| ফিলিপীয় 4:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)17 মনে করো না আমি কোন দান পাওয়ার জন্য আগ্রহী, আমি চাই স্বর্গে তোমাদের সঞ্চয় বাড়ুক।অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আমি উপহার পাবার চেষ্টা করছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করছি যা তোমাদের পক্ষে অনেক লাভজনক হবে।অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ17 আমি যে দান গ্রহণের জন্য আগ্রহী, তা নয়, বরং আমার দৃষ্টি তোমাদের ভবিষ্যতের সঞ্চয়ের দিকে।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)17 আমি দানপ্রাপ্তির চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি, যাহা তোমাদের হিসাবে বহু লাভজনক হইবে।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল17 আসলে তোমাদের কাছ থেকে কিছু সাহায্য পাব এই আশায় যে আমি একথা বলছি তা নয়, বরং আমি চাই যেন দানের মাধ্যমে তোমাদের মঙ্গল হয়।অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আমি উপহার পাওয়ার জন্য চেষ্টা করছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করছি, যা তোমাদের জন্য খুবই লাভজনক হবে।অধ্যায় দেখুন |