Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ফিলিপীয় 3:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 এই আশায় যে মরণের পরে আমিও পৌঁছাব পুনরুত্থানের কুলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 যেন কোন মতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের ভাগী হতে পারি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 আর তাই, যেভাবেই হোক, যেন আমি মৃত্যু থেকে পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 কোন মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমি যদি এসবের সহভাগী হই, তবে আমি প্রত্যাশা করতে পারি যে আমিও মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আর তারই মধ্যে থেকে যেন মৃতদের মধ্য থেকে জীবিত হওয়ার অভিজ্ঞতা লাভ করতে পারি।

অধ্যায় দেখুন কপি




ফিলিপীয় 3:11
17 ক্রস রেফারেন্স  

সেই সহস্র বৎসর কাল পূর্ণ না হওয়া পর্যন্ত অবশিষ্ট মৃতেরা পুনর্জীবিত হল না।


যে প্রতিশ্রুতি পূর্ণতালাভের প্রত্যাশায় আমাদের জাতির দ্বাদশ বংশ একনিষ্ঠভাবে দিবারাত্রি প্রার্থনা জানিয়েছে, মহারাজ! সেই প্রত্যাশার জন্যই আমি ইহুদীদের দ্বারা অভিযুক্ত।


সমবেত জনতার মধ্যে ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ভুক্ত লোকজন দেখে পৌল সভাকে উদ্দেশ্য করে বললেন, ভাইসব, আমি একজন ফরিসী। জন্মসূত্রে এবং শিক্ষাদীক্ষাতেও ফরিসী। মৃতদের পুনরুত্থানে আমি বিশ্বাস করি বলেই আজ আমার বিচার করা হচ্ছে।


বিশ্বাসে রমণীরা তাদের মৃত প্রিয়জনদের জীবিত ফিরে পেয়েছেন। অন্যেরা প্রহার জর্জরিত হয়ে মৃত্যুবরণ করেছেন, মহত্তর জীবনের আশায় মুক্তি প্রত্যাখ্যান করেছেন।


কেউ যেন কোনভাবে তোমাদের প্রতারিত করতে না পারে। কারণ প্রথমে ঈশ্বরের বিরুদ্ধে সেই বিদ্রোহ ঘটবে এবং বিনাশের জন্য নির্ধারিত পুরুষ অর্থাৎ সেই মূর্তিমান অধর্ম প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না।


এই কারণেই আমি আরও অধীর হয়ে তোমাদের ধর্মবিশ্বাস সম্পর্কে জানার জন্য তংআকে পাঠিয়েছিলাম, কারণ আমার আশঙ্কা ছিল যে শয়তান হয়তো কেমনভাবে তোমাদের প্রলুব্ধ করেছে এবং আমাদের পরিশ্রম হয়তো ব্যর্থ হয়েছে।


কিন্তু আমার ভয় হচ্ছে সর্প যেমন ধূর্তকৌশলে হবাকে প্রতারিত করেছিল, তেমনি খ্রীষ্টের প্রতি আন্তরিক আনুগত্য থেকে তোমাদের মন যেন ভ্রষ্ট না হয়।


আমি আমার দেহকে কঠিন সংযমের বশে রাখি, যাতে অন্যান্যদের প্রতিযোগিতায় আহ্বান করার পর আমি নিজেই অযোগ্য প্রতিপন্ন না হই।


যারা দুর্বল তাদের লাভ করার জন্য আমি দুর্বল হয়েছি। অন্ততঃ কিছু লোক যাতে আমার দ্বারা পরিত্রাণ লাভ করতে পারে, তার জন্য আমি সকলের কাছে সম্ভাব্য সবরকম উপায়ই গ্রহণ করেছি।


হয়তো এর দ্বারা আমার স্বজাতির কিছু লোককে ঈর্ষান্বিত করে তুলে তাদের মধ্যে অন্তত কয়েকজনকে উদ্ধার করতে পারব।


মার্থা বলল, আমি জানি, শেষের সেই পুনরুত্থানের দিনে সে আবার উঠবে।


তাতে তুমি আশীর্বাদ পাবে কারণ তারা তার প্রতিদান দিতে পারবে না। ধার্মিকদের পুনরুত্থানের সময়ে তুমি এর প্রতিদান পাবে।


কেউ কোন দিন উদ্ধার করতে পারে না নিজেকে পারে না কিনতে অর্থমূল্যে নিজের জীবন ঈশ্বরের কাছ থেকে।


বন্দরটি শীতকাল কাটাবার পক্ষে বিশেষ সুবিধাজনক ছিল না। তাই অধিকাংশ যাত্রী সেই বন্দর পরিত্যাগ করার পক্ষপাতী ছিল এবং আশা করেছিল যদি তারা কোন রকমে ফিনিক্সে পৌঁছাতে পারে তাহলে সেখানেই শীতকাল কাটাবে। ফিনিক্স ক্রীটের একটি বন্দর। এর দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক খোলা।


তবে প্রত্যেকে নিজস্ব পর্যায়ক্রমে। প্রথমে খ্রীষ্ট সর্বপ্রথম উৎপন্ন ফলস্বরূপ, তারপর তাঁর পুনরাবির্ভাব কালে খ্রীষ্টের প্রজাবৃন্দ।


ধর্মনিষ্ঠার পুরস্কার আমার জন্য তোলা রয়েছে। শেষের সেই দিনে ন্যায়বিচারক প্রভু আমাকে বিজয়মুকুট দেবেন —শুধু আমাকে নয়, যারা অধীর আগ্রহে তাঁর আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে, তাদেরও দেবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন