Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 14:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তখন হঠাৎ পরমেশ্বরের মহাশক্তি শিমশোনের দেহে সঞ্চারিত হল। তিনি খালি হাতেই সিংহটাকে ছোট্ট একটা ছাগল ছানার মত ছিঁড়ে ফেললেন। এই ব্যাপার তিনি তাঁর মা-বাবাকে জানালেন না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তখন মাবুদের রূহ্‌ তাঁর উপরে সবলে আসলেন, তাতে তাঁর হাতে কিছু না থাকলেও তিনি ছাগলের বাচ্চা ছিঁড়বার মত ঐ সিংহকে ছিঁড়ে ফেললেন, কিন্তু কি করেছেন তা পিতামাতাকে বললেন না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সদাপ্রভুর আত্মা এমন সপরাক্রমে শিম্‌শোনের উপর নেমে এসেছিলেন যে শিম্‌শোন খালি হাতে ছাগশাবক ছিঁড়ে ফেলার মতো করে ওই সিংহটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। কিন্তু তিনি কী করলেন, তা তিনি তাঁর বাবা বা মা কাউকেই জানালেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তখন সদাপ্রভুর আত্মা তাঁহার উপরে সবলে আসিলেন, তাহাতে তাঁহার হস্তে কিছু না থাকিলেও তিনি ছাগবৎস ছিঁড়িবার মত ঐ সিংহকে ছিঁড়িয়া ফেলিলেন, কিন্তু কি করিয়াছেন, তাহা পিতামাতাকে কহিলেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রভুর আত্মা মহাশক্তিতে শিম্‌শোনের উপর নেমে এল। খালি হাতেই শিম্‌শোন সিংহটাকে ছিঁড়ে দু-টুকরো করে ফেলল। অনায়াসেই সে এটা করে ফেলল। একটা কচি পাঁঠাকে চিরে ফেলার মতই কাজটা যেন সহজ হয়ে গেল শিম্‌শোনের কাছে। কিন্তু শিম্‌শোন ঘটনাটি পিতামাতার কাছে বলল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তখন সদাপ্রভুর আত্মা তাঁর ওপরে আসলেন, তাতে তাঁর হাতে কিছু না থাকলেও তিনি ছাগলের বাচ্চা ছিঁড়বার মত ঐ সিংহকে ছিঁড়ে ফেললেন, কিন্তু কি করেছেন, তা বাবা মাকে বললেন না।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 14:6
21 ক্রস রেফারেন্স  

প্রভুর আত্মা এঁর উপর অধিষ্ঠিত হল এবং ইনি ইসরায়েলীদের নেতৃত্ব দিতে লাগলেন। অথ্‌নিয়েল কুশান-রিশাথয়িমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং পরমেশ্বর অথ‌্নিয়েলকে এই যুদ্ধে বিজয়ী করলেন।


শৌল সমস্ত কথা শুনলেন এবং তখন ঈশ্বরের শক্তি তাঁর উপর নেমে এল, তিনি রাগে জ্বলে উঠলেন।


সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি দান নামক স্থানের শিবিরে পরমেশ্বরের মহাশক্তিতে দিন দিন বলীয়ান হয়ে উঠতে লাগল।


যে পাপ করে সে শয়তান থেকে উদ্ভূত, কারণ শয়তান প্রথম থেকে পাপাচারী। শয়তানের কার্যকলাপ ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্রর আবির্ভূত হলেন।


আমার জোয়াল তোমার কাঁধে তুলে নাও, আমার কাছেই গ্রহণ কর শিক্ষা, কারণ আমি শান্ত ও নম্র। তাহলে তোমরা জীবনের স্বস্তি পাবে।


স্বর্গদূত আমাকে প্রভু পরমেশ্বরের এই বাণী জেরুব্বাবেলের কাছে পৌঁছে দিতে বললেন যে সৈন্যবলে নয়, বাহুবলেও নয়, কিন্তু আমার আত্মার সাহায্যেই–তুমি সফল হবে।


চীৎকার করবেন না তিনি, উচ্চকন্ঠে বলবেন না কথা, পথে পথে ভাষণ দেবেন না সোচ্চারে।


প্রভু আজ আমার হাতে তোমার পরাজয় ঘটাবেন। আমি তোমাকে পরাস্ত করে তোমার শিরচ্ছেদ করব আর ফিলিস্তিনী সৈন্যদের শব আকাশের পাখি ও মাঠের পশুদের খাওয়াব। তা দেখে পৃথিবীর সকলে জানবে যে ইসরায়েলীদেরও একজন আরাধ্য ঈশ্বর আছেন।


এবার ফিলিস্তিনীদের সঙ্গে আমারও মৃত্যু হোক —এই কথা বলে দেহের সমস্ত শক্তি থাম দুটির উপর প্রয়ােগ করলেন। আর ফিলিস্তিনী সামন্তবৃন্দ এবং যতলোক ভিতরে ছিল তাদের সকলের উপর বাড়ীটা ভেঙ্গে পড়ল। এইভাবে তিনি জীবিত থাকতে যত লোক বধ করেছিলেন মরণে তার চেয়েও বেশী লোককে বধ করলেন।


সামনে সদ্য ছাড়ানো একটা গাধার চোয়ালের হাড় দেখতে পেয়ে শিমশোন হাত বাড়িয়ে সেটা তুলে নিলেন এবং সেটা দিয়ে এক হাজার লোককে মেরে ফেললেন।


তিনি তাদের বহু লোককে হিংস্রভাবে আক্রমণ করে বধ করলেন। তারপর সেখান থেকে চলে গেলেন এবং এটাম পাহাড়ের গুহায় গিয়ে বাস করতে লাগলেন।


তখন পরমেশ্বরের অনুপ্রেরণায় যিপ্তাহ গিলিয়দ থেকে মনঃশি প্রদেশ ঘুরে গিলিয়দের মিস্‌পাতে ফিরে এলেন এবং সেখান থেকে আম্মোনীদের বিরুদ্ধে অভিযান করলেন।


এঁরা বিশ্বাসে নির্ভর করে রাজ্য জয় করেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, প্রতিশ্রুত আশীর্বাদ লাভ করেছেন, সিংহের মুখ বন্ধ করেছেন।


শিমশোন তাঁর মা-বাবাকে নিয়ে তিম্‌নাতে গেলেন। তিম্‌নার দ্রাক্ষাকুঞ্জের মধ্যে দিয়ে তাঁরা যখন যাচ্ছিলেন, সেই সময় কাছে একটি জোয়ান সিংহ তাঁকে দেখে গর্জে উঠল।


তারপর তিনি সেই মেয়েটির কাছে গেলেন। তার সঙ্গে কথাবার্তা বলে তাকে তাঁর খুব পছন্দ হল।


তখন প্রভু পরমেশ্বরের শক্তি তোমার উপরে হঠাৎ নেমে আসবে এবং তুমি ভাবাবিষ্ট হয়ে তাদের সঙ্গে প্রবক্তাদের মত আচরণ করবে।


সিংহ ও বিষধর সর্পের উপর দিয়ে তুমি গমন করবে, তরুণ কেশরী ও ভুজঙ্গকে তুমি পদতলে করবে দলিত।


পরমেশ্বরের মহাশক্তি পেয়ে তিনি আস্কেলনে গেলেন এবং সেখানকার ত্রিশটি লোককে মেরে তাদের পোশাক খুলে নিয়ে সেগুলি যারা ধাঁধার উত্তর দিয়েছিল তাদের দিয়ে দিলেন। এই ব্যাপারে শিমশোন ভীষণ রেগে গিয়ে তাঁর বাবার কাছে, বাড়িতে ফিরে গেলেন।


শৌল তাঁকে বললেন, তিনি বললেন, গাধাগুলি পাওয়া গেছে। কিন্তু তাঁর রাজা হওয়া সম্পর্কে যা বলেছিলেন সে বিষয়ে কিছুই তাঁকে জানালেন না।


এই সময়ে একদিন শৌলের পুত্র যোনাথন তাঁর অস্ত্রবাহক সৈনিককে বললেন, চল আমরা এই উপত্যকা পেরিয়ে ফিলিস্তিনী সৈন্যদের ঘাঁটিতে যাই। কিন্তু এ ব্যাপার তিনি তাঁর পিতাকে জানালেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন