Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 1:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 অক্‌ষা বলল, আমি আপনার কাছে একটা যৌতুক চাই। নেগেবের শুষ্ক অঞ্চল আপনি আমাকে দন করেছেন, সেই সঙ্গে জলের কুয়োগুলোও আমাকে দিন। কালেব তখন তাকে পার্বত্য ও সমতল অঞ্চলের কুয়োগুলি দিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 সে তাঁকে বললো, আপনি আমাকে একটি উপহার দিন; দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়েছেন, পানির ফোয়ারাগুলোও আমাকে দিন। তাতে কালুত তাকে উচ্চতর ফোয়ারাগুলো ও নিম্নতর ফোয়ারাগুলো দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 তিনি উত্তর দিলেন, “আমার প্রতি বিশেষ এক অনুগ্রহ দেখান। আপনি যেহেতু নেগেভে আমাকে জমি দিয়েছেন, জলের উৎসগুলিও আমাকে দিন।” অতএব কালেব উচ্চতর ও নিম্নতর জলের উৎসগুলি তাঁকে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 সে তাঁহাকে বলিল, আপনি আমাকে এক উপহার দিউন; দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়াছেন, জলের উনুইগুলিও আমাকে দিউন। তাহাতে কালেব তাহাকে উচ্চতর উনুইগুলি ও নিম্নতর উনুইগুলি দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 অক্ষা বলল, “আমায় একটি উপহার দাও। তুমি আমাকে নেগেভের শুকনো মরুভূমিটা দিয়েছিলে। এবার আমাকে এমন কিছু জায়গা দাও যেখানে জল পাওয়া যায়।” কন্যার কথামত কালেব তাকে সেই দেশ দিল যার ওপরে ও নীচে জলের ঝর্ণা আছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 সে তাকে বলল, “আপনি আমাকে এক উপহার দিন; দক্ষিণাঞ্চল ভূমি আমাকে দিয়েছেন, জলের উনুইগুলিও আমাকে দিন।” তাতে কালেব তাকে উচ্চতর উনুইগুলি ও নিম্নতর উনুইগুলি দিলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 1:15
9 ক্রস রেফারেন্স  

অপকারের পরিবর্তে অপকারর কিম্বা কটূবাক্যের পরিবর্তে কটূক্তি করো না। বরং আশীর্বাদ কর, কারণ ঈশ্বরের প্রতিশ্রুত আশীর্বাদ লাভের জন্যই তোমরা আহূত হয়েছ।


যে ভূমি তার উপরে পতিত বৃষ্টিধারা শোষণ করে নেয় এবং যাদের জন্য কর্ষিত সেই ভূমি তাদের পক্ষে উপযোগী ফসল ফলায় তবে তা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে।


তাই আমি এই ভ্রাতাদের আমার আগে করিন্থে তোমাদের কাছে যাওয়ার জন্য অনুরোধ করা উচিত মনে করলাম যেন তাঁরা সেখানে গেলেই তোমাদের প্রতিশ্রুত দান তাঁদের হাতে তুলে দিতে পার। তাহলে আমি গেলে তোমাদের সংগৃহীত দান আমি গ্রহণ করব। এ দান স্বতঃস্ফূর্ত, বাধ্যতামূলক নয়।


এখন তাহলে আপনার দাসী আপনার জন্য এই যে উপহার সামগ্রী এনেছে তা আপনার অনুচরদের মধ্যে বিতরণ করার অনুমতি দিন।


অবিগল তাড়াতাড়ি দুশো চাপাটি, দুই মশকভর্তি সুরা, রান্না করা পাঁচটি ভেড়ার মাংস, পাঁচ বস্তা ভাজা শস্য, একশো গোছা শুকনো আঙুর, ডুমুর দিয়ে তৈরী দুশো পিঠে নিয়ে গাধার পিঠে বোঝাই করে দাসদের বললেন, তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পিছনে যাচ্ছি।


অতএব আপনার জন্য যে উপহার এনেছি দয়া করে গ্রহণ করুন। ঈশ্বরের অনুগ্রহে আমার সব কিছুই আছে। যাকোবের অনুরোধে এষৌ শেষপর্যন্ত সেই উপহার গ্রহণ করলেন। তারপর এষৌ বললেন, চল, এবার আমরা রওনা হই।


কালেব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? সে বলল আপনি আমাকে একটা যৌতুক দিন। নেগেবের শুষ্ক অঞ্চল আপনি আমাকে দিয়েছেন, সেই সঙ্গে জলের কুয়োগুলোও দিন। কালেব তখন তাকে পার্বত্য ও সমতল অঞ্চলের কূপগুলি দান করলেন।


অক্‌ষা অথ্‌নিয়েলের কাছে এলে সে তার বাবার কাছ থেকে একখণ্ড জমি আদায় করার মন্ত্রণা দিল। তাই, অক্‌ষা গাধার পিঠ থেকে নেমে এল। কালেব তাকে জিজ্ঞাসা করলেন, তার আর কি চাই?


মোশির শ্বশুর ছিলেন কেনী উপজাতির লোক। তাঁর বংশধরেরা যিহুদা গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়ে খর্জুরপুর থেকে যিহুদীয়ার অন্তর্গত অরাদের দক্ষিণে মরু এলাকায় চলে গেল এবং সেখানকার লোকদের সঙ্গে বাস করতে লাগল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন