Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 1:32 - পবিএ বাইবেল CL Bible (BSI)

32 তারা স্থানীয় অধিবাসী কনানীদের মাঝেই বসবাস করতে লাগল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 আশেরীয়েরা দেশ-নিবাসী কেনানীয়দের মধ্যে বাস করলো, কেননা তারা তাদেরকে অধিকারচ্যুত করে নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

32 আশেরীয়রা সেই দেশের অধিবাসী কনানীয়দের মধ্যেই বসবাস করতে থাকল কারণ তারা কনানীয়দের বিতাড়িত করেনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 আশেরীয়েরা দেশ-নিবাসী কনানীয়দের মধ্যে বাস করিল, কেননা তাহারা তাহাদিগকে অধিকারচ্যুত করে নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 আশেরের লোকরা সেই জায়গায় কনানীয়দের তাড়িয়ে দেয় নি। সুতরাং তারা কনানীয়দের মধ্যে বাস করত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

32 আশেরীয়েরা কনানীয়দের মধ্যে বাস করল, কারণ তারা তাদেরকে তাড়াল না।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 1:32
4 ক্রস রেফারেন্স  

আশের গোষ্ঠীও আক্কো, সীদোন, অহলাব, আকষিব, হেল্‌বা অফিক ও রহোবের অধিবাসীদের বিতাড়িত করল না।


নপ্তালি গোষ্ঠীর লোকেরাও বেথ-শেমেশ ও বেথ-আনাথের অধিবাসীদের উৎখাত করল না। তারা কনানীদের সঙ্গেই বাস করতে লাগল, তবে বেথ-শেমেশ ও বেথ-আনাথের অধিবাসীদের দাস করে রাখল।


সেখানে অবনের ইসবোশেথকে গিলিয়দ, আশের, যিষরিয়েল ও ইসরায়েল রাজ্যের রাজা করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন