Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 14:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 ওদিকে শিমশোনের স্ত্রীর সাথে তাঁর মিতবরের বিয়ে দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 পরে শামাউনের যে সখা তাঁর বন্ধু ছিল, তার হাতে তাঁর স্ত্রীকে তুলে দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 আর শিম্‌শোনের স্ত্রীকে তাঁর সহচরদের মধ্যে এমন একজনের হাতে তুলে দেওয়া হল, যে সেই উৎসব চলাকালীন তাঁর পরিচর্যা করেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 পরে শিম্‌শোনের যে সখা তাঁহার মিত্র ছিল, তাহাকে তাঁহার স্ত্রী দত্তা হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 স্ত্রীকে সে নিল না। বিয়ের জন্য একজন সেরা পাত্র তাকে ঘরে তুলেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 পরে শিম্‌শোনের যে প্রিয় বন্ধু তার কাছে এসেছিল, তাকে তাঁর স্ত্রী দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 14:20
10 ক্রস রেফারেন্স  

বললেন, আমি ভেবেছিলাম, তুমি তাকে ঘৃণা কর, তাই তোমার মিতবরের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছি। তার ছোট বোন তার চেয়েও সুন্দরী, তুমি বরং তার বদলে তাকেই বিয়ে কর।


বধূ যার পাশে থাকে সেই-ই হচ্ছে বর। বরের বন্ধু বরের পাশে দাঁড়িয়ে তার কথা শোনে আর আনন্দ উপভোগ করে। আজ আমিও সেই পরিপূর্ণ আনন্দ লাভ করেছি।


আমি তোমাদের সকলের কথা বলছি না। আমি জেনেশুনেই তোমাদের মনোনীত করেছি যাতে সফল হয় শাস্ত্রের এই বাক্য-'যে আমার পরম বন্ধু, যাকে আমি বিশ্বাস করেছিলাম, যে আমার সঙ্গে নিত্য অন্ন গ্রহণ করেছে, আজ সে-ই আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে-


তোমরা কারও উপর আস্থা রেখো না, ভরসা করো না, বন্ধুবান্ধবের উপর, তোমাদের প্রিয়তম পত্নীর কাছেও মুখ বন্ধ করে রেখো।


তারা সকলেই বিপথে পরিচালিত করে তাদের বন্ধুদের, সত্য কথা বলে না কেউ, মিথ্যার অনুশীলনে তারা জিহ্বাকে করেছে পটু, পাপাচার তারা করবে না পরিত্যাগ, করবে না অনুতাপও। একের পর এক চরম অন্যায় তারা করে চলে, একটি প্রতারণা অনুসরণ করে আর একটিকে, তারা জানতে চায় না আমায়–—বলেন প্রভু পরমেশ্বর।


এই দেখে ফিলিস্তিনীরা খোঁজ নিতে লাগল, কে এই কাজ করেছে? তখন শুনল যে তিম্‌না নিবাসী সেই ভদ্রলোকের জামাই শিমশোন এই কাজ করেছে, কারণ তাঁর স্ত্রীকে তাঁর মিতবরের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন ফিলিস্তিনীরা গিয়ে সেই মেয়ে ও তার বাবাকে পুড়িয়ে মারল।


পরাণ বঁধু মোর প্রেয়সী পিয়া, দেখ চেয়ে, আমি এসেছি আমার উপবনে, করেছি চয়ন সুরভি নির্যাস আর সুগন্ধি সম্ভার মৌচাক নিঙড়ানো মধু করেছি পান, করেছি পান আমি দুগ্ধের সাথে দ্রাক্ষামদিরা। সখীবৃন্দ (স্বগত): পান কর হে প্রেমিক যুগল আকন্ঠ কর পান প্রেমের মদিরা, তৃপ্ত কর তৃষিত হৃদয়।


কিন্তু শৌলের কন্যা মেরবের সঙ্গে দাউদের বিবাহের লগ্ন উপস্থিত হলে দেখা গেল মেরবের বিবাহ দেওয়া হল মাহালাত নিবাসী অদ্রিয়েলের সঙ্গে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন