Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 13:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি দান নামক স্থানের শিবিরে পরমেশ্বরের মহাশক্তিতে দিন দিন বলীয়ান হয়ে উঠতে লাগল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 আর মাবুদের রূহ্‌ প্রথমে সরার ও ইষ্টায়োলের মধ্যস্থানে, মহনে-দান নামক স্থানে তাঁকে উত্তেজিত করতে শুরু করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 এবং সে যখন সরা ও ইষ্টায়োলের মাঝখানে অবস্থিত মহনেদানে ছিল, তখন থেকেই সদাপ্রভুর আত্মা তাকে চালাতে শুরু করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 আর সদাপ্রভুর আত্মা প্রথমে সরার ও ইষ্টায়োলের মধ্যস্থানে, মহনেদানে, তাঁহাকে চালাইতে লাগিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 শিম্‌শোন যখন মহনেদান শহরে ছিল তখন তার উপর প্রভুর আত্মা ভর করল। শহরটি সরা আর ইষ্টায়োল শহরের মাঝখানে অবস্থিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 আর সদাপ্রভুর আত্মা প্রথমে সরার ও ইষ্টায়োলের মধ্যস্থানে, মহনে-দানে, তাঁকে চালাতে লাগলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 13:25
13 ক্রস রেফারেন্স  

প্রভুর আত্মা এঁর উপর অধিষ্ঠিত হল এবং ইনি ইসরায়েলীদের নেতৃত্ব দিতে লাগলেন। অথ্‌নিয়েল কুশান-রিশাথয়িমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং পরমেশ্বর অথ‌্নিয়েলকে এই যুদ্ধে বিজয়ী করলেন।


নীচু এলাকায় ইষ্টায়োল, সরা, অস্‌না,


ঈশ্বর যাঁকে প্রেরণ করেছেন, তিনি ঈশ্বরের বাক্যই উচ্চারণ করেন। কারণ ঈশ্বর তাঁকে তাঁর পবিত্র আত্মার অপরিমেয় আশীর্বাদ দান করেছেন।


এর পর পবিত্র আত্মা যীশুকে মরুপ্রান্তরে নিয়ে গেলেন। সেখানে তিনি শয়তানের প্রলোভনের সম্মুখীন হলেন।


শৌল সমস্ত কথা শুনলেন এবং তখন ঈশ্বরের শক্তি তাঁর উপর নেমে এল, তিনি রাগে জ্বলে উঠলেন।


তখন পরমেশ্বরের অনুপ্রেরণায় যিপ্তাহ গিলিয়দ থেকে মনঃশি প্রদেশ ঘুরে গিলিয়দের মিস্‌পাতে ফিরে এলেন এবং সেখান থেকে আম্মোনীদের বিরুদ্ধে অভিযান করলেন।


তখন প্রভুর আত্মা গিদিয়োনের উপরে অধিষ্ঠিত হলেন এবং গিদিয়োন তুরী বাজিয়ে সঙ্কেত জানালেন। সঙ্কেত ধ্বনি শুনে অবিয়েষার গোষ্ঠীর লোকেরা তাঁর নেতৃত্বাধীনে সমবেত হল।


শিমশোন একদিন তিম্‌নাতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি ফিলিস্তিনী তরুণীকে দেখেন।


পরমেশ্বরের মহাশক্তি পেয়ে তিনি আস্কেলনে গেলেন এবং সেখানকার ত্রিশটি লোককে মেরে তাদের পোশাক খুলে নিয়ে সেগুলি যারা ধাঁধার উত্তর দিয়েছিল তাদের দিয়ে দিলেন। এই ব্যাপারে শিমশোন ভীষণ রেগে গিয়ে তাঁর বাবার কাছে, বাড়িতে ফিরে গেলেন।


দান গোষ্ঠীর লোকেরা নিজেদের মধ্যে থেকে পাঁচজন শক্ত-সমর্থ লোককে বেছে নিয়ে তাদের ইষ্টায়োল থেকে বসবাসের উপযুক্ত জায়গা অনুসন্ধান করতে পাঠাল। বলল, তোমরা গিয়ে একটি উপযুক্ত এলাকার খোঁজ খবর নিয়ে এস। তারা ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে মীখার বাড়িতে গিয়ে রাত কাটাল।


এদের অধিকারভুক্ত এলাকার মধ্যে ছিল সরা, ইষ্টায়োল, ইর-শেমেশ, শালবীন, অয়ালোন, যিৎলা, এলোন, তিমনা, এক্রোন, এলতকী, গিব্বেথোন, বালাৎ, যেহুদ, বেনে-বারাক, গাৎ রিম্মোন, মেয়ার্কোন, রাক্কোন ও যাফোর সম্মুখবর্তী অঞ্চল।


তাঁর ভাইয়েরা এবং আত্মীস্বজনেরা এসে তাঁর মৃতদেহ নিয়ে গেলেন এবং সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি যে জায়গায় তাঁর পিতা মানোহের কবর ছিল সেখানে তাঁকে কবর দিলেন। তিনি কুড়ি বছর ইসরায়েলীদের নেতা ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন