Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 16:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 শিমশোন পরমেশ্বরের কাছে বিনতি জানিয়ে বললেন, হে সর্বশক্তিমান প্রভু, আমার ঈশ্বর, আমাকে কৃপা কর। হে ঈশ্বর, অনুগ্রহ করে একটি বার, কেবলমাত্র একটি বার আমাকে শক্তি দাও যেন ফিলিস্তিনীদের উপর আমার দুই চোখের প্রতিশোধ এক বারেই নিতে পারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 তখন শামাউন মাবুদকে ডেকে বললেন, হে আল্লাহ্‌ মালিক, মেহেরবানী করে আমাকে স্মরণ কর; হে আল্লাহ্‌, মেহেরবানী করে কেবল এই একটি বার আমাকে বলবান কর, যেন আমি ফিলিস্তিনীদের বিরুদ্ধে একটি বার আমার দুই চোখের জন্য প্রতিশোধ নিতে পারি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 তখন শিম্‌শোন সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, “হে সার্বভৌম সদাপ্রভু, আমাকে স্মরণ করো। দয়া করে ঈশ্বর আর একবার শুধু আমাকে শক্তি জোগাও, এবং একটিমাত্র ঘুষিতেই আমার দুই চোখ উপড়ে নেওয়ার প্রতিশোধ ফিলিস্তিনীদের উপর আমায় নিতে দাও।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 তখন শিম্‌শোন সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন; হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটী বার আমাকে বলবান করুন, যেন আমি পলেষ্টীয়দিগকে আমার দুই চক্ষুর নিমিত্ত একেবারেই প্রতিশোধ দিতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 শিম্‌শোন প্রভুর কাছে এই প্রার্থনা করল, “হে সর্বশক্তিমান প্রভু তুমি দয়া করে আমায় স্মরণ করো। ঈশ্বর, আর একবার তুমি আমায় শক্তি দাও। এই একটা কাজ আমায় করতে দাও, আমি যেন এই পলেষ্টীয়দের আমার দুই চোখ উপড়ে নেওয়ার জন্য শাস্তি দিতে পারি!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 তখন শিম্‌শোন সদাপ্রভুকে ডেকে বললেন, “হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করে কেবল এই একটি বার আমাকে বলবান্‌ করুন, যেন আমি পলেষ্টীয়দেরকে আমার দুই চোখের জন্য একেবারেই প্রতিশোধ দিতে পারি।”

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 16:28
19 ক্রস রেফারেন্স  

তখন আমি বললাম, হে প্রভু পরমেশ্বর, তুমি সবই জান। আমাকে স্মরণে রেখো, সাহায্য করো আমায়। আমাকে যারা নিপীড়ন করেছে, তাদের উপরে তুমি প্রতিশোধ নাও। তারা আমাকে হত্যা করবে, আর অসীম ধৈর্যে তুমি থাকবে নীরব হয়ে, এমনটি যেন না হয়। মনে রেখো, তোমারি জন্য আমি দুঃসহ অপমান সহ্য করেছি।


আমার প্রতি অপার করুণা তোমার, ধ্বংস কর আমার শত্রুদের, আমায় পীড়ন করছে যারা, বিনাশ কর তাদের, আমি যে তোমার দাস।


তাঁরা উচ্চকণ্ঠে চীৎকার করে বললেন, “হে পবিত্র, সত্য সর্বাধিপতি, আর কত কাল পরে তুমি বিচার করবে? কবে আমাদের রক্তপাতের প্রতিফল দেবে পৃথিবীনিবাসীদের?”


সে আমাকে ডাকলে আমি সাড়া দেব, সঙ্কটে আমি থাকব সাথে, আমি তাকে উদ্ধার করব, করব গৌরবান্বিত।


তখন সঙ্কটের দিনে আমায় ডাকলে আমি উদ্ধার করব তোমাদের, তোমরা করবে আমার মহিমাকীর্তন।


ধাতুশিল্পী আলেকজাণ্ডার আমার ভয়ানক ক্ষতি করেছে। প্রভুই তার কাজের প্রতিফল দেবেন।


তখন প্রভুকে ডেকে বললাম আমি: হে প্রভু পরমেশ্বর বিনতি করি, বাঁচাও আমায়।


তুমি আমাদের ঈশ্বর! ওদের তুমি দণ্ড দাও। এই বিশাল সৈন্যবাহিনীর আক্রমণের সামনে আমরা একান্ত অসহায়! এই অবস্থায় আমরা জানি না আমরা কী করব! আমরা শুধু তোমারই সাহায্যের আশায় তোমার দিকে চেয়ে আছি।


পিপাসায় কাতর হয়ে তিনি প্রভুর কাছে নিবেদন করলেন, তুমি তোমার এই দাসের দ্বারা এই মহান উদ্ধার-কর্ম সাধন করেছ, কিন্তু এখন আমি কি পিপাসায় মরব? আর, ঐ বেসুন্নত লোকগুলোর হাতে পড়ব?


এভাবেই বিধ্বস্ত হোক তোমার বৈরীদল, হে পরমেশ্বর! কিন্তু তোমার ভক্তবৃন্দ ভাস্বর হয়ে উঠুক উদীয়মান সূর্যের মত।” এর পরে চল্লিশ বছর দেশে শান্তি স্থায়ী হয়েছিল।


আর কত বলব? গিদিয়োন, বারাক, শিম্‌শোন, যিপ্তহ, দাউদ, শমুয়েল এবং নবীদের কথা বলতে গেলে সময়ের সঙ্কুলান হবে না।


আমার চেতনা লোপ করে মরণ যখন এগিয়ে আসছিল আমার দিকে তখন হে প্রভু পরমেশ্বর তোমাকে আমি স্মরণ করলাম, আমার মিনতি পৌঁছাল তোমার কাছে, তোমার পবিত্র মন্দিরে।


সেই উৎসব গৃহটি নরনারীতে পূর্ণ ছিল। ফিলিস্তিনী সামন্তেরাও সকলে সেখানে ছিলেন। আর গ্যালারিতে প্রায় তিন হাজার নরনারী শিমশোনের মজা দেখছিল।


তারপর শিমশোন মাঝখানের মূল স্তম্ভ দুটির গায়ে দুহাত রেখে দাঁড়ালেন।


হে প্রভু পরমেশ্বর, জাগো, সক্রিয় হয়ে ওঠ, দণ্ডদান কর দুরাত্মাকে, ভুলে যেও না দীনজনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন