Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 1:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 আদোনী-বেষেক তখন বললেন, হাত ও পায়ের বুড়ো আঙুল কাটা সত্তর জন রাজা আমার খাবার টেবিলেন নীচে থেকে খাবার কুড়িয়ে খেতেন। আমি তাঁদের যে দশা করেছিলাম ঈশ্বর আমারও সেই দশা করলেন। তারা তাঁকে জেরুশালেমে নিয়ে এল, তিনি সেখানেই মারা গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তখন অদোনী-বেষক বললেন, যাঁদের হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে ফেলা হয়েছিল এমন সত্তরজন বাদশাহ্‌ আমার টেবিলের নিচে খাদ্য কুড়াতেন। আমি যেমন কাজ করেছি, আল্লাহ্‌ আমাকে সেই অনুসারে প্রতিফল দিয়েছেন। পরে লোকেরা তাঁকে জেরুশালেমে আনলে তিনি সেই স্থানে মৃত্যবরণ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তখন অদোনী-বেষক বললেন, “হাত-পায়ের বুড়ো আঙুল কাটা সত্তরজন রাজা আমার টেবিলের নিচে পড়ে থাকা এঁটোকাটা কুড়িয়ে খেতেন। আমি তাঁদের প্রতি যা করেছিলাম, ঈশ্বর আমাকে তার উপযুক্ত প্রতিফল দিয়েছেন।” যিহূদা গোষ্ঠীর লোকেরা তাঁকে জেরুশালেম নিয়ে এল এবং সেখানেই তিনি মারা গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তখন অদোনী-বেষক কহিলেন, যাঁহাদের হস্তপদের বৃদ্ধাঙ্গুলি ছিন্ন করা হইয়াছিল, এমন সত্তর জন রাজা আমার মেজের নীচে খাদ্য কুড়াইতেন; আমি যেমন কর্ম্ম করিয়াছি, ঈশ্বর আমাকে তদনুরূপ প্রতিফল দিয়াছেন। পরে লোকেরা তাঁহাকে যিরূশালেমে আনিলে তিনি সেই স্থানে মরিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তখন বেষকের শাসক বলল, “আমি নিজে 70 জন রাজার হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে দিয়েছিলাম। আমার টেবিল থেকে যেসব খাবারের টুকরো পড়ে যেত তাই তাদের খেতে হত। আজ ঈশ্বর আমার সেই অধর্মের প্রতিফল দিলেন।” যিহূদার লোকরা বেষকের শাসককে জেরুশালেমে নিয়ে গেল। সেখানেই তার মৃত্যু হল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তখন অদোনী-বেষক বললেন, “যাদের হাত ও পায়ের বুড়ো আঙ্গুল বাদ দেওয়া হয়েছিল, এমন সত্তর জন রাজা আমার মেজের (টেবিলের) নীচে খাবার কুড়াতেন; আমি যেমন কাজ করেছি, ঈশ্বর আমাকেও সেরকম প্রতিফল দিয়েছেন।” পরে লোকেরা তাকে যিরুশালেমে আনলে তিনি সেই জায়গায় মারা গেলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 1:7
16 ক্রস রেফারেন্স  

কিন্তু শমুয়েল বললেন, তোমার খড়্গে বহু নারী হয়েছে সন্তানহীনা, তাই নারীকুলে তোমার জননীও আজ সন্তানহীনা হবে, এই বলে শমুয়েল গিলগলে প্রভু পরমেশ্বরের বেদীর সামনে অগাগকে খণ্ডবিখণ্ড করলেন।


বন্দী হওয়ার জন্য যে নির্দিষ্ট, সে বন্দী হবে। তরবারি দ্বারা যে হত্যা করে, তরবারির দ্বারাই সে হবে নিহত। এমন পরিস্থিতিতেই পুণ্যাত্মাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা হবে।


কারণ যে দয়া করেনি, বিচারে সে দয়া পাবে না। বিচারকালে দয়াধর্ম অগ্রাধিকার পাবে।


তাদের আচরণের প্রকাশ যে বিধানের নির্দেশ তাদের হৃদয় ফলকে উৎকীর্ণ হয়েছে। তাদের বিবেকই তার সাক্ষী, কারণ এই বিবেকই তাদের পক্ষে কিম্বা বিপক্ষে সেইদিন সাক্ষ্য দেবে,


পুণ্যাত্মা ও নবীদের রক্তপাত করেছে যারাতুমি তাদের রক্তই পান করিয়েছ,এই-ই তাদের প্রাপ্য”


আমাদের শত্রুরা ধ্বংস হয়ে গেল! লুন্ঠিত ও প্রতারিত না হওয়া সত্ত্বেও তারা অপরকে লুন্ঠন ও প্রতারণা করেছে। কিন্তু এবার তাদের লুন্ঠন ও প্রতারণা করার দিন শেষ হয়ে গেল। তারা নিজেরাই লুন্ঠিত ও প্রতারিত হবে।


তুমি সেটিকে বলি দিয়ে তার রক্ত কিছুটা নিয়ে হারোণ ও তার পুত্রদের ডান কানের লতিতে, ডান হাতের ও পায়ের বুড়ো আঙ্গুলে লাগিয়ে দেবে। অবশিষ্ট রক্ত তুমি বেদীর গায়ে ছিটিয়ে দেবে।


আদোনী-বেষেক পালিয়ে গেলেন, কিন্তু তারা তাঁর পিছনে তাড়া করে গিয়ে তাঁকে বন্দী করল এবং তাঁর হাত ও পায়ের বুড়ো আঙুল কেটে দিল।


শেখেমের লোকদের দুষ্কর্মের প্রতিফলও তিনি তাদের দিলেন। গিদিয়োনের পুত্র যোথাম তাদের যে অভিশাপ দিয়েছিল তা ফলে গেল।


তাকে বল যে আমি স্বয়ং পরমেশ্বর বলছি যে লোকটিকে খুন করেছ, আবার এসেছ তার জমি দখল করতে? আর বল যে প্রভু বলেছেন, যে জায়গায় কুকুরেরা নাবোতের রক্ত চেটে খেয়েছে, ঠিক সেই জায়গায় তোমারও রক্ত কুকুরেরা ঐভাবেই চেটে খাবে।


দেখ, যারা তোমাকে নিপীড়ন করে, সেইদিন আমি তাদের সমুচিত দণ্ড বিধান করব। আমি অসহায় মানুষকে উদ্ধার করব, ফিরিয়ে আনব নির্বাসিতদের। অপবাদের বদলে তাদের দেব সুখ্যাতি সারা পৃথিবী সেদিন মুখর হবে তাদের প্রশংসায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন