Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 14:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12-13 শিমশোন তাদের বললেন, আমি তোমাদের একটা ধাঁধা দিচ্ছি, বিবাহ উৎসবের সাতদিনের মধ্যে তোমরা যদি এর অর্থ বলতে পার তাহলে আমি তোমাদের প্রত্যেককে একটা করে কাপড় আর এক প্রস্থ করে দামী পোশাক দেব। আর যদি বলতে না পার তাহলে তোমরা আমাকে ত্রিশটি কাপড় ও ত্রিশপ্রস্থ পোশাক দেবে। তারা বলল, ঠিক আছে, তোমার ধাঁধা বল, শুনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 শামাউন তাদেরকে বললেন, আমি তোমাদের কাছে একটি ধাঁধা বলি, তোমরা যদি এই উৎসবের সাত দিনের মধ্যে তার অর্থ বুঝে আমাকে বলে দিতে পার, তবে আমি তোমাদেরকে ত্রিশটি জামা ও ত্রিশ জোড়া কাপড় দেব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 “আমি তোমাদের কাছে একটি ধাঁধা বলছি,” শিম্‌শোন তাদের বললেন। “তোমরা যদি উৎসব চলাকালীন এই সাত দিনের মধ্যে এর অর্থ আমায় ব্যাখ্যা করে দিতে পারো, তবে আমি তোমাদের ত্রিশটি মসিনার পোশাক এবং ত্রিশ জোড়া কাপড়চোপড় দেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 শিম্‌শোন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের কাছে একটী প্রহেলিকা বলি, তোমরা যদি এই উৎসবের সাত দিনের মধ্যে তাহার অর্থ বুঝিয়া আমাকে বলিয়া দিতে পার, তবে আমি তোমাদিগকে ত্রিশটী জামা ও ত্রিশ যোড়া বস্ত্র দিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 ঐ 30 জনকে শিম্‌শোন বলল, “আমি তোমাদের একটা ধাঁধা বলতে চাই। এই আনন্দ অনুষ্ঠান সাতদিন ধরে চলবে। এর মধ্যে তোমাদের এই ধাঁধার উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলে আমি তোমাদের 30টি জামা আর 30টি কাপড় দেবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 শিম্‌শোন তাদেরকে বললেন, “আমি তোমাদের কাছে একটি ধাঁধা বলি, তোমরা যদি এই উৎসবের সাত দিনের র মধ্যে তার অর্থ বুঝে আমাকে বলে দিতে পার, তবে আমি তোমাদেরকে ত্রিশটি জামা ও ত্রিশ জোড়া বস্ত্র দেব।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 14:12
22 ক্রস রেফারেন্স  

হে মর্ত্যমানব, ইসরায়েলীদের এই রূপক কাহিনীটি বল।


শলোমনের সুখ্যাতির কথা শেবা দেশের রাণীর কাছেও পৌঁছাল। তিনি কূট প্রশ্ন করে তাঁকে যাচাই করতে এলেন জেরুশালেমে।


কিন্তু বিন্যামীনকে তিনি দিলেন তিনশো রূপোর টাকা এবং পাঁচ প্রস্থ পোষাক।


না, কিছু হয়নি। তবে, আমার মনিব আপনাকে বলে পাঠালেন যে, ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে দুজন তরুণ শিষ্য নবী এইমাত্র এসেছেন। তিনি এঁদের দেবার জন্য এক তালন্ত রূপো আর দু প্রস্থ দামী কাপড় চাইছেন।


রাজা বললেন, আমি ইসরায়েলরাজের কাছে চিঠি লিখে দিচ্ছি, তুমি চিঠিটা নিয়ে সেখানে যাও। নামান রওনা হয়ে গেলেন। সঙ্গে নিলেন ত্রিশ হাজার রৌপ্য মুদ্রা, ছয় হাজার স্বর্ণমুদ্রা এবং দশ প্রস্থ দামী পোষাক।


দান করে এই প্রবাদবাক্য, রূপক, প্রাজ্ঞবচন ও রহস্যময় উক্তির মর্ম বোঝার দক্ষতা।


তোমাদের ধনসম্পদ পচন ধরেছে। তোমাদের পোষাক পরিচ্ছদ পোকায় কেটেছে।


এখন আমরা দর্পণে প্রতিফলিত অস্পষ্ট রূপ দেখছি, কিন্তু তখন মুখোমুখি হয়ে ঈশ্বরের স্পষ্টরূপ দেখব। এখন আমি তাঁকে আংশিকভাবে জানি, কিন্তু তখন তাঁর সঙ্গে হবে আমার পূর্ণ পরিচয় যেমন তিনি আমায় জানেন পরিপূর্ণভাবে।


তাঁর শিষ্যেরা তাঁকে বললেন, এবার আপনি রূপক দিয়ে না বলে সোজাসুজিই বলছেন।


যীশু লক্ষ্য করলেন, কয়েকজন নিমন্ত্রিত ব্যক্তি শ্রেষ্ঠ আসনগুলি বেছে নিচ্ছে। তখন যীশু সকলকে কথাচ্ছলে উপদেশ দিতে লাগলেন,


তাঁর জামাকাপড় খুলে নিয়ে তারা তাঁকে একটি গাঢ় বেগুনী পোষাক পরিয়ে দিল।


উপমার মাধ্যমে যীশু এ সমস্ত কথা জনতাকে বললেন। উপমা ছাড়া তিনি তাদের কিছুই বলতেন না।


এ জন্যই আমি ওদের কাছে রূপকের সাহায্যে কথা বলি, কারণ তারা দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না এবং বুঝতেও পারে না।


এই পৃথিবীতে ধন সঞ্চয় করো না। এখানে তা পোকায় কাটে, মরচে ধরে নষ্ট হয়ে যায়। চোরে সিঁদ কেটে চুরি করে।


আমি প্রতিবাদ করে বললাম, হে সর্বাধিপতি প্রভু, এ কাজ আমাকে করতে বলবেন না। এমনিতেই লোকে বলে যে আমি সব সময় হেঁয়ালিতে কথা বলি।


রূপময় রূপকের সুললিত ছন্দে, শোনাব সে কথা বীণার ঝঙ্কারে।


শলোমন এবং সমস্ত ইসরায়েলী প্রজা সাতদিন ধরে ‘আশ্রয় পর্ব’ পালন করলেন। উত্তরে হমাত গিরিপথ থেকে শুরু করে দক্ষিণে মিশর সীমান্ত থেকে অগণিত ইসরায়েলী জনতা এসে এই পর্বে যোগ দিয়েছিল।


তিনি সেখানে পৌঁছালে তাঁর সঙ্গে থাকার জন্য ত্রিশজন যুবককে আনা হল।


সে রেশমী পোষাক ও কোমরবদ্ধ তৈরী করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন