Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 17:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 এই লোকটি যিহুদীয়ার বেথলেহেম ছেড়ে আশ্রয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে একদিন ইফ্রয়িম প্রদেশের পাহাড়ী এলাকায় মীখার বাড়িতে এসে পৌঁছাল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 সেই ব্যক্তি যেখানে স্থান পেতে পারে, সেখানে বাস করার জন্য নগর থেকে, বেথেলহেম-এহুদা থেকে চলে গিয়ে, যেতে যেতে পর্বতময় আফরাহীম প্রদেশে ঐ মিকাহ্‌র বাড়িতে উপস্থিত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 সে সেই নগর ছেড়ে বসবাসের উপযোগী অন্য কোনো স্থানের খোঁজে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে সে ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে মীখার বাড়িতে এসে পৌঁছাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 সেই ব্যক্তি যেখানে স্থান পাইতে পারে, তথায় প্রবাস করিবার জন্য নগর হইতে, বৈৎলেহম-যিহূদা হইতে, প্রস্থানপূর্ব্বক গমন করিতে করিতে পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে ঐ মীখার বাটীতে উপস্থিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 সে বৈৎ‌লেহম ছেড়ে অন্য একটি জায়গায় থাকবে বলে চলে গেল। যেতে যেতে সে এসে পড়ল মীখার বাড়িতে। ওর বাড়ি পাহাড়ি দেশ ইফ্রয়িমে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 সেই ব্যক্তি যেখানে জায়গা পেতে পারে, সেখানে বাস করবার জন্য নগর থেকে, বৈৎলেহম-যিহূদা থেকে, চলে গিয়ে ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে ঐ মীখার বাড়িতে পৌঁছালেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 17:8
6 ক্রস রেফারেন্স  

সেই লেবীয় লোকটি এ কথায় রাজী হয়ে সেখানেই থেকে গেল এবং সেই যুবক মীখার ছেলের মতই থাকতে লাগল।


এর পরে হারোণের পুত্র ইলিয়াসরও ইহলোক ত্যাগ করলেন। ইসরায়েলীরা তাঁকে তাঁর পুত্র পীনহসের এলাকাভুক্ত নগর গিবিয়ায় কবর দিল। ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলের এই নগরটি পীনহসকে দেওয়া হয়েছিল।


সেই সময়ে যিহূদীয়ার বেথলেহেমে যিহুদা গোষ্ঠীর এক ব্যক্তি বাস করত। সে ছিল একজন প্রবাসী লেবীয় সেবায়েত।


মীখা তাকে জিজ্ঞাসা কর, আপনি কোথা থেকে আসছেন? সে বলল, আমি একজন লেবীয়, যিহুদীয়ার বেথলেহেম ছেড়ে আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি।


ইসরায়েল দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার আগে


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন