Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 13:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সেই সময় দান গোষ্ঠীর মধ্যে মানোহ নামে এক ব্যক্তি সরাহ জনপদে বাস করতেন। তাঁর স্ত্রী বন্ধ্যা হওয়ায় তিনি ছিলেন নিঃসন্তান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 সেই সময়ে দানীয় গোষ্ঠীর মধ্যে সরা-নিবাসী মানোহ নামে এক জন ব্যক্তি ছিলেন, তাঁর স্ত্রী বন্ধ্যা হওয়াতে সন্তান হয় নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 দানীয় গোষ্ঠীভুক্ত, সরা নিবাসী মানোহ বলে একজন ব্যক্তির স্ত্রী বন্ধ্যা ছিলেন। তিনি সন্তানের জন্ম দিতে পারেননি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তৎকালে দানীয় গোষ্ঠীর মধ্যে সরানিবাসী মানোহ নামে এক ব্যক্তি ছিলেন, তাঁহার স্ত্রী বন্ধ্যা হওয়াতে সন্তান হয় নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সরা শহরে মানোহ নামে একজন লোক ছিল। সে ছিল দান পরিবারগোষ্ঠীর লোক। মানোহর স্ত্রী ছিল নিঃসন্তান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সেই দিনের দানীয় গোষ্ঠীর মধ্যে সরা-নিবাসী মানোহ নামে এক ব্যক্তি ছিলেন, তাঁর স্ত্রী বন্ধ্যা হওয়াতে সন্তান হয়নি।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 13:2
10 ক্রস রেফারেন্স  

এদের অধিকারভুক্ত এলাকার মধ্যে ছিল সরা, ইষ্টায়োল, ইর-শেমেশ, শালবীন, অয়ালোন, যিৎলা, এলোন, তিমনা, এক্রোন, এলতকী, গিব্বেথোন, বালাৎ, যেহুদ, বেনে-বারাক, গাৎ রিম্মোন, মেয়ার্কোন, রাক্কোন ও যাফোর সম্মুখবর্তী অঞ্চল।


তাঁদের কোন সন্তান ছিল না কারণ ইলিশাবেত ছিলেন বন্ধ্যা। তাছাড়া তাঁরা দুজনেই খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন।


নীচু এলাকায় ইষ্টায়োল, সরা, অস্‌না,


ইস্‌হাকের স্ত্রী বন্ধ্যা হওয়ায় তিনি তাঁর জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করলেন। প্রভু পরমেশ্বর তাঁর বিনতি গ্রাহ্য করলেন, তাঁর স্ত্রী রেবেকা গর্ভবতী হলেন।


অব্রামের স্ত্রী সারী ছিলেন নিঃসন্তান। হাগার নামে তাঁর একটি মিশরী দাসী ছিল।


প্রভুর দূত গিলগল থেকে বোখিমে এলেন। তিনি ইসরায়েলীদের বললেন, আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি এবং তেমাদের পিতৃপুরুষদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই দেশে তোমাদের এনেছি। আমি বলেছি, তোমাদের সঙ্গে যে সম্বন্ধ আমি স্থাপন করেছি তা কখনও ভঙ্গ করব না,


হারোণ ছিলেন মিল্‌কা ও ইসকার পিতা। সারী ছিলেন বন্ধ্যা, তাঁর কোন সন্তান ছিল না।


ইসরায়েলীদের অন্যান্য গোষ্ঠীর মতই দান হবে তার প্রজাদের বিচারপতি।


কিরিয়াৎ-জিয়ারিমের নিম্নলিখিত উপজাতীয়দেরও পূর্ব পুরুষ ছিলেন তিনি: যিথ্রিয়, পুথিয়, সুমাথীয় ও মিসরাথীয়। সোরাহ্ ও ইশটাওল জনপদের অধিবাসীরা এইসব উপজাতীয়দের বংশধর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন