Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 11:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 যিপ্তাহ পরমেশ্বরের কাছে মানত করে বললেন, তুমি যদি আম্মোনীদের আমার হাতে সমর্পণ কর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 আর যিপ্তহ মাবুদের উদ্দেশে মানত করে বললেন, তুমি যদি অম্মোনীয়দেরকে নিশ্চয় আমার হাতে তুলে দাও,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 আর তিনি সদাপ্রভুর উদ্দেশে মানত করে বললেন: “তুমি যদি আমার হাতে অম্মোনীয়দের সমর্পণ করো,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 আর যিপ্তহ সদাপ্রভুর উদ্দেশে মানত করিয়া কহিলেন, তুমি যদি অম্মোন-সন্তানগণকে নিশ্চয় আমার হস্তে সমর্পণ কর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 প্রভুর কাছে যিপ্তহ একটি প্রতিশ্রুতি করেছিল। সে বলেছিল, “যদি অম্মোনদের হারিয়ে দেবার কাজে তুমি আমাদের সহায় হও,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 আর যিপ্তহ সদাপ্রভুর উদ্দেশে মানত করে বললেন, তুমি যদি অম্মোনীয়দেরকে নিশ্চয় আমার হাতে সমর্পণ কর,

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 11:30
8 ক্রস রেফারেন্স  

যাকোব শপথ করে মানত করলেন, যদি ঈশ্বর আমার সঙ্গে থাকেন যাত্রাপথে আমাকে রক্ষা করেন, ক্ষুধায় অন্ন ও পরণের বস্ত্র জোগান,


তিনি মানত করে বললেন, হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, দেখ তোমার এই দাসীর দুর্দশা, ভুলো না আমায়, তোমার এই দাসীকে একটি পুত্র সন্তান দাও। যদি দাও, তবে চিরদিনের জন্য তাকে আমি তোমার উদ্দেশে নিবেদন করে দেব। তার মাথায় কখনও ক্ষুর স্পর্শ করা হবে না।


ইসরায়েলীরা তখন প্রভু পরমেশ্বরের কাছে মানত করে বলল, তুমি যদি এদের বিরুদ্ধে আমাদের জয়ী কর তাহলে আমরা এদের জনপদগুলি নিঃশেষে ধ্বংস করব।


তখন পরমেশ্বরের অনুপ্রেরণায় যিপ্তাহ গিলিয়দ থেকে মনঃশি প্রদেশ ঘুরে গিলিয়দের মিস্‌পাতে ফিরে এলেন এবং সেখান থেকে আম্মোনীদের বিরুদ্ধে অভিযান করলেন।


তবে আমি আম্মোনীদের জয় করে ফিরে আসার সময় আমার বাড়ি থেকে সবার আগে যে আমার সঙ্গে দেখা করতে আসবে সে হবে তোমার তাকেই আমি হোমের বলিরূপে উৎসর্গ করব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন