বিচারকর্তৃগণ 13:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)12 মানোহ বললেন, আপনার কথা নিশ্চয়ই সফল হবে, কিন্তু সেই বালকটির আচরণ বিধি কি হবে এবং তাকে কি নিয়মনীতি পালন করতে হবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 মানোহ বললেন, এখন আপনার কথা সফল হোক; সেই বালকটি কিভাবে জীবন কাটাবে আর সে কি করবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 অতএব মানোহ তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনার কথা যখন পূর্ণ হবে, তখন সেই ছেলেটির জীবন ও কর্ম নিয়ন্ত্রণকারী নিয়মটি কী হবে?” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 মানোহ কহিলেন, এখন আপনার বাক্য সফল হউক; সেই বালকের প্রতি কি বিধি ও কি কর্ত্তব্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 মানোহ বলল, “আশা করি যা বলেছেন তাই হবে। এবার বলুন ছেলেটি কেমনভাবে জীবন কাটাবে? সে কি করবে?” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 মানোহ বললেন, “এখন আপনার বাক্য সত্য হোক; সেই বালকের প্রতি কি বিধি ও কি কর্তব্য?” অধ্যায় দেখুন |