Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 11:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 গিলিয়দের নেতারা বললেন, পরমেশ্বরের শপথ, তুমি যা বলেছ, তা-ই হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তখন গিলিয়দের প্রধান ব্যক্তিরা যিপ্তহকে বললো, মাবুদ আমাদের মধ্যে সাক্ষী; আমরা অবশ্য তোমার কথা অনুসারে কাজ করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 গিলিয়দের প্রাচীনেরা তাঁকে উত্তর দিলেন, “সদাপ্রভু আমাদের সাক্ষী; আমরা নিশ্চয় তোমার কথামতোই কাজ করব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তখন গিলিয়দের প্রাচীনবর্গ যিপ্তহকে কহিল, সদাপ্রভু আমাদের মধ্যে সাক্ষী; আমরা অবশ্য তোমার কথা অনুসারে কার্য্য করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 গিলিয়দের নেতারা বলল, “আমরা যে সব কথা বলেছি প্রভু সবই শুনছেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যা করতে বলবে আমরা তাই করব।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তখন গিলিয়দের প্রাচীনবর্গ যিপ্তহকে বলল, সদাপ্রভু আমাদের মধ্যে সাক্ষী; আমরা অবশ্য তোমার কথা অনুসারে কাজ করব।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 11:10
16 ক্রস রেফারেন্স  

তারা তখন আমাকে বলল, প্রভু পরমেশ্বরই আমাদের মাঝে সত্য এবং বিশ্বাসযোগ্য সাক্ষী হোন। যাঁর কাছে আমরা আপনাকে প্রার্থনা নিবেদন করতে বলেছি, আমাদের সেই আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আপনার মাধ্যমে আমাদের যা আদেশ করবেন, আমরা সেই আদেশ অবশ্যই পালন করব,


তুমি যদি আমার কন্যাদের কষ্ট দাও এবং আমার কন্যাদের ছাড়া অন্য কাউকে বিবাহ কর তাহলে কোন মানুষ আমাদের কাছে না থাকলেও, জেন, ঈশ্বর তোমার ও আমার কাজের সাক্ষী থাকবেন।


এই-ই হল তাদের ভবিতব্য, কারণ তারা সাংঘাতিক পাপে লিপ্ত তারা পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছে, প্রভু পরমেশ্বরের নাম নিয়ে মিথ্যা বলেছে। এ কাজ পরমেশ্বরের ইচ্ছাবিরুদ্ধ। তারা কি করেছে, সব তিনি জানেন। তিনি এর প্রত্যক্ষদর্শী সাক্ষী। এ কথা প্রভু পরমেশ্বর বলেন।


তখন সারী অব্রামকে বললেন, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার জন্য তুমিই দায়ী। আমি আমার দাসীকে তোমার অঙ্কশায়িনী হতে দিয়েছিলাম, কিন্ত গর্ভবতী হয়েছে বলে সে এখন আমাকে অবজ্ঞা করছে। প্রভু পরমেশ্বরই এখন তোমার ও আমার বিচার করুন।


প্রভু যীশুর পিতা চিরধন্য ঈশ্বর জানেন, আমি মিথ্যা কিছুই বলছি না।


আমি তখন বিচারকরূপে তোমাদের সামনে উপস্থিত হব। যারা মায়াবী জাদুকর, ব্যাভিচারী, মিথ্যাশপথকারী এবং যারা দিনমজুর, বিধবা, অনাথ ও শিশুদের নির্যাতন করে, যারা প্রবাসীদের উপর দুর্ব্যবহার করে, যারা আমাকে মান্য করে না, তাদের সব কুকর্ম প্রকাশ করে দেব।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমি এই অভিশাপ পাঠাচ্ছি, সে এই সব চোরের ঘরে এবং আমার নামে যারা মিথ্যা শপথ করে তাদের ঘরে ঢুকবে এবং কাঠ ও পাথর সমেত গোটা বাড়িই ধ্বংস করবে।


প্রভু পরমেশ্বরই আমার ও আপনার বিচার করবেন, আমার প্রতি আপনার আচরণের প্রতিফল দেবেন, কিন্তু আমি কখনও আপনার বিরুদ্ধাচরণ করব না।


তিনি তাদের বললেন, প্রভু পরমেশ্বর এবং তাঁর অভিষিক্ত রাজা আজ সাক্ষী, যে আমার বিরুদ্ধে তোমাদের কোন অভিযোগ নেই। তারা বলল, হ্যাঁ প্রভু পরমেশ্বরই আমাদের সাক্ষী।


তখন আমি তোমাদের বিচারক মণ্ডলীকে এই আদেশ দিয়েছিলাম: তোমরা তোমাদের জ্ঞাতিভাইদের অভিযোগ শুনবে এবং অভিযোগকারী ও তার জ্ঞাতিভাই কিম্বা তার প্রতিবেশী বিদেশীর ন্যায়বিচার করবে।


তুমি অযথা তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরেরর নাম উচ্চারণ করবে না। যে ব্যক্তি অযথা তাঁর নাম উচ্চারণ করবে তাকে তিনি অব্যাহতি দেবেন না।


অব্রাহামের আরাধ্য ঈশ্বর, নাহোরের আরাধ্য ঈশ্বর ও তাঁদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বরই আমাদের বিচার করবেন। তখন যিনি ইস্‌হাকের ত্রাসস্বরূপ তাঁর নামে যাকোব শপথ করলেন।


আপনি এখন ঈশ্বরের দিব্য দিয়ে আমার কাছে শপথ করুন যে আপনি কখনও আমার সঙ্গে, কিংবা আমার সন্তান ও বংশধরদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করবেন না। আমি যেমন আপনার সঙ্গে মিত্রতার সম্পর্ক রক্ষা করেছি, আপনিও তেমনি আমার সঙ্গে এবং যে দেশে আপনি প্রবাস করছেন সেই দেশের সঙ্গে মিত্রতার সম্পর্ক রক্ষা করবেন।


সমস্ত অন্তর দিয়ে তাঁর পুত্র সম্বন্ধে সুসমাচার প্রচার করে আমি ঈশ্বরের সেবা করি। আমি যে আমার প্রার্থনায় অবিরত তেআমাদের স্মরণ করে থাকি এ বিষয়ে ঈশ্বরই আমার সাক্ষী।


যিপ্তাহ্‌ তাঁদের বললেন, আম্মোনীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি আমি তোমাদের সাথে ফিরে যাই আর পরমেশ্বর যদি আমার হাতে তাদের সমর্পণ করেন তাহলে আমি তোমাদের অধিনায়ক হব তো?


হে জাতিবৃন্দ, তোমরা সকলে শোন, পৃথিবী ও তার অধিবাসী সকলেই শুনুক, জগদীশ্বর প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী থাকুন, তিনি সাক্ষ্য দিন তাঁর পবিত্র মন্দির থেকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন