Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 15:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 যিহুদীয়া থেকে তখন তিনহাজার লোক এটাম পাহাড়ের গুহায় গিয়ে শিমশোনকে বলল, আমরা যে ফিলিস্তিনীদের শাসনাধীনে তা কি তুমি জান না? তুমি আমাদের এমন সর্বনাশ করলে কেন? শিমশোন বললেন, ওরা আমার সঙ্গে যেমন ব্যবহার করেছে আমিও ওদের সঙ্গে তেমনই করেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তখন এহুদার তিন হাজার লোক ঐটম শৈলের ফাটলে নেমে গিয়ে শামাউনকে বললো, ফিলিস্তিনীরা যে আমাদের মালিক, তা কি তুমি জান না? তবে আমাদের প্রতি তুমি এ কি করলে? তিনি বললেন, তারা আমার প্রতি যেমন করেছে, আমিও তাদের প্রতি তেমনি করেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 পরে যিহূদা দেশ থেকে 3,000 লোক এসে ঐটমের পাষাণ-পাথরের গুহায় নেমে গিয়ে শিম্‌শোনকে বলল, “তুমি কি বুঝতে পারছ না যে ফিলিস্তিনীরা আমাদের উপরে রাজত্ব করছে? আমাদের প্রতি তুমি এ কী করলে?” শিম্‌শোন উত্তর দিলেন, “তারা আমার প্রতি যা করেছে, আমিও তাদের প্রতি শুধু সেরকমই করেছি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তখন যিহূদার তিন সহস্র লোক ঐটম শৈলের ফাটালে নামিয়া গিয়া শিম্‌শোনকে কহিল, পলেষ্টীয়েরা যে আমাদের কর্ত্তা, তাহা তুমি কি জান না? তবে আমাদের প্রতি তুমি এ কি করিলে? তিনি কহিলেন, তাহারা আমার প্রতি যেরূপ করিয়াছে, আমিও তাহাদের প্রতি তদ্রূপ করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 যিহূদা পরিবারগোষ্ঠীর 3000 লোক তখন শিম্‌শোনের কাছে গেল। ঐটম শিলার গুহায় গিয়ে তারা তাকে বলল, “তুমি আমাদের এ কি করলে? তুমি কি জানো না যে পলেষ্টীয়রা আমাদের শাসন করছে?” শিম্‌শোন বলল, “তারা আমার ওপর যে অন্যায় কাজ করেছে শুধুমাত্র তার জন্যেই আমি তাদের শাস্তি দিয়েছি।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তখন যিহূদার তিন হাজার লোক ঐটম পাথরের গুহায় নেমে গিয়ে শিম্‌শোনকে বলল, “পলেষ্টীয়েরা যে আমাদের কর্তা, তা তুমি কি জান না?” শিমশোন তাদেরকে বলল, “তবে আমাদের প্রতি যেমন করেছে, আমিও তাদের প্রতি সেরকম করেছি।”

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 15:11
10 ক্রস রেফারেন্স  

শিমশোনের মা-বাবা বুঝতে পারলেন না যে এই ঘটনা পরমেশ্বরের ইচ্ছাতেই ঘটছে। ঈশ্বর ফিলিস্তিনীদের শিক্ষা দেবার একটা সুযোগ খুঁজছিলেন। কারণ সেই সময়ে ফিলিস্তিনীরা ইসরায়েলীদের উপর আধিপত্য করত।


ইসরায়েলীরা পরমেশ্বরের দৃষ্টিতে যা মন্দ আবার সেই কাজ করতে শুরু করল। ফলে প্রভু তাদের চল্লিশ বছর ফিলিস্তিনীদের অধীন করে রাখলেন।


প্রভু পরমেশ্বর জাতিবৃন্দের মাঝে তোমাদের স্থান দেবেন শীর্ষে, তোমরা থাকবে সবার উপরে, নীচে কখনই নয়, যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ, যা আমি আজ তোমাদের জানালাম, সব সযত্নে পালন কর।


আমার সঙ্গে স্থাপিত সম্বন্ধের শর্ত ভঙ্গের প্রতিফলস্বরূপ আমি তোমাদের যুদ্ধবিগ্রহে উদ্ব্যস্ত করব। যখন তোমরা নগরে আশ্রয় নেবে আমি তখন তোমাদের মধ্যে মহামারীর প্রার্দুভাব ঘটাব এবং তোমরা শত্রু কবলিত হবে।


তোমাদের মধ্যে বিদেশী যে থাকবে সে তোমাদের চেয়ে ক্রমশঃই উন্নত হতে থাকবে আর তোমরা ক্রমশঃ অবনতির পথে নেমে যাবে।


যিহূদীয়ার লোকেরা তাদের জিজ্ঞাসা করল, তোমরা কেন আমাদের উপর হামলা করছ? তারা বলল, আমরা শিমশোনকে ধরে নিয়ে যেতে এসেছি। সে আমাদের যে দশা করেছে আমরাও তার সেই দশা করব।


তারা তাকে বলরল, আমরা তোমাকে ফিলিস্তিনীদের হাতে তুলে দেওয়ার জন্য বেঁধে নিয়ে যেতে এসেছি। শিমশোন তাদের বললেন, তাহলে কথা দাও যে তোমরা নিজেরাই মেরে ফেলবে না।


কালেব ও তাঁর স্ত্রী এফ্রাতের জ্যেষ্ঠপুত্র হুর। এঁর বংশধরেরা বেথলেহেম জনপদের পত্তন করেছিল। হুর-এর তিন পুত্র: ঐটম, পনুয়েল ও এষর। ঐটমের তিন পুত্র যিষ্‌রিয়েল, যিশ্‌মা ও যিদবস এবং এক কন্যা হৎসলিন-পোনি। পনুয়েল গেদর নগর এবং হৎসলিন এষর হুশাহ্ নগর পত্তন করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন