Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 13:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 একদিন পরমেশ্বরের দূত সেই নারীর কাছে আবির্ভূত হয়ে বললেন, দেখ, তুমি বন্ধ্যা, সন্তানহীনা! কিন্তু তুমি এবার গর্ভধারণ করে একটি পুত্রসন্তান প্রসব করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরে মাবুদের ফেরেশতা সেই স্ত্রীকে দর্শন দিয়ে বললেন, দেখ, তুমি বন্ধ্যা, তোমার সন্তান হয় না, কিন্তু তুমি গর্ভধারণ করে পুত্র প্রসব করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সদাপ্রভুর দূত সেই স্ত্রীকে দর্শন দিয়ে বললেন, “তুমি তো বন্ধ্যা ও সন্তানহীনা, কিন্তু তুমি অন্তঃসত্ত্বা হয়ে এক ছেলের জন্ম দিতে যাচ্ছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে সদাপ্রভুর দূত সেই স্ত্রীকে দর্শন দিয়া কহিলেন, দেখ, তুমি বন্ধ্যা, তোমার সন্তান হয় না, কিন্তু গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 একদিন প্রভুর এক দূত তার স্ত্রীর কাছে দেখা দিয়ে বলল, “তুমি বন্ধ্যা হয়ে রয়েছ। কিন্তু তুমি গর্ভবতী হবে, তোমার সন্তান হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরে সদাপ্রভুর দূত সে স্ত্রীকে দর্শন দিয়ে বললেন, “দেখ, তুমি বন্ধ্যা, তোমার সন্তান হয় না, কিন্তু তুমি গর্ভধারণ করে ছেলের জন্ম দেবে।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 13:3
16 ক্রস রেফারেন্স  

সেই দূত তাঁকে বললেন, ভয় পেয়ো না, সখরিয়। ঈশ্বর তোমার মিনতি শুনেছেন, তোমার স্ত্রী ইলিশাবেত একটি পুত্রের জননী হবে। তুমি তার নাম রেখো যোহন।


এমন সময় বেদীর ডান দিকে, যেখানে ধূপ জ্বলছিল, ঠিক সেইখানে প্রভুর এক দূত আবির্ভূত হলেন।


তখন মানোহ প্রভুর কাছে বিনতি করে বললেন, হে পরমেশ্বর, তুমি যে দূতকে আমাদের কাছে পাঠিয়েছিলে, দয়া করে তাঁকে আবার আমাদের কাছে পাঠাও যেন যে বালকটির জন্ম হবে, তাকে কি ভাবে আমরা মানুষ করব তা তিনি আমাদের বুঝিয়ে দেন।


প্রভুর দূত গিলগল থেকে বোখিমে এলেন। তিনি ইসরায়েলীদের বললেন, আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি এবং তেমাদের পিতৃপুরুষদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই দেশে তোমাদের এনেছি। আমি বলেছি, তোমাদের সঙ্গে যে সম্বন্ধ আমি স্থাপন করেছি তা কখনও ভঙ্গ করব না,


ইলিশায় তাঁকে বলেলন, আগামী বছর এই সময় তোমার কোলে একটি ছেলে থাকবে। মহিলাটি বললেন, প্রভু, দয়া করে আমাকে আপনি মিথ্যা আশা দেবেন না, আপনি ঈশ্বরভক্ত মানুষ।


তাঁদের মধ্যে একজন বললেন, আজ থেকে নয় মাস পরে তোমার কাছে আবার আসব, আর তখন তোমার স্ত্রীর একটি পুত্র সন্তান হবে। তাঁবুর দরজার পিছনে দাঁড়িয়ে সারা এ কথা শুনলেন। সেই সময়ে অব্রাহাম ও সারা দুজনেই বৃদ্ধ হয়েছিলেন।


অব্রাহাম তখন উপুড় হয়ে প্রণিপাত করলেন ও হাসলেন।


হান্না যথাসময়ে একটি পু্ত্রসন্তানেন জননী হলেন এবং তিনি বললেন, ‘প্রভু পরমেশ্বরের কাছে একে আমি চেয়েছি’-এই বলে তার নাম রাখলেন শমুয়েল।


তিনি দৌড়ে তাঁর স্বামীর কাছে গিয়ে বললেন, ওগো, সেদিন যিনি আমার কাছে এসেছিলেন, তিনি আবার এসেছেন।


মানোহের স্ত্রী গিয়ে স্বামীকে বললেন, ঈশ্বর প্রেরিত এক ব্যক্তি আমার কাছে এসেছিলেন। ঈশ্বরের দূতের মতই ভয়ঙ্কর সুন্দর তাঁর রূপ।


প্রভু তাঁকে আদেশ দিলেন, যাও, তোমার সমস্ত শক্তি দিয়ে মিদিয়নীদের কবল থেকে ইসরায়েলীদের উদ্ধার কর। আমি বলছি, যাও।


মানোহ পরমেশ্বরের দূতকে বললেন, দয়া করে একটু অপেক্ষা করুন, আমরা আপনার জন্য একটা ছাগ শিশুর মাংস রান্না করি।


আমি তো বৃদ্ধা। প্রভু পরমেশ্বরের অসাধ্য কোন কাজ আছে কি? আগামী এই ঋতুতে নির্দিষ্ট সময়ে আমি আবার তোমার কাছে আসব,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন