Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 18:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তখন দান গোষ্ঠী ছশো লোক রণসজ্জায় সজ্জিত হয়ে সরা ও ইষ্টায়োল থেকে রওনা হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তখন দান-গোষ্ঠীর ছয় শত লোক যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে সেই স্থান অর্থাৎ সরা ও ইষ্টায়োল থেকে যাত্রা করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 পরে দান গোষ্ঠীভুক্ত 600 জন লোক, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ও অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে, সরা ও ইষ্টায়োল থেকে যাত্রা শুরু করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তখন দানীয় গোষ্ঠীয় ছয় শত লোক যুদ্ধাস্ত্রে সসজ্জ হইয়া তথা হইতে অর্থাৎ সরা ও ইষ্টায়োল হইতে যাত্রা করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তাই সরা আর ইষ্টায়োল শহর থেকে দান পরিবারগোষ্ঠীর 600 জন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রওনা হল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তখন দানীয় গোষ্ঠীর ছয়শো লোক যুদ্ধাস্ত্রে সুসজ্জ হয়ে সেখান থেকে অর্থাৎ সরা ও ইষ্টায়োল থেকে যাত্রা করল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 18:11
5 ক্রস রেফারেন্স  

এদিকে রণসাজে সজ্জিত দান গোষ্ঠীর ছশো লোক বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে রইল।


নীচু এলাকায় ইষ্টায়োল, সরা, অস্‌না,


সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি দান নামক স্থানের শিবিরে পরমেশ্বরের মহাশক্তিতে দিন দিন বলীয়ান হয়ে উঠতে লাগল।


সে দেশে গেলে দেখবে একদল লোক নির্ভাবনায় সেখানে বাস করে, বিরাট বিস্তীর্ণ সেই দেশ। ঈশ্বর সেই দেশ তেমাদেরই দিয়েছেন। জগতের কোন কিছুরই অভাব নেই সেখানে।


তারা যিহূদীয়ায় কিরিয়াৎজিয়ারীমে গিয়ে ছাউনি ফেলল। এই কারণে ঐ স্থানটি আজও মাহানে-দান (দানের শিবির) নামে পরিচিত। এই জায়গাটি কিরিয়াৎ-জিয়ারীমের পশ্চিমে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন