Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ফিলীমন 1:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 আমাদের সহকর্মী মার্ক আরিষ্টারখাস, দীমাস ও লুক এইসঙ্গে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 মার্ক, আরিষ্টার্খ, দীমা ও লূক, আমার এই সহকর্মীরাও তোমাকে সালাম জানাচ্ছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 আর আমার সহকর্মী মার্ক, আরিষ্টার্খ, দীমা ও লূক, এরাও জানাচ্ছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 মার্ক, আরিষ্টার্খ, দীমা ও লূক, আমার এই সহকারিগণও করিতেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 মার্ক, আরিষ্টার্খ, দীমা এবং লূক আমার এই সহকর্মীরাও তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 মার্ক, আরিষ্টার্খ দীমা ও লূক, আমার এই সহকর্মীরাও শুভেচ্ছা জানাচ্ছে।

অধ্যায় দেখুন কপি




ফিলীমন 1:24
15 ক্রস রেফারেন্স  

আমাদের প্রিয় চিকিৎসুক লুক এবং দীমা তোমাদের অভিবাদন জানাচ্ছেন।


আমার কারাসঙ্গী আরিষ্টার্খস্‌ তোমাদের অভিবাদন জানাচ্ছেন। বার্ণবার আত্মীয় মার্ক (এঁর সম্পর্কে আগেই বলা হয়েছে যে ইনি তোমাদের কাছে গেলে তোমরা তাঁকে গ্রহণ করবে।)


সারা শহরে হৈ চৈ বেধে গেল। জনতা পৌলের সহযাত্রী দুই ম্যাসিডনবাসী গাইয়াস ও আরিস্টারকাসকে ধরে টানতে টানতে নিয়ে গেল পৌর রঙ্গমঞ্চে।


এ কথা উপলব্ধি করার পর তিনি গেলেন মার্ক ওরফে যোহনের মা মরিয়মের বাড়িতে। সেখানে অনেকজন একত্র হয়ে প্রার্থনা করছিলেন।


আমরা আদ্রামিত্তিয়াম বন্দর থেকে একটি জাহাজে করে রওনা হলাম। এই জাহাজটির এশিয়া প্রদেশের বিভিন্ন বন্দর হয়ে যাবার কথা ছিল। ম্যাসিডনবাসী আরিস্টারকাস থেসালনিকা থেকে আমাদের সঙ্গ নিয়েছিলেন।


বারনাবাস আর শৌল কাজ শেষ করে মার্ক ওরফে যোহনকে সঙ্গে নিয়ে জেরুশালেম থেকে ফিরে গেলেন।


এই ধরণের লোকদের সাহায্য করা আমাদের কর্তব্য, যেন এভাবেই আমরা সত্য প্রচারের কাজে তাঁদের সহকর্মী হতে পারি।


তুমি আমার অনুগত সহকর্মী। তোমাকেও অনুরোধ করছি, তুমি তাঁদের সাহায্য কর, কারণ ক্লেমেন্তু এবং অন্যান্য সহকর্মীদের সঙ্গে তাঁরাও আমার পাশে থেকে সুসমাচার প্রচারের কাজে পরিশ্রম করেছিলেন। তাঁদের নাম অমৃত জীবনের তালিকায় আছে।


আমার ধর্মভাই, সহকর্মী ও সংগ্রামের সঙ্গী ইপাফ্রদীত, যাঁকে প্রতিনিধির মত তোমরা আমার দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলে, তাঁকেও তোমাদের কাছে পাঠানো সঙ্গত মনে করছি।


তীতের পরিচয় এই, তিনি আমার সহযোগী এবং তোমাদের সেবায় আমার সহকর্মী। আর আমাদের বিশ্বাসী ভ্রাতাদের পরিচয় এই যে তাঁরা মণ্ডলী সমূহের প্রেরিত প্রতিনিধি, খ্রীষ্টের গৌরব।


এবার পৌল তাঁর সঙ্গীদের নিয়ে পাফো থেকে জলপথে পামফিলিয়ায় অবস্থিত পর্গাতে গেলেন। মার্ক ওরফে যোহন তাঁদের কাছ থেকে ফিরে গেলেন জেরুশালেমে,


তোমাদের মতই ঈশ্বরের মনোনীত সেই ব্যাবিলনবাসী* এবং সেই সঙ্গে আমার পুত্রপ্রতিম মার্ক তোমাদের অভিনন্দন জানাচ্ছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন