Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ফিলিপীয় 2:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 মানুষেরর আকারে আবির্ভূত হয়ে তিনি নিজেকে অবনমিত করলেন। একান্ত বাধ্যতায় মৃত্যু —এমনকি ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তিনি নিজেকে অবনত করলেন, মৃত্যু পর্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য হলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 মানব দেহ ধারণ করে নিজেকে অবনত করলেন; মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত, অনুগত থাকলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন; মৃত্যু পর্য্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পর্য্যন্ত আজ্ঞাবহ হইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন। সেই বাধ্যতার দরুণ তাঁর মৃত্যু হল, আর ক্রুশের ওপর তাঁকে প্রাণ দিতে হল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 এবং তিনি মানুষের মত হয়ে নিজেকে অবনত করলেন; মৃত্যু পর্যন্ত, এমনকি, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন।

অধ্যায় দেখুন কপি




ফিলিপীয় 2:8
26 ক্রস রেফারেন্স  

কেউ আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না, আমি স্বেচ্ছায় এ জীবন বিসর্জন দিচ্ছি। জীবনদান করার অধিকার আমার আছে এবং আবার ফিরে পাবার অধিকারও আমার রয়েছে। পিতার কাছ থেকেই এই অধিকার আমি পেয়েছি।


আমাদের বিশ্বাসের অগ্রনায়ক ও সিদ্ধিদাতা যীশুর দিকে দৃষ্টি নিবদ্ধ রাখি। তিনি বাবী আনন্দ লাভের জন্য ক্রুশে মৃত্যুর চরম অপমান উপেক্ষা করেছেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


একটি মাত্র মানুষের অবাধ্যতার ফলে অনেক মানুষকেই পাপী বলে গণ্য করা হয়েছিল, তেমনি একটি মানুষের বাধ্যতার জন্য অনেককেই ধার্মিক প্রতিপন্ন করা হবে।


আমাদের পাপরাশি তিনি নিজের দেহে গ্রহণ করে ক্রুশবিদ্ধ হলেন, যেন আমরা পাপময় জীবনের মৃত্যু ঘটিয়ে ধর্মনিষ্ঠ জীবনে উত্তীর্ণ হই। তাঁর মৃত্যু আমাদের এনে দিয়েছে পরিত্রাণ*।


কারণ খ্রীষ্ট অধার্মিকদের পাপের প্রায়শ্চিত্তের জন্য একবারই মৃত্যুবরণ করেছেন যেন তিনি আমাদের ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যেতে পারেন। দৈহিকভাবে তিনি নিহত হলেন কিন্তু পুনর্জীবিত হলেন আত্মার শক্তিতে


তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জান। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তাঁর দারিদ্র বরণে তোমরা ধনী হতে পার। এতে তোমাদের মঙ্গলই হবে।


আরও কিছুটা এগিয়ে তিনি মাটিতে উপুড় হয়ে পড়লেন এবং প্রার্থনা করলেন, পিতা আমার! যদি সম্ভব হয় তবে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। কিন্তু আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক।


তাঁর এই অবমাননারহল না কোনও প্রতিকার।কে পারে বর্ণনা করতে তাঁর উত্তর পুরুষের কথা?কারণ পৃথিবীতে তাঁর পরমায়ুহয়েছে নিঃশেষ।’


আমাদের সকল অধর্ম থেকে মুক্ত করার জন্য তিনি আত্মদান করেছেন যেন শুচিশুদ্ধ হয়ে আমরা তাঁর আপনজন হিসাবে সাগ্রহে সৎকাজ করতে পারি।


শাস্ত্রে আছে, কাষ্ঠদণ্ডে যাকে ঝোলানো হবে সে অভিশপ্ত। আমাদের প্রাপ্য অভিশাপ নিজে গ্রহণ করে খ্রীষ্ট বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন।


চল আমরা এখান থেকে যাই।


প্রভুর প্রতি সম্ভ্রমবোধ প্রজ্ঞাদান করে, নম্র হয়েই শ্রদ্ধা অর্জন করতে হয়।


আমি যেমন আমার পিতার আদেশ পালন করি তাঁর প্রেমে স্থিতিলাভ করেছি তেমনি তোমরাও আমার আদেশ পালন করে আমার প্রেমে স্থিতপ্রতিষ্ঠ হও।


আবার, দ্বিতীয়বার তিনি চলে গেলেন এবং প্রার্থনা করতে লাগলেন, পিতা আমার! যদি এই পানপাত্র সরিয়ে নেওয়া সম্ভব না হয়, যদি আমাকে এই পানপাত্র থেকে পান করতেই হয় তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক।


কুকুরের পাল ঘিরে ধরেছে আমায়, বেষ্টন করেছে দুর্বৃত্তের দল, বিদ্ধ করেছে আমার হস্তপদদ্বয়।


তাহলে তোমরা তাকে গাছে ঝুলিয়ে ফাঁসী দেবে। কিন্তু তার মৃতদেহ রাত্রে গাছে ঝুলিয়ে রাখবে না, সেই দিনই তাকে কবর দেবে। কারণ যে ব্যক্তিকে গাছে ঝুলানো হয় সে ঈশ্বর কর্তৃক অভিশপ্ত। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন সেই দেশ তোমরা অশুচি করবে না।


তাঁদের সামনেই তাঁর রূপান্তর ঘটল। সূর্যের এত দীপ্তিমান হয়ে উঠল তাঁর মুখমণ্ডল, তাঁর বসন হল আলোকশুভ্র।


যীশু তাঁদের বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর ইচ্ছা পালন করা ও তাঁর কাজ সমাধা করাই হচ্ছে আমার আহার্য।


প্রার্থনা করতে করতে তাঁর মুখশ্রী বদলে গেল, তাঁর পোষাক আলোকশুভ্র হয়ে উঠল।


পাপের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যাতে তোমাদের রক্তপাত হতে পারে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন