Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 1:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তারা হিব্রোণ নিবাসী কনানীদেরও আক্রমণ করল এবং শেশয়, অহিমোন ও তল্‌ময় গোষ্ঠীর লোকদের পরাস্ত করল। (আগে হিব্রোণের নাম ছিল কিরিয়াত-আর্বা)।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর এহুদার লোকেরা হেবরন-নিবাসী কেনানীয়দের বিরুদ্ধে যাত্রা করে শেশয়, অহীমান ও তল্‌ময়কে আঘাত করলো; আগে ঐ হেবরনের নাম ছিল কিরিয়ৎ-অর্ব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তারা হিব্রোণ নিবাসী কনানীয়দের বিরুদ্ধেও অগ্রসর হল এবং শেশয়, অহীমান ও তল্‌ময়কে পরাজিত করল। (হিব্রোণের পূর্বতন নাম ছিল কিরিয়ৎ-অর্ব)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর যিহূদা হিব্রোণ-বাসী কনানীয়দের বিরুদ্ধে যাত্রা করিয়া শেশয়, অহীমান ও তল্‌ময়কে আঘাত করিল; পূর্ব্বে ঐ হিব্রোণের নাম কিরিয়ৎ-অর্ব ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 হিব্রোণে যে সব কনানীয়রা বাস করত তাদের সঙ্গেও যিহূদা যুদ্ধ করেছিল। (হিব্রোণকে বলা হত কিরিয়ৎ অর্ব।) তারা শেশয়, অহীমান ও তলময় নামে তিন জনকে পরাজিত করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আর যিহূদা হিব্রোণবাসী কনানীয়দের বিরুদ্ধে যাত্রা করে শেশয়, অহীমান ও তলময়কে আঘাত করল; আগে ঐ হিব্রোণের নাম কিরিয়ৎ সেফর ছিল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 1:10
12 ক্রস রেফারেন্স  

তাঁরা নেগেব-এর মধ্য দিয়ে হিব্রোণে উপস্থিত হলেন, সেখানে তখন অহিমান, শেশয় ও তলময় নামে অনাকী দৈত্যদের তিন বংশধর বাস করত। মিশরের সোয়ান নগর প্রতিষ্ঠিত হওয়ার সাত বছর আগে হিব্রোণ নগর নির্মিত হয়েছিল।


প্রভু পরমেশ্বর বলেন, জ্ঞানীরা কখনও তাদের জ্ঞানের গর্ব না করুক, বলবান না করুক শক্তির দম্ভ ধনবান না করুক ধনের অহঙ্কার।


এ জগতে আমি আরও একটি বিষয় উপলব্ধি করলাম: যারা জোরে দৌড়াতে পারে, তারাই সব সময়ে প্রতিযোগিতায় জয়লাভ করে না, সব সময়ে সাহসী যোদ্ধারা যুদ্ধে হয় না বিজয়ী, জ্ঞানবানদের জোটে না অন্ন, বুদ্ধিমানেরা ধনী হতে পারে না সব সময়ে, কর্মদক্ষ লোকেরা উন্নীত হয় না উচ্চপদে। সময় ও সুযোগ তাদের ভাগ্য নির্ধারণ করে, মন্দভাগ্য ছায়া ফেলে প্রত্যেকেরই জীবনে।


মোশির নির্দেশ অনুযায়ী হিব্রোণ অঞ্চল কালেবকে দেওয়া হল। তিনি সেখান থেকে অনাকের তিন পুত্রকে বিতাড়িত করলেন।


সেখানে আমরা অনাকের বংশধর দৈত্যদের দেখেছি (অনাক বংশীয়দের উৎপত্তি দৈত্যকুল থেকে।) তাদের কাছে আমরা ফড়িং-এর মত আর তারাও আমাদের সেই রকমই মনে করে।


পরে কনান দেশের কিরিয়াত-অরাবায় অর্থাৎ হিব্রোণে তিনি মারা যান। অব্রাহাম সারার শিবিরে গিয়ে তার জন্য শোক প্রকাশ ও অশ্রুপাত করলেন।


তিনি তাকে বললেন, তুমি দেখে এস তোমার ভাইয়েরা ভাল আছে কি না, আর ভেড়ার পালও ঠিক আছে কি না। ফিরে এসে আমাকে সব খবর জানাবে। তিনি যোষেফকে হিব্রোণ উপত্যকা থেকে পাঠিয়ে দিলেন।


ইগ্‌লোন থেকে যিহোশূয় ইসরায়েলীদের সঙ্গে নিয়ে হিব্রোণের দিকে অভিযান করলেন। ইসরায়েলীরা সেই নগর আক্রমণ করে দখল করল।


এর পরে তাঁরা দক্ষিণের মরু অঞ্চল, পার্বত্য প্রদেশ ও পাহাড়তলী এলাকার কনানীদের বিরুদ্ধে অভিযান করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন