Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ফিলিপীয় 2:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 খ্রীষ্ট যীশুর অন্তরের ঐশ্বর্য তোমাদের জীবনেও ফুটে উঠুক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 মসীহ্‌ ঈসার মধ্যে যে মনোভাব ছিল তা তোমাদের মধ্যেও থাকুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 খ্রীষ্ট যীশুর যে মনোভাব ছিল, তোমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 খ্রীষ্ট যীশুতে যে ভাব ছিল, তাহা তোমাদিগেতেও হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 খ্রীষ্ট যীশুর মধ্যে যে ভাব ছিল, তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 খ্রীষ্ট যীশুতে যে ভাব ছিল, তা তোমাদের মনের মধ্যেও হোক।

অধ্যায় দেখুন কপি




ফিলিপীয় 2:5
16 ক্রস রেফারেন্স  

যে বলে খ্রীষ্টেতে সে অবস্থান করে, তাহলে তিনি যেমন আচরণ করতেন তারও সেইরকম আচরণ করা উচিত।


আমার জোয়াল তোমার কাঁধে তুলে নাও, আমার কাছেই গ্রহণ কর শিক্ষা, কারণ আমি শান্ত ও নম্র। তাহলে তোমরা জীবনের স্বস্তি পাবে।


এই উদ্দেশ্যেই তোমাদের আহ্বান করা হয়েছে, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য দুঃখ বরণ করে তোমাদের সম্মুখে এক আদর্শ স্থাপন করে গেছেন যেন তোমরাও তাঁর পদাঙ্ক অনুসরণ কর।


খ্রীষ্ট যেমন দৈহিক দুঃখকষ্ট সহ্য করেছেন, তোমরাও তেমন মানসিক প্রস্তুতি গড়ে তোল কারণ যে ব্যক্তি দৈহিক কষ্ট সহ্য করেছে সে পাপে লিপ্ত হয় না।


আমি সর্ববিষয়ে সকলের মঙ্গলের জন্য বিবেচনা করতে চেষ্টা করি, শুধু নিজের মহ্গলের জন্য নয়, সকলে যেন পরিত্রাণ পায় তার চেষ্টা করি।


খ্রীষ্ট যেমন তোমাদের ভালবেসেছেন তেমনি তোমাদের জীবনও ভালবাসায় ভরে উঠুক। তিনি আমাদের হয়ে ঈশ্বরের উদ্দেশ্য সুরভি নৈবেদ্য ও বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন।


ধৈর্য ও প্রেরণার উৎস ঈশ্বর তোমাদের এই বর দিন যেন খ্রীষ্টের আদর্শ অনুসরণ করে তোমরা সকলে একচিত্ত হও এবং একপ্রাণে সমস্বরে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করতে পার।


আমি তোমাদের দেখিয়েছি যে, এভাবেই কঠোর পরিশ্রম করে দুর্বলদের সাহায্য করা উচিত। আমাদের স্মরণে রাখা প্রয়োজন প্রভু যীশুর নিজ মুখের কথা —‘গ্রহণের চেয়ে দানেই বেশী আনন্দ’।


খ্রীষ্ট নিজের কথা চিন্তা করেননি, শাস্ত্রে আছে, ‘তোমাকে যারা অপমান করেছে, তারা আমাকেই করেছে অপমানিত।’


তাহলে বড় কে, যে ভোজে আসন গ্রহণ করে, না, যে পরিবেশন করে? যে ভোজে আসন গ্রহণ করে সে-ই নিশ্চয় বড়। কিন্তু আমি তোমাদের মাঝে সেবকরূপে রয়েছি।


যে খাদ্য খেতে দেখলে তোমার ভাই মনে আঘাত পায়, তা যদি খাও, তবে বুঝতে হবে যে তার প্রতি তোমার ভালবাসা নেই। তোমার এই যে ভাই যার জন্য খ্রীষ্ট প্রাণ দিয়েছিলেন তেআমার এই খাদ্যবস্তু যেন তার ধ্বংসের কারণ না হয়।


আপনারা জানেন যে নাসরতবাসী যীশুকে ঈশ্বর পবিত্র আত্মা ও পরাক্রমে অভিষিক্ত করেছিলেন। তিনি সকলের কল্যাণ সাধন করে বেড়াতেন এবং শয়তানের কবলে যারা উৎপীড়িত হত তাদের সকলকে সুস্থ করতেন কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন।


ফিলিপী নিবাসী খ্রীষ্ট যীশুতে আশ্রিত সকল ভক্তজন এবং তাঁদের ধর্মপাল ও পরিচারকবর্গ সমীপে — খ্রীষ্ট যীশুরর সেবক পৌল ও তিমথী:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন