন, মেয়ার্কোন, রাক্কোন ও যাফোর সম্মুখবর্তী অঞ্চল।


যোষেফ তাঁর ভাইদের সম্পর্কে যে স্বপ্ন দেখেছিলেন সে কথা তাঁর মনে পড়ল। তিনি তাদের বললেন, তোমরা গুপ্তচর, এ দেশের অরক্ষিত স্থানগুলি দেখার জন্য তোমার এসেছ।


নীচু এলাকায় ইষ্টায়োল, সরা, অস্‌না,


ইফ্রয়িম প্রদেশের পাহাড়ী অঞ্চলে মীখা নামে এক ব্যক্তি বাস করত।


মীখার বাড়িতে সেই লেবীয় যুবকের কণ্ঠস্বর চিনতে পেরে তার কাছে গিয়ে আড়ালে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি এখানে? এখানে তোমার কি দরকার? এখানে তুমি কি করছ?


লোকেরা তখন যিরিহোর রাজাকে গিয়ে বলল, দেখুন, এ দেশের খোঁজখবর নেওয়ার জন্য কয়েকজন ইসরায়েলী আজ রাতে এখানে এসেছে।


সেখান থেকে তারা ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে মীখার বাড়িতে গিয়ে উপস্থিত হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন