Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 15:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 আজও লিহীতে সেটি রয়েছে। ফিলিস্তিনীদের আমলে শিমশোন কুড়ি বছর ইসরায়েলীদের পরিচালনা করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 ফিলিস্তিনীদের সময়ে তিনি বিশ বছর পর্যন্ত ইসরাইলের বিচার করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 ফিলিস্তিনীদের সময়কালে শিম্‌শোন কুড়ি বছর ইস্রায়েলীদের নেতৃত্ব দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 পলেষ্টীয়দের সময়ে তিনি বিংশতি বৎসর পর্য্যন্ত ইস্রায়েলের বিচার করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 শিম্‌শোন 20 বছর ইস্রায়েলীয়দের বিচারক ছিল। সেটা ছিল পলেষ্টীয়দের রাজত্ব কাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 পলেষ্টীয়দের দিনের তিনি কুড়ি বছর ধরে ইস্রায়েলের বিচার করলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 15:20
6 ক্রস রেফারেন্স  

ইসরায়েলীরা পরমেশ্বরের দৃষ্টিতে যা মন্দ আবার সেই কাজ করতে শুরু করল। ফলে প্রভু তাদের চল্লিশ বছর ফিলিস্তিনীদের অধীন করে রাখলেন।


তাঁর ভাইয়েরা এবং আত্মীস্বজনেরা এসে তাঁর মৃতদেহ নিয়ে গেলেন এবং সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি যে জায়গায় তাঁর পিতা মানোহের কবর ছিল সেখানে তাঁকে কবর দিলেন। তিনি কুড়ি বছর ইসরায়েলীদের নেতা ছিলেন।


আর কত বলব? গিদিয়োন, বারাক, শিম্‌শোন, যিপ্তহ, দাউদ, শমুয়েল এবং নবীদের কথা বলতে গেলে সময়ের সঙ্কুলান হবে না।


পুত্রের জন্ম হলে তার চুল কখনও কাটবে না। কারণ সেই শিশু জন্ম থেকেই নাসিরী ব্রতধারী রূপে ঈশ্বরের উদ্দেশে উৎসর্গিত হবে। সে ফিলিস্তিনীদের কবল থেকে ইসরায়েলীদের উদ্ধারের জন্য মুক্তি সংগ্রাম শুরু করবে।


ইসরায়েলীদের অন্যান্য গোষ্ঠীর মতই দান হবে তার প্রজাদের বিচারপতি।


সেই লোকটি ঈশ্বরের চুক্তিসিন্দুকের কথা উল্লেখ করা মাত্র এলি দরজার পাশে আসন থেকে পিছন দিকে পড়ে গেলেন। তিনি খুব বৃদ্ধ হয়েছিলেন এবং তাঁর ওজন বেশি থাকায় ঘাড় ভেঙ্গে গেল, তিনি মারা গেলেন। চল্লিশ বৎসর তিনি ইসরায়েলের বিচার নিষ্পত্তি করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন